Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3279
১৫১.যে দেশের বিজ্ঞানীগণ WWW নামের ব্যবস্থাটি উদ্ভাবন করেন-
-সুইজারল্যান্ড
১৫২.১৯৮৪ সালে বাজারজাতকৃত মেকিনটোশ কম্পিউটার –
-৩২ বিটের
১৫৩.কম্পিউটার তথ্যের দৈর্ঘ্য মাপা হয় –
-বাইট-এ
১৫৪.আধুনিক কম্পিউটারের মূলে রয়েছে-
-ইন্টিগ্রেটেড সার্কিট
১৫৫.অ্যাপল প্রযুক্তির সাথে যে ব্যক্তি জড়িত-
-স্টিভ জবস
১৫৬.বাংলাদেশে প্রথম হাইটেক পার্ক স্থাপিত হয়-
-কালিয়াকৈর, গাজিপুর
১৫৭.টেলেক্স এর মাধ্যমে পাঠানো হয়-
-শব্দ ও ছবি
১৫৮.কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়?
-ফাইবার অপটিক কেবল
১৫৯.কোন কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে কোনটি প্রয়োজন?
-নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
১৬০.অনির্দিষ্ট অবাঞ্ছিত ব্যবহারকারী ও সাইবার আক্রমণ এড়াতে ব্যবহৃত হয়-
-ফায়ারওয়াল
১৬১.একটি বিলের ওপর ৬% বাট্টা দেয়ার পর তাহলো ২৮২ টাকা। মূল বিলের পরিমাণ কত ছিল?
-৩০০ টাকা
১৬২.বার্ষিক ৫% হারে যৌগিক মুনাফায় ১০,০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
-২১৫৫ টাকা
১৬৩.দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই-তৃতীয়াংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি?
-৫:১
১৬৪.X=√3-1/x হলে X³+1/X³ এর মান কত?
-0
১৬৫.X²-Y²+2Y-1 এর উৎপাদক-
-(X+Y-1) (X-Y+1)
১৬৬.যদি ৬-৪x <১৪ হয় তাহলে x এর মান কত?
-x>-2
১৬৭.3x+²=81 হলে, 3x-² এর মান কত?
-1
১৬৮.যদি a^P=b, b^q=c, c^r=a হয় তাহলে pqr=কত?
-1
১৬৯.৫+৮+১১+১৪+---- ধারাটির কোন পদ ৩০২?
-১০০ তম পদ
১৭০.একটি সমদ্বিবাহু সমকোনী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
-২৫√২ বর্গ সেন্টিমিটার
১৭১.১২০॰ কোণের সম্পূরক কোণ কত?
-৬০॰
১৭২.একটি চাকার পরিধি ৮ ফুট । ১ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
-৪১০ বার
১৭৩.সেটA={x€N : x²>8, x³<30} হলে, x-এর সঠিক মান কোনটি?
-৩
১৭৪.৬টি ভিন্ন রঙের পতাকার একটি বা একাধিকটি একবারে নিয়ে কতটি সংকেত দেওয়া যাবে?
-১৯৫৬টি
১৭৫.একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে ছক্কায় ৪ ওঠার সম্ভাব্য কত?
-১/৬
১৭৬.The correct spelling is:
-minuscule
১৭৭.একজন ছাত্র প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ২ নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর খোয়ায়। সে ৬০টি প্রশ্নের উত্তর করে ৩৯ পেল তার কয়টি উত্তর শুদ্ধ হয়েছে?
-৩৩
১৭৮.How many times the digit 9 will appear if one counts from 1 to 100?
-20
১৭৯.A is west of B who is west of C.D is east of A. Which direction is D of C?
-WEST
১৮০.Find out the number of the articles which differs from the others in the same group in the following.
-
১৮১.একটি শ্রেনীকক্ষে ৩টি দরজা আছে । কতভাবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারে?
-6
১৮২.১+৫+৯+---+৮১=?
-৮৬১
১৮৩.Find out the serial number of figure which is different from the other in the same group in the following:
-
১৮৪.কোন ব্যক্তি ৫দিনে মোট ১০০টি কলা খায় । প্রতিদিন সে আগের দিনের চেয়ে ৬টি কলা বেশি খায়। প্রথম দিন সে কয়টি কলা খায়?
-৮টি
১৮৫.Candidate: Campaign:: Product :
-Brand name
১৮৬.আমার বাবার জন্মদিনে ৮৮দিন আমার মায়ের জন্মদিন। আমার বাবার জন্মদিন যদি বৃহস্পতিবার হয় তাহলে মায়ের জন্মদিন কি বারে হবে?
-সোমবার
১৮৭.তোমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে তোমার কি হয়?
-বোন
১৮৮.শূণ্য স্থানে কোন সংখ্যা বসবে?
-১৫২
১৮৯.Please find out the figure that does not fit the other three below:
-
১৯০.A cow does not always have____.
-calf
১৯১.সরকারের সদগুনের বহি:প্রকাশ ঘটে-
-সুশাসনের মাধ্যমে
১৯২.চীন বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি হওয়ার পেছনে অগ্রনী ভূমিকা পালন করছে-
-ধারাবাহিক সুশাসন
১৯৩.ক্ষমতার অপব্যবহারের মূল কারণ-
-ক্ষমতার কেন্দ্রীকরণ
১৯৪.বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো সুশাসনের জন্য সবচেয়ে বড় বাধা-
-আমলাতান্ত্রিক জটিলতা
১৯৫.রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক-
-জনগণ
১৯৬.প্রধাণত যে কয়টি ক্ষেত্রে বাংলাদেশে ই-গভর্নেন্স কার্যক্রম চলছে –
-৩টি
১৯৭.আইসিটি ইনকিউবেটর অবস্থিত –
-কারওয়ান বাজার , ঢাকা
১৯৮.বাংলাদেশে যে সরকার ডিজিটাল পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেছেন-
-শেখ হাসিনার সরকার
১৯৯.বর্তমানে জাতীয় সংসদ পরিণত হয়েছে-
-অনেকটা রবার স্ট্যাম্পে
২০০.বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে নিজেকে মনে করেন-
-প্রভু
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    197 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]