Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#497
১. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

উত্তর: কাজী নজরুল ইসলাম

২. বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে?

উত্তর:মাইকেল মধুসূদন দত্ত

৩.’Bitter’ শব্দটির Verb হচ্ছে-

উত্তর: Embitter

৪. ‘Please’ শব্দটির Noun হচ্ছে__

উত্তর: Pleasure

৫. Numbering’ শব্দটির Verb হচ্ছে___

উত্তর: Enumerate

৬.’Sea’ শব্দটির Adjective হচ্ছে__

উত্তর:Marine

৭. x + =3 হলে x4+ ( )4 = কত?

উত্তর:47

৮. x3 – y3=513 এবং x – y = 3 হলে xy-এর মান কত?

উত্তর:54

৯. সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেমি হলে এর অতিভুজের মান কত?

উত্তর: 5 সেমি

১০. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর:শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

১১. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?

উত্তর:শওকত ওসমান

১২. কোনটি শুদ্ধ বানান?

উত্তর: Occasion

১৩. কোনটি শুদ্ধ বানান?

উত্তর:Grievance

১৪. সুষম বাহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫০ হলে উহার বাহুর সংখ্যা কত?

উত্তর: ৮

১৫. ২০ জন লোক কোনো কাজ ১৫ দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকী কাজ ১০ দিনে শেষ হল। কতজন লোক চলে গিয়েছিল?

উত্তর: ১০ জন

১৬. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ ৩ । ৪ বছর পূর্বে, তাদের বয়সের অনুপাত ছিল ১৩ ৫। বর্তমানে কার বয়স কত?

উত্তর:৫৬ বছর, ২৪ বছর

১৭. ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?

উত্তর:৫০%

১৮. ‘মানচিত্র’ নাটকটির রচয়িতা কে?

উত্তর:আনিস চৌধুরী

১৯. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

উত্তর:সৈয়দ শামসুল হক

২০. কোনটি শুদ্ধ বানান?

উত্তর:সর্বাঙ্গীণ

২১. প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ঐ শহরের লোকসংখ্যা কত ছিল?

উত্তর: ১০০০০

২২. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়?

উত্তর:নিয়ত বায়ু

২৩. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো__

উত্তর:প্রায় ১২ ঘন্টা

২৪. কোনটি শুদ্ধ বানান?

উত্তর: ঊর্মি

২৫. সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো__

উত্তর:মূল্যবোধ

২৬. সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র__

উত্তর:সেক্সট্যান্ট

২৭. ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে__

উত্তর: ৬ ডিসেম্বর, ১৯৭১

২৮. কোন শুদ্ধ বানান?

উত্তর: Satellite

২৯. কোনটি শুদ্ধ বানান?

উত্তর:Heterogeneous

৩০. বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন__

উত্তর:খন্দকার মুশতাক আহমেদ

৩১. ‘Who gave you this pen?’ বাক্যের Passive form হচ্ছে__

উত্তর:By whom were you given this pen?

৩২. ‘Everything hinges ____ what happens next’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে__

উত্তর: upon

৩৩. ‘Hurry up! we have to go _____ five minutes’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে___

উত্তর:in

৩৪. ২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে__

উত্তর:১৫ বার

৩৫. কোনটি শুদ্ধ বানান?

উত্তর: ইন্দ্রিয়

৩৬. কে জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন?

উত্তর:রাষ্ট্রপতি

৩৭. ‘এই বনে বাঘের ভয় নাই’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর:অপাদানে ষষ্ঠী

৩৮. ‘আমি বই পড়ি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্মে প্রথমা

৩৯. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?

উত্তর:দ্বিগু সমাস

৪০. ‘কিরণ’- এর সমার্থক শব্দ নয়__

উত্তর:রবি

৪১. ‘উগ্র’-এর বিপরীতার্থক শব্দ__

উত্তর:সৌম্য

৪২. ‘উন্নয়ন’-এর সন্ধি বিচ্ছেদ__

উত্তর:উৎ+ নয়ন

৪৩. কোনো পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

উত্তর:৮০%

৪৪. ৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?

উত্তর:১৮ টাকা

৪৫. ৩ ০.৩২ = কত?

উত্তর:০.৪৫

৪৬. ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯,——— ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর: ৪৭

৪৭. ‘I have to do it’ বাক্যের Passive form হচ্ছে__

উত্তর: It has to be done by me

৪৮.The mother said to her son, “ May you pass the examination.” বাক্যের indirect speech হচ্ছে__

উত্তর: The mother wished that her son might pass the examination

৪৯. কোন বাক্যটি শুদ্ধ?

উত্তর:He appeared at the examination

৫০. ‘Abolish’ শব্দটির Synonym হচ্ছে__

উত্তর:Cancel

৫১. ‘Black sheep’-এর অর্থ হচ্ছে__

উত্তর: Wicked man

৫২.’ Calm’ -এর Synonym হচ্ছে___

উত্তর:Quiet

৫৩. You said to me, “ You do not do your duty.” বাক্যটির indirect speech হচ্ছে__

উত্তর:You told me that I did not do my duty

৫৪. “ যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে”- এটি কোন ধরনের বাক্য?

উত্তর:মিশ্র বাক্য

৫৫. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল__

উত্তর:চারবার

৫৬. কোনটি শুদ্ধ বানান?

উত্তর:He cannot pronounce the the word

৫৭. ‘Dead letter’ – এর অর্থ হচ্ছে__

উত্তর: Lew not in force

৫৮. ‘অনুচিত’ শব্দটি কোন সমাস?

উত্তর:তৎপুরুষ সমাস

৫৯. ‘বাতাস’ -এর সমার্থক শব্দ নয়__

উত্তর:প্রসুন

৬০. ‘তিমির’-এর বিপরীতার্থক শব্দ__

উত্তর:আলো

৬১. ‘সংগীত’-এর সন্ধি বিচ্ছেদ__

উত্তর:সম+ গীত

৬২. একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?

উত্তর:১১ সেকেন্ডে

৬৩. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ ।উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কত?

উত্তর: ১০ ও ১৬

৬৪. একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা। ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ঘড়ির মূল্য কত?

৪০০.০০ টাকা

৬৫. এক ব্যক্তি ঘন্টায় ৫ কিমি বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় ৩ কিমি বেগে ফিরে আসল। যাতায়াতে তার গতির গড়__

উত্তর: কিমি

৬৬. = কত?

উত্তর:

৬৭. ৩, ৭, ১৫, ৩১, ৬৩, ——- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর:১২৭

৬৮. চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে__

উত্তর: অমাবস্যা তিথিতে

৬৯. এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?

উত্তর: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়

৭০. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়__

উত্তর:কাঠমান্ডুতে

৭১. মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে?

উত্তর: ভিটামিন-সি

৭২. আলট্রাসোনিক তরঙ্গ কি?

উত্তর: শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ

৭৩. আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?

উত্তর:সিলভার

৭৪. ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায়__

উত্তর: ভিটামিন বি২ – এর অভাবে

৭৫. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তর:১৩৬ তম

৭৬. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

উত্তর:১০ এপ্রিল, ১৯৭১

৭৭. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

উত্তর:জয়নুল আবেদিন

৭৮. ১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে?

উত্তর:শামসুল হক

৭৯.m + n = 12 এবং m – n = 2 হলে mn এর মান কত?

উত্তর:35

৮০. p + q + r = 0 হলে ,p3 + q3 + r3 -এর মান কত?

উত্তর:3 pqr
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    1 Replies 
    861 Views
    by tasnima
    0 Replies 
    44 Views
    by bdchakriDesk
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]