Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3718
১০১.প্যারাডাইস পেপারস কেলেংকারী কী নিয়ে তথ্য ফাস করেছে?
-কর
১০২.ফরাসি বিপ্লবের মূলবাণী ছিল –
-সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব
১০৩.জাতিসংঘের কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে?
- জাতিসংঘ মানবাধিকার পরিষদ
১০৪.কোনটি আন্ত:রাষ্ট্রীয় সংস্থা?
-অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০৫.নিচের কোন দেশ আসিয়ানের অন্তর্ভুক্ত?
-জাপান
১০৬.সম্প্রতি চালু হওয়া পৃথিবীর দীর্ঘতম সেতু হংকং কে কোন ভূখন্ডের সাথে সংযুক্ত করা হয়েছে?
-ম্যাকাও
১০৭.বর্তমান পৃথিবীতে পরমাণু অস্ত্রধারী দেশ –
-৮টি
১০৮.’লিকুদ পার্টি কোন দেশের রাজনৈতিক দল?
-ইসরায়েল
১০৯.কোন সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত?
-আকাবা
১১০.ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন ধরনের অপরাধের বিচার করেনা?
-মানব পাচার
১১১.এশিয়ার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূলভিত্তি কি?
-’আশিয়ান’ জোটকে সমর্থন করা
১১২.উত্তর কোরিয়া অবস্থিত –
-পূর্ব এশিয়ায়
১১৩.’বাবেল মান্দেব’ সংযুক্ত করেছে –
-ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়াকে
১১৪.জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
-নিরাপত্তা পরিষদ
১১৫.ফারাহ আইদিদ কোন দেশের নেতা ছিলেন?
-সোমালিয়া
১১৬.চেরাপুঞ্জি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
-মেঘালয়
১১৭.কারাকোরাম হাইওয়ে কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
-পাকিস্তান ও চীন
১১৮.ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
-নেপোলিয়ান
১১৯.কোন দেশটি দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
-মেক্সিকো
১২০.পৃথিবীর প্রায় অর্ধেক কফি কোথায় উৎপন্ন হয়?
-দক্ষিণ আমেরিকায়
১২১.উত্তমাশা অন্তরীপ যে মহাদেশে অবস্থিত –
-আফ্রিকা
১২২.পঞ্চম ড্রাগনের দেশ –
-তাইওয়ান
১২৩.সিলেট জেলার উত্তরে যে ভারতীয় রাজ্য অবস্থিত –
-মেঘালয়
১২৪.কোনটি পরিবেশ বিষয়ক?
-ISO-14000
১২৫.’গোবি মরুভূমি’ অবস্থিত যে মহাদেশে –
-এশিয়া
১২৬.ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত –
-হরমুজ প্রণালী
১২৭.’হিমশৈল’ কি?
-শীতের স্রোতের সাথে সাথে ভেসে আসা বিশাল বরফখন্ড
১২৮.যে দূষণ প্রক্রিয়ায় পৃথিবীর বেশির ভাগ মানুষ আক্রান্ত হয় –
-পানি দূষণ
১২৯.জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি?
-বৈশ্বিক উষ্ণতা
১৩০.গ্রীন হাউস গ্যাস বৃদ্ধির প্রাকৃতিক কারণ কোনটি?
-দাবানল
১৩১.এন্টিবায়োটিক তৈরি হয় কী দিয়ে?
-ছত্রাক
১৩২.এক গ্রাম পানির তাপমাত্রা ২০॰ হতে ৩০॰সেলসিয়াস বৃদ্ধির জন্য তাপের প্রয়োজন –
-১০ ক্যালরি
১৩৩.পৃথিবীর বহিরাবরণকে বলা হয় –
-ভূত্বক
১৩৪.এক্সরে উৎপাদনের জন্য টার্গেট বা ধাতু হিসেবে ব্যবহৃত হয় –
-প্লাটিনাম
১৩৫.চলন্ত বাস থেকে হঠাৎ নামতে গেলে দূর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি?
-জড়তা
১৩৬.শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে?
-নাইট্রোজেন
১৩৭.নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
-যুক্তরাষ্ট্র
১৩৮.কাছের বস্তুকে দেখার ব্যবহার করা হয় নিচের কোনটি?
-উাত্তল লেন্স
১৩৯.পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘুরে?
-ঘন্টায় ৬৭,০০০ মাইল বেগে
১৪০.মূল মধ্যরেখার মান কত?
-০॰
১৪১.নিচের কোন অঙ্গটির গঠনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওলাই?
-ফুসফুস
১৪২.নিচের কোনটির অভাবে বয়স্ক মহিলাদের অস্ট্রিয়োম্যালেসিয়া রোগ হয়?
-ক্যালসিয়ামের
১৪৩.কোনটি পারমানবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়?
-গ্রাফাইট
১৪৪.ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি?
-চোখে ঝাপসা দেখা
১৪৫.কোন প্রযুক্তিতে শব্দ শক্তি ব্যবহার করা হয়?
-আল্ট্রাসনোগ্রাফি
১৪৬.কম্পিউটারের প্রোগ্রাম যে একই ধরনের ইন্সট্রাকশন বার বার সম্পন্ন করে তাকে বলে –
-লুপিং
১৪৭.যে অপারেটিং সিস্টেমে সর্বপ্রথম স্টার্ট বাটন ব্যবহার করা হয় –
-উইন্ডোজ ৯৫
১৪৮.ক্যাশ মেমোরি পরিষ্কার করতে কোনটির সাহায্য নেওয়া যেতে পারে?
-কুকিজ
১৪৯.কোনটি না থাকলে রিলেশন তৈরি সম্ভব না?
-কী ফিল্ড
১৫০.কোনটি কম্পিউটার ভাইরাস?
-মেলিসা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1350 Views
    by tamim
    0 Replies 
    991 Views
    by afsara
    0 Replies 
    1078 Views
    by afsara
    0 Replies 
    1187 Views
    by afsara
    0 Replies 
    319 Views
    by romen

    ১.দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের –ভিত্তি ২. […]

    ১৬.বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্ম[…]

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রশাসন ব[…]

    প্রকৃত নামঃ গন্ধর্ব নারায়ন মিত্র জন্মঃ ১০ এপ্রিল[…]