Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3217
১৫১.লগারিদমের প্রবর্তণ করেন –
-জন নেপিয়ার
১৫২.ভুয়া এবং অযাচিত মেইল কোথায় জমা হয়?
-স্পাম
১৫৩.বাংলাদেশে ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি-
-BD News
১৫৪.তথ্যের ক্ষুদ্রতম একক-
-ডাটা
১৫৫.প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন –
-অধ্যাপক ড. জন অ্যাটোনাসফ
১৫৬.বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রোবট আবিষ্কার করেন?
-রুয়েট
১৫৭.টুইটার যে ভাষায় লিখিত-
-Java Script
১৫৮.কোন সংস্থা অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গোপন দলিল প্রকাশ করে?
-উইকিলিকস
১৫৯.মিটমি’র সদরদপ্তর –
-নিউ হোপ, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
১৬০.লিংকডইন এর প্রতিষ্ঠাতা-
-রেইড হফম্যান
গাণিতিক যুক্তি
১৬১.বার্ষিক মুনাফা ৮% থেকে ১০% হওয়ায় অমলের আরও বছরে ১২৮ টাকা বেড়ে গেল । তার মূলধন কত ছিল?
-১৬০০ টাকা
১৬২.দুটির সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গসাগু ৪হলে, সংখ্যা দুইটির লসাগু কত?
-১২০
১৬৩.৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%?
-৮০
১৬৪.x²-2x+=0 হলে, x4+2x²+1/x²
-4
১৬৫.2x³-5x²+6x-3 বহুপদীর একটি উৎপাদক-
-x-1
১৬৬.কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?
-২
২৬৭.a<b এবং b, a দ্বারা বিভাজ্য হলে , a ও b এর গসাগু ও লসাগু কত?
-a, b
২৬৮. ৬৪-এর ২ ভিত্তিক লগারিদম কত?
-৬
১৬৯.(x-y,4)=(4,x+3y) হলে , (x,y)এর মান কত?
-(4,0)
১৭০. চতুর্ভুজের চার কোণের অনুপাত ১:২::২:৩ হলে, বৃহত্তম কোণের পরিমাণ হবে-
-১৩৫॰
১৭১.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে , বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গকিলোমিটার?
-৫ সেমি
১৭২.একটি বর্গক্ষেত্রের পরিসীমা ২৮ মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
-৪৯
১৭৩.৫ উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা হবে-
-৩২
১৭৪.’FREEDOM’ শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত প্রকারের সাজানো যায়?
-7!/2!
১৭৫.তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তাদের যোগফলের ৫ গুণ সংখ্যা তিনটির গড় কত?
-৪
১৭৬.The correct spelling is:
-secretariat
১৭৭.যদি কাচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারী হয়, তবে ৫০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?
-১৮০ গ্রাম
১৭৮. খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৯:৪ । খোকনের আয় ৯০ টাকা হলে মন্টুর আয় কত?
-৪০
১৭৯.একটি দাবা বোর্ডের পরস্পরের মুখোমুখি অবস্থায় না রেখে মোট কতগুলো মন্ত্রী বসানো যেতে পারে?
-৮
১৮০.একটি বর্গকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার । এর পরিসীমা কত?
-১৬০
১৮১.চলতি বছর অর্থাৎ ২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল । এ বছরের ৩১ ডিসেম্বর কী বার হবে?
-বৃহস্পতিবার
১৮২.শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৩,৮ ৩,৯ ৮,---- ৮,১৬
-১৫
১৮৩.একটি পঞ্চভূজের সমষ্টি-
-৬ সমকোণ
১৮৪.নিচের ৫টি চিত্রের ১টি চিত্র ভিন্ন ধরণের । কোনটি?
-
১৮৫.কর্বূর শব্দের অর্থ-
-রাক্ষস
১৮৬.NOTE is to 1234 as TONE is to-
-3214
১৮৭.’RESPECTATION’ শব্দটি পানিতে কেমন দেখাবে?
-
১৮৮.ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে কত ওজন রাখতে হবে?
-৮ কেজি
১৮৯.আমার কক্ষে েএক বৃদ্ধ দম্পতি ও তাদের দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল । অমার কক্ষে মোট কত জন লোক হল?
-৯
১৯০.ময়ূর ও হরিণ একত্রে ৮০ টি । কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি তাহলে কতটি ময়ূর আছে?
-৬০
১৯১.পৃথিবীর যে দেশে শুধূ নেতাসর্বস্ব রাজনৈতিক দল লক্ষ্য করা যায়-
-বাংলাদেশে
১৯২.কোন সরকার ভাল না মন্দ তা নির্ধারণ করা হয়ে থাকে-
-সুশাসনের মানদন্ডে
১৯৩.সুশাসন না থাকলে নির্বাচনের পর জনগনের দশা হয় –
-দাস-প্রভুর মতো
১৯৪.সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যার ভূমিকা মূখ্য ভূমিকা পালন করে –
-সরকার
১৯৫.মানুষের কাজের মানদন্ড-
-মূল্যবোধ
১৯৬.সমাজ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে –
-শিক্ষা
১৯৭.সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ণ করা -উক্তিটি যে সংস্থার
-UN
১৯৮.রাষ্ট্রের মালিক এবং ক্ষমতার প্রতিভূ-
-জনগণ
১৯৯.আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের সুনাম ছড়িয়ে দেয় –
-সুশাসন
২০০.সুশাসন একটি-
-রাজনৈতিক বিষয়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    156 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]