Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3349
১৫১.ফেসবুক হলো –
-সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক
১৫২.প্রোগ্রাম কী?
-গনণা কাজের সফল নির্দেশনামা
১৫৩.ল্যান এর অপরিহার্য উপাদান –
-রাউটার
১৫৪.বাণিজ্যিক ভিত্তিতে তৈরি বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার –
-UNIVAC
১৫৫.’ইন্টারনেটের এসএমএস’ বলা হয় কোনটিকে?
-টুইটার
১৫৬.কোনটি ইন্টারনেট ভিত্তিক একটি প্রশ্ন ও উত্তরের ওয়েবসাইট?
-আস্ক এমএফ
১৫৭.হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো –
-অক্ষর ও ডেসিমাল ডিজিট
১৫৮.পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট –
-লিংকডইন
১৫৯.নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কী বলে?
-ম্যাক অ্যাড্রেস
১৬০.বাংলাদেশের সাইবার ক্রাইম শণাক্তকরণে কাজ করছে –
-BCSIRT
১৬১.দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
-১৬
১৬২.শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
-৩%
১৬৩.ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফী ১৭১ রান করলো। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত ৩:২ হলে সাকিব কত রান করেছে?
-৮১ রান
১৬৪.(a-3) (b+3) < 0 হলে, নিচের কোনটি সত্য?
-a>3, b<-3
১৬৫.৪ টাকায় একটি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রি করলে ২০% লাভ হবে?
-৫টি
১৬৬.a+1/a=3,হলে a³+1/a³এর মান কত?
-18
১৬৭.(√5+1) x+4=4√5 সমীকরণটিতে x এর মান কত?
-6-2√5
১৬৮.x³-x² কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে -
-4
১৬৯.log√8 x=3,1/3, x এর মান কত?
-32
১৭০.একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং 7 তম পদ 60 হলে, 12 তম পদটি কত?
-105
১৭১.কোন ত্রিভুজের যেকোন শীর্ষবিন্দু এবং উহার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে ত্রিভুজের কী বলে?
-মধ্যমা
১৭২.কোন উপাত্তের সাহায্যে বর্গক্ষেত্র আকা সম্ভব?
-একটি বাহুর দৈর্ঘ্য
১৭৩.একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি ১৬ মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
-৪৮ মিটার
১৭৪.প্রতিটি Letter একবার ব্যবহার করে ORANGE থেকে কতগুলো ৫ অক্ষরের শব্দ গঠন করা যাবে?
-৭২০
১৭৫.একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো এক্ষেত্রে বড়জোড় ১টি মাথা আসার সম্ভাবনা কত?
-১/২
১৭৬.এক ব্যক্তি ও তার স্ত্রীর সাত ছেলে আছে আর প্রত্যেক ছেলের ১ জন করে বোন আছে। ঐ পরিবারের সদস্য সংখ্যা কত?
-১০
১৭৭.’SCIENCE’ শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা কত?
-১৮০
১৭৮.১,৩,৬,১০,১৫,২১ -----ধারাটির দশম পদ কত?
-৫৫
১৭৯.Which of the five choices makes the best comparison for LIVE is to EVIL as 5232 is to:
-2325
১৮০.ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন । ঘ হচ্ছে গ এর মা, চ, ঘ এর পুত্র। চ এর সঙ্গে ক এর সম্পর্ক কী?
-ক এর মামা চ
১৮১. কামাল রুহানের চেয়ে খাটো কিন্তু অনিকার চেয়ে লম্বা । দিনা কামালের চেয়ে খাটো । রুবায়েত রুহানের চেয়ে খাটো, কিন্তু কামালের চেয়ে লম্বা । উচ্চতা বিবেচনায় কে সবচেয়ে লম্বা?
-রুহান
১৮২.4টি গাভী 4 দিনে 4 লিটার দুধ দিলে 8 লিটার দুধ কত দিনে দিবে?
-4
১৮৩.আমার মা তোমার ভাইয়ের বোন । তোমার সাথে আমার সম্পর্ক কী?
-মামা
১৮৪.প্রশ্নোবোধক চিহিৃত স্থানে কোন সংখ্যাটি বসবে?
-31
১৮৫.বৃহস্পতিবার যদি হয় আজ থেকে তিন দিন পর তাহলে গতকালের ২ দিন আগে কিবার ছিল?
-বুধবার
১৮৬.রাজা: দরবার:: বিচারক:
-এজলাস
১৮৭. Curriculum : Class :: Agenda :?
-Meeting
১৮৮.----ছাড়া মরুভূমির কথা চিন্তা করা অসম্ভব।
-বালু
১৮৯.যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিক থেকে লিখা হয় তাহলে বাম দিক থেকে ১২ তম অক্ষরের ডান পাশের সপ্তম অক্ষর কোনটি হবে?
-V
১৯০.নিম্নলিখিত অক্ষরগুলো উল্টোদিক থেকে লেখা আছে। এর মধ্যে ডানদিক থেকে দশম অক্ষর বাম দিক থেকে সষ্ঠ অক্ষর কোনটি?
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
-D
১৯১.যে ব্যক্তির চিন্তাধারা ও জীবনদর্শনে নৈতিকতার প্রশ্ন বেশি গুরুত্ব পেয়েছে –
-সক্রেটিস
১৯২.সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে শক্তিশালী করতে হবে –
-জাতীয় সংসদকে
১৯৩.সুশাসনে সরকারের সহযোগী হিসেবে কাজ করে –
-এনজিও
১৯৪.গণতন্ত্রের সবচেয়ে সুন্দর সঙ্গাটি প্রদান করেন –
-আব্রাহাম লিংকন
১৯৫.গণতন্ত্রের সবচেয়ে বড় রক্ষাকবচ –
-সংবাদপত্রের স্বাধীনতা
১৯৬.মানুষের কর্মকান্ডের ভালোমন্দ হিসাব করার ভিত্তি হলো –
-মূল্যবোধ
১৯৭.আমলারা জণগণের –
-সেবক
১৯৮.মূল্যবোধ হলো এক প্রকার –
-সামাজিক নৈতিকতা
১৯৯.গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ –
-সহনশীলতা
২০০.Power: A New Social Analysis – গ্রন্থটির রচয়িতা –
-রাসেল
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]