Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3389
১৫১.বায়োমেট্রিক্স এর বিচারিক বিভাগ কোনটি?
-অপরাধী শণাক্ত করা
১৫২.কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় –
-ন্যানো সেকেন্ড
১৫৩.কম্পিউটার যে নির্দেশনায় চলে?
-সফটওয়্যার
১৫৪.প্রাথমিকভাবে ডিজিটাল কম্পিউটার আবিষ্কৃত হয়েছিল –
-যুক্তরাষ্ট্র
১৫৫.আঙ্গুলের ছাপ নিয়ে ব্যক্তি লনাক্তকরণের প্রযুক্তি কোনটি?
-বায়োমেট্রিক্স
১৫৬.Trogan Horse হচ্ছে –
-একটি ভাইরাস
১৫৭.কোনটি একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা –
-উইকিলিকস
১৫৮.যে প্রজন্মের কম্পিউটারে আইসি ব্যবহৃত হয় –
-তৃতীয় প্রজন্মের
১৫৯.নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
-প্রিন্টার
১৬০.টুইটার কী?
-এক প্রকার সামাজিক নেটওয়ার্ক।
১৬১.কোন লগিষ্ঠ সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
-১৪০
১৬২.পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৬:১ । ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
-৩:১
১৬৩.শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বছরের সুদ ২১৬ টাকা হবে?
-৬%
১৬৪.১৯০ টাকায় একটি দ্রব্য বিক্রি করাতে ৫% ক্ষতি হলো । বিক্রয়মূল্য কত হলে ৫% লাভ হবে?
-২১০ টাকা
১৬৫.X³+6X²y+11xy²+6y³ কে উৎপাদকে বিশ্লেষণ কর।
-(x+y) (x+2y) (x+3y)
১৬৬.1+3+5+---+(2n-1) কত?
-n²
১৬৭.Logy 3√3=1/15 হলে, y এর মান কত?
-243
১৬৮.X+y=8, x-y=6 হলে, x²+y² এর মান কত?
-50
১৬৯.যদিx>0, y>0 এবং x/1>1/y হয় তবে x এবং y এর মধ্যে সম্পর্ক কি?
-x>y, x<y, x=y কোনটিই নয়
১৭০.3.2^n – 4.2^n-2/2^n-2^n-2=কত?
-4
১৭১.যদি x²+px+6=0 এর মুল দুইটি সমান হয় এবং p>0 হয় তবে p এর মান কত?
-√24
১৭২.10 থেকে 30 পর্যন্ত সংখ্য হতে যে কোন একটিকে ইচ্ছামত নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুনিতক হওয়ার সম্ভাবনা কত?
-11/21
১৭৩.কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোন তিনটির সমষ্টি কত ডিগ্রী?
-৩৬০॰
১৭৪.কোন ত্রিভুজের মধ্যমাগুলোর সমষ্টি উহার পরিসীমার –
-চেয়ে ছোট
১৭৫.বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায়?
-বৃত্তের কেন্দ্রে
১৭৬.কোন সংখ্যা তার এক চতুর্থাংশের বর্গের সমান?
-16
১৭৭.যদি আবির ৩২ বছর বড় হতো, তাহলে সে তার বর্তমান বয়সের তিনগুণ হতো। আবিরের বয়স কত?
-১৬
১৭৮.শাহবাগ থেকে ফার্মগেটের ৩টি ভিন্ন রাস্তা আছে আর ফার্মগেট থেকে বনানীর ৪টি ভিন্ন রাস্তা আছে। ফার্মগেট হয়ে শাহবাগ থেকে বনানী যাওয়ার কয়টি ভিন্ন রাস্তা আছে?
-১২
১৭৯.এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে ৮ মাইল, তারপর পূর্বদিকে ১২ মাইল এবং শেষে উত্তর দিকে ৮ মাইল গেল। অবস্থান থেকে সে সোজা কতদূর গেল?
-২০ মাইল
১৮০.১৭ দিন আগে আবদুর রহমান বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
-৭
১৮১.মানুষই একমাএ ---- ব্যবহার করে?
-আগুন
১৮২.সঠিক বানান কোনটি?
-কুসংস্কার
১৮৩.আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কি হয়?
-বোন
১৮৪.১৬ এবং ১০০ এর মধ্যে (এ ২টি সংখ্যাসহ) ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
-২২টি
১৮৫.ক এর মাতা খ । গ,খ-এর বেয়াই। কিন্তু ক,গ এর জামাতা নয়। গ’ক এর কী হয়?
-তালই
১৮৬.If MOUTH – TOOTH =-1, then HAND – FINGER=?
--32
১৮৭.আগামীর পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গতকালের আগের দিন কী বার ছিল?
-মঙ্গলবার
১৮৮.Incubator: Infant: : Green House:
-plant
১৮৯.ঘড়ি: কাঁটা:: থার্মোমিটার:?
-পারদ
১৯০.প্রশ্নোবোধক চিহৃ (?) এর স্থানে কী বসবে?
-K8
১৯১.মূল্যবোধের বিকাশ শুরূ হয় –
-শিশুকাল থেকে
১৯২.মনুষ্যত্ব বিকাশের সকল গুণাবলির বিকাশ ঘটায় –
-শিক্ষা
১৯৩.মূল্যবোধ যে ধরণের বিষয় –
-মানসিক
১৯৪.সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো –
-আইনের শাসন
১৯৫.ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা –
-নৈতিকতা বিরোধী
১৯৬.তথ্যপ্রযুক্তি প্রসারের লক্ষ্যে ২৬৫ একর জমিতে হাইটেক পার্ক নির্মান করা হয়েছে –
-কালিয়াকৈর গাজিপুর
১৯৭.মার্কিন যুক্তরাষ্ট্র ই-গর্ভনেন্স নীতি প্রণয়ন করেন –
-২০০০ সালে
১৯৮.নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র হলো –
-সমাজ
১৯৯.মানুষের আচার আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে –
-মূল্যবোধ
২০০.২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের যে কয়টি প্রধান স্তম্ভের কথা উল্লেখ করেছেন –
-৪টি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1397 Views
    by tamim
    0 Replies 
    1476 Views
    by afsara
    0 Replies 
    1303 Views
    by afsara
    0 Replies 
    1347 Views
    by afsara
    0 Replies 
    480 Views
    by romen