Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3218
১.কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
-অশ্রুতে তার কপাল ভিজে গেছে
২.কোনটি শুদ্ধ?
-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩.কোনটি শুদ্ধ বাক্য?
-তোমার সঙ্গে আমার একটা গোপনীয় পরামর্শ আছে
৪.Feudalism এর পারিভাষিক শব্দ-
-সামন্তবাদ
৫.’ঘোড়া’ এর সমার্থক শব্দ-
-বাজী
৬.প্রবিষ্ট এর বিপরীত শব্দ-
-প্রস্থিত
৭.বাংলাভাষঅয় ব্যঞ্জনবর্ণ কয়টি?
-৩৯টি
৮.ক্ষ্ণ যুক্তবর্ণটির বিশ্লিষ্ট রূপ-
-ক্+ষ্+ণ
৯.কিন্ডারগার্টেন শব্দটি যে ভাষায়-
-জার্মান
১০.দ্বেষ এর বিশেষণ রূপ-
-দ্বিষ্ট
১১.কোনটি মিশ্র বাক্য?
-যখন বিপদ আসে, তখন দু:খও আসে
১২.সঠিক প্রকৃতি প্রত্যয়-
-নী+অনট=নয়ন
১৩.সঠিক সন্ধিবিচ্ছেদ-
-ষষ্+থ=ষষ্ঠ
১৪.’পুন্যে মতি হোক’ বাক্যে ‘পুন্যে’ কোন পদ?
-বিশেষ্য
১৫.’অর্থ ও প্রতিপত্তি সবাই চায়’- বাক্যটি কোন অব্যয়?
-সমুচ্চয়ী অব্যয়
১৬.চর্যপদ আবিষ্কৃত হয়-
-নেপালের রাজদরবারের গ্রন্থাগারে
১৭.এন্টনি ফিরিঙ্গি জাতিতে ছিলেন-
-পর্তুগিজ
১৮.রবীন্দ্রনাথ ঠাকুর চন্ডী দাসকে কিসের কবি বলেছেন?
-দু:খের কবি
১৯.গিয়াসউদ্দীন আযম শাহের রাজসভার কবি ছিলেন –
-শাহ মোহাম্মদ সগীর
২০.মর্সিয়া সাহিত্যকর্ম ‘জয়নবের চৌতিশা এর কবি হলেন –
-শেখ ফয়জুল্লাহ
২১.মুক্তিযুদ্ধভিত্তিক নাটক-
-নরকে লাল গোলাপ
২২.কুলায় কালস্রোত উপন্যাসটির রচয়িতা –
-শওকত আলী
২৩.কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয়?
-পঞ্চভূত
২৪.নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন –
-কাজী নজরুল ইসলাম
২৫.আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস –
-খোয়াবনামা
২৬. ”শত বছরের সংগ্রাম শেষে /রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে/অত:পর কবি এসে জনতার মঞ্চে দাড়ালেন?” এখানে কবি কে?
-বঙ্গবন্ধু
২৭. ”আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে”। কোন কবির উক্তি?
-কুসুমকুমারী দাস
২৮.ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা -কোন নাটকের গান?
-সাজাহান
২৯.আহমদ শরীফের রচনা কোনটি ?
-সাহিত্য সংস্কৃতি চিন্তা
৩০.শেষের কবিতা উপন্যাসে যে ভাষাবিদের নাম পাওয়া যায়-
-সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৩১.শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন?
-পতিসর
৩২. ”বড় প্রেম শুধু কাছেই টানে না -দুরে ঠেলিয়া দেয়।” উক্তিটি কে করেছেন?
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ?
-উনিশ শতক
৩৪.উদ্ভট উটেরপিছে চলছে স্বদেশ-কবিতাটি কোন কবির?
-শামসুর রহমান
৩৫.বাংলাদেশের স্বাধীণতা যুদ্ধ: দলিলপত্র-এর সম্পাদক-
-হাসান হাফিজুর রহমান
৩৬.An unmarried women is called___.
-spinster
৩৭.Whice one is the correct spelling?
-councillor
৩৮.Adjective of ‘duty’ is____.
-dutiful
৩৯.The noun form of ‘do’ is_____.
-deed
৪০.The synonym of ‘formidable’ is______.
-dangerous
৪১.Garulous means____
-talkative
৪২.Weal and woe come____
-by turns
৪৩.When it is spring, the cuckoo sings. The sentence is_____
-complex
৪৪.The Word homogeneous means _____
-of the same kind
৪৫.The opposite of the word untenable is____
-defensible
৪৬.The antonym of ‘penurious’ is_______
-generous
৪৭.The word sycophancy’ is---
-a noun
৪৮.Choose the correct spelling:
-bureaucrat
৪৯.The synonym for meticulous is_____
-over careful
৫০.The word ‘versatile’ means____
-able to do many different things.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]