Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3304
১.কোনটি দেশি শব্দ?
-লাউ
২.’প্রত্যয়’ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে?
-রূপতত্ত্ব
৩.কোনটি সাধিত শব্দ?
-হাতল
৪.’আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানী ঘটে’-বাক্যটি যে কারণে অশুদ্ধ-
-সমাসঘটিত
৫.অভিশ্রুতির উদাহরন-
-শুনিয়া>শুনে
৬.কোনটি শুদ্ধ বানান?
-কনীনিকা
৭.নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ –
-পর+পর=পরস্পর
৮.মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ –
-স্মৃতি রক্ষার্থে সৌধ=স্মৃতিসৌধ
৯.কোনটি অপপ্রোয়োগের উদাহরণ নয়?
-ইতোমধ্যে
১০.’হাতি’ শব্দটির সমার্থক –
-দ্বিপ
১১.উক্ত এর সঠিক প্রকৃতি প্রত্যয়-
-বচ্ + ক্ত
১২.সে যেতে চায় তথাপি বসে আছে- এটি যে শ্রেনীর বাক্য-
-যৌগিক
১৩.’স্নেহ’ শব্দটি –
-বিশেষ্য
১৪.শৌখিন শব্দের বিপরীত শব্দ –
-পেশাদার
১৫.Patronization এর পারিভাষিক অর্থ-
-পৃষ্ঠপোষকতা
১৬.মনসামঙ্গল কাব্যগুলোকে কী নামে অভিহিত করা হয়?
-পদ্মাপুরান
১৭.কোন কবির রচনার কোনো উদাহরণ পাওয়া যায় না?
-কানাহরি দত্ত
১৮. ”তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।” কোন কবির রচনা?
-আবদুল হাকিম
১৯.’হপ্তপয়কর’ কার রচনা?
-সৈয়দ আলাওল
২০.কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত –
-এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
২১.ঢাকার নবাব পরিবারের এক মহিলার অংকিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
-খেয়াপারের তরণী
২২.’নক্সী কাথার মাঠ’ কাব্যের নায়িকার নাম –
-সাজু
২৩.হুমায়ুন আহমেদের সর্বশেষ উপন্যাস –
-দেয়াল
২৪.রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্ন ভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে –
-ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনায়
২৫.’সরূপের সন্ধানে’ গল্পটির রচয়িতা-
-ড. আনিসুজ্জামান
২৬.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী?
-কমলাকান্ত
২৭.যে জ্বলে আগুন জ্বলে কাব্যটি কে লিখেছেন?
-হেলাল হাফিজ
২৮.’সুধাকর দল’ কিসের সূত্রপাত করেন?
-বাংলা সাহিত্যে ইসলামি ধারা
২৯.ভাষা আন্দোলনের ওপর রচিত প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি-এর রচয়িতা –
-মাহাবুব-উল-আলম চৌধুরী
৩০.মুক্তিযুদ্ধ বিষয়ক ‘গেরিলা’ চলচিত্রটির চলচিত্রকার –
-নাসির উদ্দীন ইউসুফ
৩১.’একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’ কবিতাটির রচয়িতা –
-আহমদ ছফা
৩২.চল্লিশের দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন –
-তারাশংকর বন্দ্যোপাধ্যায়
৩৩.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘দেবদাস’ উপন্যাসটির চরিত্র –
-পার্বতী
৩৪.বিখ্যাত ভ্রমণকাহিনী ‘প্রেম যেখানে সর্বস্ব’- এর রচয়িতা-
-সৈয়দ আলী আহসান
৩৫.আহসান হাবিবের রাত্রিশেষ কি ধরণের রচনা?
-কাব্য
৩৬.The antonym of ‘atheist’ is___.
-believer
৩৭.The opposite gender of ‘Wizard’ is____
-witch
৩৮.’One who eats everything’ is called___
-omnivorous
৩৯.’Look over’ means___.
-examine closely
৪০.What is the opposite gender of ‘tailor’?
-seamstress
৪১.Hard labour ____health.
-tells upon
৪২.Which of the following word is plural?
-agenda
৪৩.He_____to ride bicycle.
-used
৪৪.’A la mode’ means___
-according to the current fashion
৪৫.’Corpus’ means___
-a collection of written texts
৪৬.The synonym of ‘interconnected’ is___
-interlinked
৪৭.The misspelt word is___
-questionaire
৪৮.I’ll write down the phone number ____I forget>
-in case
৪৯.The noun from of the word ‘vary’ is____
-variation
৫০.Bird: wings ::
-car: wheel
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    983 Views
    by afsara
    0 Replies 
    1069 Views
    by afsara
    0 Replies 
    1176 Views
    by afsara
    0 Replies 
    7 Views
    by romen
    0 Replies 
    1345 Views
    by tamim

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]