Let's Discuss!

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3786
১০১.রাজা চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা ছিলেন –
-কৌটিল্য
১০২.The Asian Infrastructure Investment Bank (AIIB) -এর সদর দপ্তর হবে –
-বেইজিং, চীন
১০৩.’আন্তর্জাতিক বন দিবস’ –
-২১ মার্চ
১০৪.পৃথিবীর উন্মোক্ত বই মেলা হিসেবে বৃহত্তম বই মেলা –
-কোলকাতা বইমেলা
১০৫.জাতীসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়?
-জলপাই
১০৬.পাবলো পিকাসো অংকিত ‘গুয়ের্নিকার’ ঘটনা কোন দেশে সংঘটিত হয়?
-স্পেন
১০৭.জাতিসংঘ সহস্রাদ উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হয় –
-২০০০ সালে
১০৮.জাতিসংঘ ও এর অঙ্গ সংস্থা এখন পর্যন্ত কতবার নোবেল পুরস্কার লাভ করেছে?
-৮ বার
১০৯.’অগ্নিপুত্রী’ নামে পরিচিত প্রথম মহিলা বিজ্ঞানী টেসি থমাস যে দেশের নাগরিক –
-ভারত
১১০.’কিম্বার্লি’ হলো বৃহত্তম –
-হীরক খনি
১১১.বিশ্বে সবুজ নগরী হিসেবে শীর্ষস্থানে রয়েছে –
-কোপেনহেগেন
১১২.কোন রাজার শাসনামলে ফরাসি বিপ্লব শুরু হয়?
-ষোড়শ
১১৩.ইংরেজি কোন সালের দুর্ভিক্ষ ‘পঞ্চলের মন্বন্তর’ নামে পরিচিত?
-১৯৪৩
১১৪.সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
-মালদ্বীপ
১১৫.বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয় –
-ফ্রান্স
১১৬.মশুল শহরটির অবস্থান –
-ইরাক
১১৭.অছি পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে –
-১৯৯৪ সাল থেকে
১১৮.ভারতের শেখ মোগল সম্রাট ছিলেন –
-বাহাদুর শাহ জাফর
১১৯.বোস আইনস্টাইন তত্ত্বের সত্যেন বসু প্রথম জীবনের কোন বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ছিলেন –
-কলকাতা বিশ্ববিদ্যালয়
১২০.ভারতে ১৯৪৩ সালের মানবসৃষ্ট দুর্ভিক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দায়ী করা হয়?
-স্যার উইনস্টন চার্টিল
১২১.বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের উপজেলা –
-শ্যামনগর
১২২.’কানকুন’ অবস্থিত –
-মেক্সিকো
১২৩.’ভেনিজুয়েলা’ যে মহাদেশে অবস্থিত –
-দক্ষিণ আফ্রিকা
১২৪.’চির বসন্তের শহর’ নামে পরিচিত –
-কিটো
১২৫.বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীর নাম –
-করতোয়া
১২৬.১৯৮৯ সাল থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয় –
-৮ বার
১২৭.গোবি মরুভূমি অবস্থিত –
-চীনে
১২৮.দূর প্রাচ্যের দেশগুলোর সাইক্লোনকে কী বলে?
-টাইফুন
১২৯.রামসার কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয় –
-১৯৭১
১৩০.বাংলাদেশর রপ্তানি পণ্য কোনটি?
-পাট ও পাটজাত দ্রব্য
১৩১.বাংলাদেশের রপ্তানি পন্য কোনটি?
-পাটের বস্তা
১৩২.চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীতে সেই বস্তুর ওজনের কত শতাংশ?
-ছয় ভাগের এক ভাগ
১৩৩.কোনটি অধাতু
-ক্লোরিন
১৩৪.জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?
-রি-অ্যাকুশন
১৩৫.বহুরূপী মৌল কোনটি?
-কার্বন
১৩৬.বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
-ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন
১৩৭.ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান উদ্ভিদ প্রজাতি –
-শাল
১৩৮.স্যাটেলাইট কোন বলের কারনে ঘুরতে থাকে?
-মধ্যাকর্ষণ বল
১৩৯.দুধকে টক করে –
-ব্যাকটেরিয়া
১৪০.গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে যে প্রাণী –
-গিরগিটি
১৪১.ইউরেনিয়ামের পারমানবিক সংখ্যা –
-৯২
১৪২.গাছের খাদ্য তালিকায় আছে?
-N, P, K, S, & Zn
১৪৩.যে ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না?
-অ্যান্টিমনি
১৪৪.ডেঙ্গু রোগের জীবাণুবাহী মশার প্রজাতি হলো –
-এডিস
১৪৫.ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবড়হার করা হয় –
-কেমোথেরাপি
১৪৬.পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য –
-বহু মাইক্রোপ্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনী
১৪৭.কোন ই-মেইল ঠিকানায় যে চিপটি অবশ্যই থাকে?
-@
১৪৮.গুগলের প্রকৃত নাম কি?
-ব্যাকরাব
১৪৯.ডট ম্যাট্রিক এক ধরনের –
-প্রিন্টার
১৫০.যে মেনুতে প্রিন্ট কমান্ড থাকে –
-সেক্টর