Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3511
১০১.এফটা বলতে বোঝায় –
-একটি বাণিজ্যিক গোষ্ঠী
১০২.’পোডগোরিকো’ কোন দেশের রাজধানী?
-মন্টিনিগ্রো
১০৩.’দি স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রথ’ আত্মজীবনী লিখেছেন –
-মহাত্মা গান্ধি
১০৪.প্রথম মুক্তিযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
-ভার্সাই চুক্তি
১০৫.গৌতম বুদ্ধের জন্মস্থান –
-নেপাল
১০৬.বাণিজ্যকেন্দ্র ‘কিয়োটা’ অবস্থিত –
-জাপান
১০৭.Great Leave Forward ইতিহাসের সমালোচিত কর্সূচিটির প্রবক্তা –
-মাওসেতুং
১০৮.’ব্লাক সেপ্টেম্বর’ কোন দেশের গেরিলা সংগঠন?
-ফিলিস্তিন
১০৯.সম্পতি কোন দেশ তার নারীদের গাড়ী চালানোসহ স্টেডিয়ামে খেলা দেখার অধিকার দিয়েছে?
-সৌদি আরব
১১০.’আন্তর্জাতিক অহিংস দিবস’ –
-২ অক্টোবর
১১১.স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র –
-ডেনমার্ক
১১২.বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা –
-৫ টি
১১৩.কোন দেশে নিয়ন্ত্রন ও ভারসাম্য রীতি কার্যকর রয়েছে?
-যুক্তরাষ্ট্র
১১৪.’ডিজিএসআই’ যে দেশের গোয়েন্দা সংস্থা –
-ফ্রান্স
১১৫.’পেসো’ যে দেশের মুদ্রার নাম –
-ফিলিপাইন
১১৬.মালদ্বীপের প্রধান ভাষা –
-ধীবেহী
১১৭.রাখাইন রাজ্যের রাজধানীর নাম কী?
-সিত্তে
১১৮.’ইয়নহাপ’ যে দেশের সংবাদ সংস্থা –
-দক্ষিণ কোরিয়া
১১৯.সম্প্রতি চীনে স্থাপিত পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম –
-ফাস্ট
১২০.কোন দেশে smile Revolution সংগঠিত হয়?
-আলজেরিয়া
১২১.বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাওড় –
-হাকালুকি
১২২.ধ্রুবতারা কোথায় দেখা যায়?
-উত্তর গোলার্ধে
১২৩.মনু নদী কোন জেলায় অবস্থিত?
-মৌলভিবাজার
১২৪.রামসার কনভেনশন কোন বিষয়ে সিদ্ধান্ত?
-জলাভূমি সংক্রান্ত
১২৫.বাংলাদেশের ওপর দিয়ে চলে গেছে –
-১৮০॰ পূর্ব দ্রাঘিমা
১২৬.আকাশে সূর্যের অবস্থান হতে কোন সময় নির্ধারন করা হয়?
-স্থানীয় সময়
১২৭.পৃথিবীপৃষ্ঠ থেকে ভেতরে গেলে মধ্যাকর্ষণ শক্তি -
-বেশি হয়
১২৮.সমুদ্র সমতল থেকে উচ্চতায় সবচেয়ে নিচু দেশ –
-মালদ্বীপ
১২৯.জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা –
-আইপিসিসি
১৩০.গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে যে গুরুতর ক্ষতি হবে তা হলো –
-নিম্নভূমি নিমজ্জিত হবে।
১৩১.নিউরোলজি কি সম্পর্কিত বিজ্ঞান?
-স্নায়ু বিজ্ঞান
১৩২.কোন ওষুধটি বর্তমানে এইডস রোগীদের জন্য ব্যবহার করা হয়?
-এজিডোথাইমেডিন
১৩৩.গাছের পাতা ফ্যাকাসে হয় কোনটির অভাবে?
-ম্যাগনেসিয়াম
১৩৪.সর্বোত্তম তাপ পরিবাহক –
-তামা
১৩৫.আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর –
-দক্ষিণ চীন সাগর
১৩৬.মাশরুম এক প্রকার –
-ফাঙ্গাস
১৩৭.কাঠের পেন্সিলের সীস হলো –
-গ্রাফাইট
১৩৮.ক্লোরোফিল অনুর উপাদান কি?
-ম্যাগনেশিয়াম
১৩৯.রক্ত জমাট বাধতে সাহায্য করে –
-ভিটামিন-কে
১৪০.শিমের বিচি কোন ধরণের খাদ্য –
-আমিষ
১৪১.সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় –
-ডাবে
১৪২.’থিওরি অব রিলেটিভিটি’ এর প্রণেতা –
-আলবার্ট আইনস্টাইন
১৪৩.সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম –
-সেক্সট্যান্ট
১৪৪.দেহে এলার্জি প্রতিরোধ করে কোনটি?
-হিস্টামিন
১৪৫.তেলে দ্রবণীয় ভিটামিন –
-ভিটামিন-এ
১৪৬.গোলক ভরা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস?
-ও এম আর
১৪৭.কোনটি কম্পিউটার গ্রহণমুখ নয়?
-মনিটর
১৪৮.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার –
-সুপার কম্পিউটার
১৪৯.বাংলাদেশে প্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় –
-১৯৯৬ সালে
১৫০.কম্পিউটার প্রিন্টার কি ধরনের ডিভাইস?
-আউটপুট
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]