Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3175
আন্তর্জাতিক বিষয়াবলি
১০১.সৌদিআরব ও কাতারের মধ্যে বিভাজন করার উদ্দেশ্যে যে খালটি খনন করা হচ্ছে –
-সালওয়া খাল
১০২.’বোকো হারাম’ যে দেশের উগ্রপন্থীগোষ্ঠী –
-নাইজেরিয়া
১০৩.ফিফার কার্যলয় অবস্থিত –
-সুইজারল্যান্ড
১০৪.বিশ্বের সর্বাধিক পঠিত সংবাদপত্র –
-ইওমিউরি শিম্বুন
১০৫.যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী দেশ কয়টি?
-৪ টি
১০৬.’জ্ঞানের পিতা’ নামে অভিহিত করা হয় কাকে?
-সক্রেটিস
১০৭.বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’ অবস্থিত –
-রাশিয়া
১০৮.জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষপদটি কী?
-প্রশাসক
১০৯.ক্রিমিয়ায় সংখ্যালঘু তাতার সম্প্রদায় যে ধর্মাবলম্বী –
-মুসলমান
১১০.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথম জরুরি অবস্থা জারি করা হয় –
-২০১৫ সালে
১১১.ন্যাম-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়-
-বেলগ্রেট, সার্বিয়া
১১২.কোন চুক্তিটিকে আমেরিকার স্বাধীনতা বলা হয়?
-প্রথম ভার্সাই চুক্তি
১১৩.সিঙ্গাপুর বৃটিশ শাসন থেকে মুক্ত হয়ে মালয়েশিয়ার সাথে একীভূত হয়-
-১৯৬৩ সালে
১১৪.একইরকম নয় –
-SALT, START, SAFTA
১১৫.ANZUS কী ধরণের জোট?
-সামরিক
১১৬.বিশ্বের সর্বাধিক ভাষার দেশ –
-পাপুয়া নিউগিনি
১১৭.প্রথম বিশ্বযুদ্ধকালীন ‘উড্রো উইলসন’ আমেরিকার কত তম প্রেসিডেন্ট ছিলেন?
-২৮-তম
১১৮.জ্যা পল সাঁত্রে কোন বিষয়ে নোবেল পুরষ্কার পান?
-সাহিত্য
১১৯.’ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’ কোন দেশের সংবাদ সংস্থা?
-ইরান
১২০.ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন –
-১৯৯৪ সালে
১২১.বায়ুমন্ডলের কোন স্তরে আবহাওয়া ও জলবয়ুর ক্রিয়াকলাপ বিরাজ করে?
-ট্রপোস্ফিয়ার
১২২.রাশিয়া ও শাখালিনকে পৃথক করেছে যে প্রণালি –
-তাতার প্রণালি
১২৩.যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমানা রয়েছে –
-রাশিয়া
১২৪.পৃথিবীর ‘যমজ গ্রহ’ –
-শুক্র
১২৫.বাংলাদেশের কোন ভূমিরুপ সবচেয়ে প্রাচীন?
-পাহাড়ি ভূমি
১২৬.বাংলাদেশের উপকূলীয় জেলার সংখ্যা হলো –
-১৯ টি
১২৭.কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে –
-নিরক্ষীয় মন্ডল
১২৮.সমুদ্রের পানিতে ভাসমান বরফস্তূফকে কী বলা হয়?
-আইসবার্গ
১২৯.বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারী যুগের পাহাড় আছে?
-মহেশখালী
১৩০.নিচের কোন দুটি সম্পদ নবায়ণযোগ্য?
-মৎস ও অরণ্য
সাধারণ জ্ঞান
১৩১.তাপ বিকিরণ ও শোষণ ক্ষমতা সর্বাধিক –
-কালো
১৩২.কোনটি চৌম্বক পদার্থ?
-নিকেল
১৩৩.কোনটি কাঁদুনে গ্যাস হিসেবে ব্যাবহৃত হয়?
-ক্লোরোপিক্রিন
১৩৪.কোন পানিতে সর্বপ্রথম জীবের আবির্ভাব ঘটে?
-সমুদ্রের
১৩৫.সাপের বিষের রাসায়নিক নাম কী?
-জিংক সালফাইড
১৩৬.উদ্ভিজ্জ জাতীয় আমিষের উদাহরণ –
-ডাল
১৩৭.যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কী বলা হয়?
-আইসোটোন
১৩৮.সংকর ধাতুর কাসার উপাদান –
-তামা ও টিন
১৩৯.’নয়ন তারা’ একটি উন্নত জাতের –
-বিটি বেগুন
১৪০.পানিবাহিত রোগ –
-টাইফয়েড
১৪১.সাইক্লোন সৃস্টি হয় –
-সাগরে
১৪২.ভিটামিন ‘ই’ এর কাজ –
-প্রজননে সহায়তা করা
১৪৩.শ্রেনীবিন্যাস –
-পর্ব> শ্রেনী> বর্গ> গোত্র> গণ> প্রজাতি
১৪৪.কোনটি খাদ্য পিরামিডের সর্বনিম্ন অবস্থিত?
-মাছ
১৪৫.ভাইরাস জনিত রোগ –
-পোলিও
কম্পিউটারও তথ্যপ্রযুক্তি
১৪৬.কীবোর্ড ব্যাবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে কোন কমান্ডটি ব্যবহৃত হয়?
-Ctrl + S
১৪৭.ইনটেল পেন্টিয়াম হলো –
-প্রসেসর
১৪৮.LAN কার্ডের অপর নাম –
-ইন্টারনেট কার্ড
১৪৯.অ্যাবাকাস কী?
-গণনাকারী যন্ত্র
১৫০.শূন্য সংখ্যার আদি ধারণা –
-ভারতের
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    197 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]