Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3659
১৫১.কোন প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায়?
-VOIP
১৫২.দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার কোনটি?
-IBM-1600
১৫৩.কোনটি প্রাইমারি মেমোরি?
-রম
১৫৪.কোনটি আউটপুট ডিভাইস?
-প্লটার
১৫৫.কোনটি এন্টি-ভাইরাস প্রোগ্রাম?
-এভাস্ট
১৫৬.লিংক ডইন যে ভাষায় লিখিত –
-Java
১৫৭.সি ভাষা কোন ধরনের মডেল অনুসরণ করে?
-স্ট্রাকচার্ট
১৫৮.Inter Pentium হচ্ছে -
-Processor
১৫৯.Android কি?
-একটি অপারেটিং সিস্টেম
১৬০.কম্পিউটারের প্রধান মেমোরি কোথায় থাকে?
-মাইক্রোপ্রসেসর ও সিপিইউর মাঝখানে
১৬১.শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১২ বছরের সুদ ১৬২ টাকা হবে?
-৩%
১৬২.সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭,১৪,২১,৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
-২৩০
১৬৩.চাউলের মূল্য ২৫% বৃদ্ধি পেল । চাউলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না?
-২০%
১৬৪.x=√3+√2 হলে, x²+1/x²- এর মান কত?
-10
১৬৫.x²-1/x² -এর উৎপাদক দুইটির অন্তর ফল কত?
-+-2/x
১৬৬.X+1/x=1/3 হলে, x³+1/x³ এর মান কত?
--26/27
১৬৭.৪০ টাকা ও ৬০ টাকা কেজি দরের চাল মিশিয়ে প্রতি কেজির দাম ৪৮ টাকা করা হল। দুই প্রকারের চালের অনুপাত কত?
-৩:২
১৬৮.2+4+8+16+----- n তম পদ 256 হলে, n এর মান কত?
-8
১৬৯.X+1/y = 3/2, y+1/x=3 সমীকরণ দ্বয়ের সমাধান কত?
-(x, y) = (1,2) (1/2,1)
১৭০.সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
-৬০॰
১৭১.বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
-৩.১৪
১৭২.১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে ৫ সেমি দুরের জ্যা এর দৈর্ঘ্য –
-২৪ সেমি
১৭৩.একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যর দুই – তৃতীয়াংশ। ঘরটির পরীসিমা ৪০ মিটার হলে ক্ষেত্রফল কত?
-৯৬ বর্গমিটার
১৭৪.’EQUATION’ শব্দের সকল বর্ণ ব্যবহার করে মোট কয়টি শব্দ তৈরি করা যায়?
-30420
১৭৫.একটি ব্যাগে ৭টি সাদা ৭টি লাল এবং ৪ টি কালো বল আছে। উক্ত ব্যাগ হতে একটি বল নেওয়া হলে কালো বলটি হওয়ার সম্ভাবনা কত?
-2/9
১৭৬.ধারাটির পূর্ণ করতে শূণ্যস্থানে বসবে –
২, ৬, ১২, ৩৬, ৭২, ----
-২১৬
১৭৭.নিচের সংখ্যাসারির শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
.৩, .১২, .৪৮, ----
-.১৯২
১৭৮.যদি TRAIN=98726 হয়, তবে TRAIN=কত হবে?
-97826
১৭৯.যদি TALE=LATE হয়, তবে CAFÉ=?
-FACE
১৮০.শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১-----
-১৯
১৮১.২০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
-৮
১৮২.চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
-১৬টি
১৮৩.প্রতি এক ঘন্টায় কত বার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে?
-২ বার
১৮৪.কোন শব্দটি ভিন্ন ধরনের?
-চাঁদ
১৮৫.শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
(১৩), (২০), (২৭), (?), (৪১)
-(৩৪)
১৮৬.শতকরা মাসিক ২ টাকা সুদে শতকরা বার্ষিক কত টাকা সুদের সমান?
-২৪ টাকা
১৮৭.How many four sided shapes does this diagram have?
-26-30
১৮৮.১০০ মিটার একটি ট্রেন ঘন্টায় ৬০ কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে?
-৬ সেকেন্ডে
১৮৯.Divide 30 by ½ and add 10. What is the answer?
-70
১৯০.কোন সংখ্যার ১১ গুন থেকে ৬৩ টি বিয়োগ করলে বিয়োগফল ১৯০ হয়?
-২৩
১৯১.সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন –
-সক্রেটিস
১৯২.বাংলাদেশের নেতৃত্বের মূল সমস্যা –
-সততার অভাব
১৯৩.মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়?
-আপেক্ষিক
১৯৪.কোন দেশের মূল্যবোধ খুবই নতুন প্রকৃতির?
-অস্ট্রেলিয়া
১৯৫.সঞ্চয় করার প্রবণতা কোন ধরনের মূল্যবোধ?
-ব্যক্তিগত
১৯৬.স্থান-কাল পাত্র ভেদে কোনটির পরিবর্তন হয় না?
-নৈতিকতা বিধিমালা
১৯৭.যে কয়টি মূল্যবোধ সমাজে সর্বদা বিরাজ করে এবং সমাজকে গতিশীল ও ঐক্যবদ্ধ করে –
-৬টি
১৯৮.সুশাসন প্রতিষ্ঠায় কোনটির ভূমিকা ব্যাপক?
-মূল্যবোধ
১৯৯.প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক –
-সরকার
২০০.মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে কোন ধরনের বিষয় হিসেবে ভূমিকা পালন করে?
-গাইড লাইন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5623 Views
    by bdchakriDesk
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    221 Views
    by kajol
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]