Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3154
বাংলা ভাষা ও সাহিত্য
ভাষা
১. কোনটি অপপ্রয়োগের উদাহরণ নয়?
-লোকটি খুব সৎ
২.কোনটি শুদ্ধ?
-ণিজন্ত
৩.কোনটি শুদ্ধ বাক্য?
-আপনার জ্ঞাতার্থে বললাম
৪. ‘Absconder’-এর পারিভাষিক অর্থ-
-ফেরারি
৫.যশ বা খ্যাতি অর্থটি কোন শব্দের?
-কীর্তি
৬.সঠিক বিপরীত শব্দযুগল-
-বিমল-সমল
৭.বাংলাভাষায় মোট বর্ণ-
-৫০ টি
৮.কোনটি পার্শ্বিক ধ্বনি?
-ল
৯.কোনটি সাধিত শব্দ?
-গৌরব
১০.কোনটি সাকল্যবাচক সর্বনাম?
-সমুদয়
১১.একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা উচিত?
-৩ টি
১২.কোনটি সঠিক প্রকৃতি-প্রত্যয়?
-√পঠ্+অক=পাঠক
১৩.অনুকার অব্যয়ের উদাহরন-
-শন শন বাতাস বইছে
১৪.কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ?
-পশু+অধম=পশ্বাধম
১৫.নিত্য সমাসের উদাহরণ-
-আমরা
সাহিত্য (প্রাচীন ও মধ্যযুগ)
১৬.রামায়নের সার্থক অনুবাদক ‘কৃত্তিবাস ওঝা’র পদবি-
-মুখোপাধ্যায়
১৭.চর্যাপদের আবিষ্কারক হলেন-
-মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
১৮.হলায়ূধ মিশ্র রচিত ‘সেক শুভোদয়া’ যে ভাষায় রচিত-
-বাংলা ও সংস্কৃত ভাষায়
১৯.মঙ্গলকাব্যের তথা মধ্যযুগের সর্বশেষ কবি-
-ভারতচন্দ্র
২০.’মনসামঙ্গল’-এর বিখ্যাত চরিত্র-
-চাঁদ সওদাগর
২১.’কালান্তর’শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
২২.’বৃত্রসংহার’আখ্যানকাব্যটির রচয়িতা-
-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৩.সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা-
-পঞ্চতন্ত্র
২৪.বঙ্গবন্ধর পরিবারের জীবনচিত্র সমেত লেখা ‘দেয়াল’ উপন্যাসের রচয়িতা-
-হুমায়ুন আহমেদ
২৫.’হায়াৎ মামুদ’কার ছদ্মনাম?
-মোহাম্মদ মনিরুজ্জামান
২৬.’মৃত্যুঞ্জয়ী মুজিব’-এর রচয়িতা কে?
-শিরীন আখতার
২৭.কথাসাহিত্যিক হিসেবে পরিচিত যে-লেখক-
-সৈয়দ ওয়ালিউল্লাহ
২৮.সেলিম আল দীন রচিত ‘চাকা’ একটি –
-কথানাট্য
২৯.’ফোর্ট উইলিয়াম কলেজ’ উইলিয়াম কে?
-ইংল্যান্ডের রাজা
৩০.বাঙ্গালা গজেট পত্রিকার সম্পাদক ছিলেন-
-গঙ্গাকিশোর ভট্টাচার্য
৩১. “একবার না পারিলে দেখ শতবার”-বহুল পঠিত কবিতাংশটির কবির নাম-
-কালীপ্রসন্ন ঘোষ
৩২.পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন?
-আবু জাফর শামসুদ্দিন
৩৩. “রেখেছো বাঙ্গালী করে মানুষ করনি।”-উক্তিটি কার?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪. ‘রতন’রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
-পোস্ট মাস্টার
৩৫.বাংলাভাষায় প্রথম ঔপন্যাসিক কে?
-প্যারীচাঁদ মিত্র
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    157 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]