Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3351
১.’বিড়াল’ এর সমার্থক –
-মার্জার
২.সঠিক বিপরীত শব্দযুগল নয় –
-মত্ত-লয়
৩.কোনটি যৌগিক শব্দ?
-কর্তব্য
৪.অঘোষ হ ধ্বনির বর্ণরূপ –
-ঃ
৫.সাধিত শব্দের উদাহরণ-
-হাতল
৬.’মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।’ এটি কি ধরণের বাক্য?
-সরল বাক্য
৭.তানজিনা একজন ভাগ্যবান মহিলা-বাক্যটি যে কারণে অশুদ্ধ-
-লিঙ্গজনিত
৮.কোনটি শুদ্ধ বাক্য?
-অংকটি কষ
৯.’Rehabilitation’ এর পারিভাষিক শব্দ –
-পুনবার্সন
১০.সাপেক্ষ বিশেষণের উদাহরণ –
-যেন-তেন
১১.কোনটি তৎসম শব্দ?
-ভবন
১২.নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ –
-শুদ্ধোদন
১৩.কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ?
-সৌর
১৪.অলুক তৎপুরুষ সমাস ‘তেলে ভাজার ব্যসবাক্য হলো –
-তেলে ভাজা
১৫.কোনটি শুদ্ধ?
-সমীচীন
১৬.চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন –
-কাহৃপা
১৭.’কবিকঙ্কণ’ উপাধিটি কার?
-মুকুন্দরাম চক্রবর্তী
১৮.ছয় মাসের শিশু কন্যা পরমা সুন্দরী/রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরি-কোন পালা থেকে গৃহীত?
-মহুয়া
১৯.’স্বভাব কবি উপাধি কার?
-গোবিন্দ দাস
২০.কোন ধরণের বৈষ্ণবপদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব?
-শামসুর রহমান
২১.’স্মৃতিঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে’ – গানটি কার রচনা?
-শামসুর রহমান
২২.কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্ট মাস্টার পদে কর্মরত ছিলেন?
-দীনবন্ধু মিত্র
২৩.’তোমরা সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি ‘ পঙ্কটির রচয়িতা –
-শেষ লেখা – রবীন্দ্রনাথ ঠাকুর
২৪.মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচিত্র ‘স্মৃতি একাত্তরের চলচিত্রকার হলেন –
-তানভির মোকাম্মেল
২৫.’ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ – কার লেখা?
-সুভাষ মুখোপাধ্যায়
২৬.’মুক্তিযুদ্ধ কোষ সম্পাদনা করেন –
-ড. মুনতাসির মামুন
২৭.’গ্রহণ করেছ যত ঋণি করেছ তত আমায়’ হে বন্ধু বিদায় –’পঙ্কতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসের –
-শেষের কবিতা
২৮.মীর মোশারফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয় কোনটি?
-ইব্রাহীম কার্দি
২৯.’মরণ রে তুঁহু মম শ্যাম সমান’ কার লেখা?
-রবীন্দ্রণাথ ঠাকুর
৩০.’একাত্তরের দিনগুলি’ কোন ধরণের রচনা?
-রোজনামচা
৩১.’তপসে মাছ’ কবিতাটির কবির নাম-
-ঈশ্বরচন্দ্র গুপ্ত
৩২.’অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ উপন্যাসটির রচয়িতা –
-আহমদ ছফা
৩৩.লালনের গান প্রথম সংকলন করেন –
-রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪.’ও কি গারিয়াল ভাই কত পথ আমি পন্থের দিকে চাইয়া রে’ –কোন ধরণের গান?
-ভাওয়াইয়া
৩৫.’চাদের অমাবস্যা’ কোন শ্রেনীর উপন্যাস?
-মনঃসমীক্ষণমূলক
৩৬.Malafide’ means –
-With bad faith
৩৭.The opposite gender of ‘swine’ is –
-sow
৩৮.How many paras are in a paragraph?
-one
৩৯.The prefix ‘mis’ can be added to –
-fire
৪০.‘Look up’ means –
-find out
৪১.The idiom ‘bull market’ means –
-rising
৪২.‘Plight’ means –
-an unpleasant condition
৪৩.The antonym of ‘heretic’ is –
-comformist
৪৪.Headword is used to discus ____
-phrase
৪৫.The correct spelling is –
-pusilanimous
৪৬.Which of the following word is verb?
-democratize
৪৭.Silo:corn::
-reservoir: water
৪৮.The one word of ‘A person Who always doubts’ is –
-sceptic
৪৯.The feminine of ‘swine’ is___
-sow
৫০.‘Demagogue’ is related to –
-politics
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    207 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]