Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3434
১০১.যে সংস্থাটি দুবার নোবেল পুরস্কার লাভ করেছে –
-UNHCR
১০২.’বায়োমেট্রিক্স ভিসা’ হলো –
-ফিঙ্গার প্রিন্ট সংযোজিত ভিসা
১০৩.’এজেন্ডা ২১’ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে –
-জাতিসংঘ
১০৪.সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী ব্যক্তিত্ব –
-মালালা ইউসুফজায়ী
১০৫.’Brief Answer to the Big Question’ গ্রন্থের রচয়িতা –
-স্টিফেন হকিং
১০৬.ব্রিটেনের প্রশসনিক দপ্তরকে বলা হয় –
-হোয়াইট হল
১০৭.নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন –
-১৯৯৩ সালে
১০৮.’শেনজেন চুক্তি’ হচ্ছে –
-অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
১০৯.EU-এর পূর্ব নাম -
-EEC
১১০.’মালদোভার রাজধানীর নাম –
-চিসিনিউ
১১১.’গ্রাসনস্ত’ ও ‘পেরেস্ত্রৈইকা’ নীতি ঘোষণা করা হয় –
-১৯৮৫ সালে
১১২.ইথিওপিয়ার পুরাতন নাম –
-আবিসিনিয়া
১১৩.’বিমসটেক যে ধরনের সংগঠন –
-অর্থনৈতিক
১১৪.আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ –
-আলজেরিয়া
১১৫.ব্রিটেনের রানী কোন দেশটির সংবিধানীক রাষ্ট্রপ্রধান নন?
-অস্ট্রিয়া
১১৬.নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম –
-শীতল নিবাস
১১৭.ম্যাকাও পর্তুগালের অধীনে ছিল –
-৪৪২ বছর
১১৮.যুক্তরাজ্যের মুদ্রার নাম –
-পাউন্ড
১১৯.তাইওয়ানের ক্ষেত্রে চীন কোন নীতি মেনে চলে?
-এক দেশ দুই নীতি, এক চীন নীতি, দুই দেশ এক নীতি। কোনটিই নয়
১২০.আমেরিকা যুক্তরাষ্ট্র কোন দেশটির বিরূদ্ধে যুদ্ধ করে ১৭৭৬ সালে স্বাধীনতা অর্জন করে?
-যুক্তরাজ্য
১২১.বাল্টিক সাগর অবস্থিত –
-ইউরোপ
১২২.ব্রহ্মপুত্র নদী কোন উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে –
-নাগেশ্বর
১২৩.বাংলাদেশের ক্ষুদ্রতম নদী –
-গোবরা
১২৪.মহাশূণ্য থেকে আগত রশ্মিকে কি বলে?
-কসমিক রশ্মি
১২৫.বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদটি অবস্থিত –
-রাঙ্গামাটি
১২৬.ভারতের সাথে কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশী –
-বাংলাদেশ
১২৭.’স্পারসো’ এর সদরদপ্তর-
-আগাঁরগাও, ঢাকা
১২৮.নিচের নদীগুলোর মধ্যে কোনটি দীর্ঘতম –
-নীল
১২৯.বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের বর্তমান পরিমাণ –
-০.০৩%
১৩০.বায়ুমন্ডলের স্ট্রাটোস্ফিয়ারের কোন স্তর সূর্যের অতি বেগুনী রশ্মিকে প্রতিহত করে?
-ওজোনস্তর
১৩১.কোনটি চোখের জন্য ক্ষতিকর-
-ধূমপান
১৩২.উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রায়ক যন্ত্র –
-ক্রেস্কোগ্রাফ
১৩৩.ব্যাকটেরিয়াজনিত রোগ –
-টিটেনাস
১৩৪.’প্রভাতী’ একটি উন্নত জাতের –
-বাঁধাকপি
১৩৫.মা ও শিশুর উভয়ের সাস্থ্যঝুকি বেড়ে যায় – সন্তান ধারনজনিত কারণে।
-২০ বছরের আগে অথবা ৩৫ বছরের পরে
১৩৬.ভিনেগার এর অপর নাম কী?
-এসিটিক এসিড
১৩৭.আর্সেনিকযুক্ত পানি পান করলে কোন রোগটি হয় –
-ত্বকের ক্যান্সার
১৩৮.ব্ল্যাকহোল তত্ত্বটি প্রদান করেন –
-জন হুইলার
১৩৯.কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
-সোডিয়াম
১৪০.’শুভ্রা’ একটি উন্নত জাতের –
-ভুট্টা
১৪১.মলা মাছে থাকে –
-ভিটামিন-ই
১৪২.ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় –
-স্কার্ভি
১৪৩.স্টেইনলেস স্টিলের মূল উপাদান –
-ক্রোমিয়াম
১৪৪.পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে –
-তাপমাত্রা
১৪৫.ভাইরাসজনিত রোগ –
-হেপাটাইটিস
১৪৬.নিচের কোনটি সামঞ্জস্যপূর্ন নয়?
-উইকিপিডিয়া
১৪৭.প্রধান মেমোরির মধ্যে থাকে –
-প্রয়োজনীয় তথ্য
১৪৮.কম্পিউটারের প্রাণশক্তি –
-সফটওয়্যার
১৪৯.বাংলাদেশের যে ব্যাংক সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে –
-ইউনাইটেড ব্যাংক লিমিটেড
১৫০.চিপ (Chip) এর অপর নাম কী?
-আইসি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]