Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3268
১০১.জি-৭ থেকে বহিষ্কৃত দেশ কোনটি?
-রাশিয়া
১০২.গুয়াম আমেরিকার পূর্বে যার উপনিবেশ ছিল-
-স্পেনের
১০৩.বর্তমানে বিশ্বের কতটি দেশের বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়?
-৩০টি
১০৪. ১ ফ্রেব্রুয়ারি ২০১৯ যুক্তরাষ্ট্র কোন ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়?
-Intermediate-Range Nuclear Force Treaty
১০৫.আয়তনে ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ –
-অস্ট্রেলিয়া
১০৬.নিম্নের কোন দেশটি বর্তমানে UNESCO এর সদস্য নয়?
-ক ও খ উভয়ই
১০৭.জাপানের নততুন সম্রাট নারিহিতোর যুগের কি নামকরণ করা হয়েছে?
-Reiwa
১০৮.হারাকা আল ইয়াকিন কোন দেশের বিদ্রোহী সংগঠন?
-মায়ানমার
১০৯.পিদাংসু যে দেশের আইনসভার নাম-
-মায়ানমার
১১০.জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইম কোন দেশের অধিবাসী?
-অস্ট্রিয়া
১১১.বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়?
-৯ আগস্ট
১১২.এজেন্ডা-২০৬৩ কোন মহাদেশের আর্থ সামাজিক রূপান্তরের কাঠামোগত কর্মকৌশল?
-আফ্রিকা
১১৩.বহুল আলোচিত ‘পুলওয়ামা’ কোথায় অবস্থিত?
-কাশ্মীর
১১৪.সিগমান্ড ফ্রয়েড যে বিষয়ে অবদানের জন্য জগৎবিখ্যাত?
-মনোসমীক্ষণ
১১৫.কূটনৈতিক বিষয়ক ভিয়েনা কনভেশন গৃহীতহয়-
-১৬ এপ্রিল ১৯৬১
১১৬.যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্রথম হোয়াইট হাউসে বসবাস করেন?
-জন অ্যাডামস
১১৭.জাতিসংঘ সনদের রচয়িতা-
-আর্চিবাল্ড ম্যাকলেইশ
১১৮.আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য –
-আলাস্কা
১১৯.ইসলামী সম্মেলন সংস্থা এর প্রধান কার্যালয়-
-জেদ্দা
১২০.আইপিসিসি নোবেল শান্তি পুরস্কার লাভ করে-
-২০০৭ সালে
১২১.গ্রীন হাউজ প্রতিক্রিয়ায় বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে?
-নোয়াখালী
১২২.পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড যে দেশের অধীনে-
-ডেনমার্ক
১২৩.বায়ুমন্ডলের অবস্থা প্রকাশকারী মূল উপাদান কোনটি?
-সবকটি
১২৪.উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেলে তাকে কি বলে?
-তাপমাত্রার উৎক্রম
১২৫.পার্বত্য চট্টগ্রামের বনভূমি কোন ধরনের বনভূমির অন্তর্গত?
-ক্রান্তীয় চিরসবুজ
১২৬.নিচের কোনটি জলবায়ুর উপাদান?
-বৃষ্টিপাত
১২৭.বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রধানত দায়ী-
-কার্বন ডাই অক্সাইড
১২৮.মানচিত্রে ক্ষুদ্রতম অংশ মাপার জন্য কোন মাপনি ব্যবহৃত হয়?
-রেখা মাপনি
১২৯.কোনটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন দ্বীপ?
-মহেশখালী
১৩০.বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চর রয়েছে?
-ভোলা
১৩১.কোনটি দ্রুত বাষ্পে পরিণত হয়?
-কর্পূর
১৩২.কোলেস্টেরল কোন ধরণের?
-অসম্পৃক্ত এলকোহল
১৩৩.ফটোইলেকট্রিক কোষের ওপর আলো পড়লে কি উৎপন্ন হবে?
-বিদ্যুৎ
১৩৪.পারদের অপর নাম-
-মারকারী
১৩৫.ব্যাকটেরিয়া জনিত রোগ-
-নিউমোনিয়া
১৩৬.অ্যামোনিয়া এসিড কোনটির মূল উপাদান?
-আমিষ
১৩৭.এসিড বৃষ্টির জন্য দায়ী –
-সালফার ডাই অক্সাইড
১৩৮.পরমানুর ভর বলতে বোঝায়-
-নিউট্রন ও প্রোটনের সংখ্যা
১৩৯.বায়ুমন্ডলে নিচের কোন উপাদানটি সবচেয়ে কম?
-মিথেন
১৪০.নবায়নযোগ্য শক্তির উৎস-
-সূর্য
১৪১.ডেলফোজ একটি উন্নতমানের-
-তুলা
১৪২.সুস্থ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়-
-25cm
১৪৩.সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত-
-থেলিস
১৪৪.বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়?
-আইসোটোপ
১৪৫.খাদ্যের প্রধান উপাদান নয় কোনটি?
-আয়রন
১৪৬.জনপ্রিয় সার্চ ইঞ্জিন-
-সবগুলো - Google, Yahoo, Alta Vista.
১৪৭.ভারতের আইটি শহর হিসেবে খ্যাত-
-ব্যাঙ্গালোর
১৪৮.সবচেয়ে শক্তিশালী কম্পিউটার-
-সুপার কম্পিউটার
১৪৯.অ্যাবাকাস হলো-
-চীনে প্রাপ্ত গননাযন্ত্র
১৫০.নিচের কোনটির মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়?
-সবগুলো - ফ্লপি ডিস্ক, সিডিরম, নেটওয়ার্ক ড্রাইভ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]