Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#307
(সময় : ৯ মিনিট, পূর্ণমান: ১৫। উল্লেখ্য, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ কাটা যাবে।)

১। 'হেড মৌলভি' কোন্ কোন্ ভাষার শব্দযোগে গঠিত হয়েছে ?
ক) ইংরেজি+ফারসি খ) ইংরেজি+বাংলা
গ) ইংরেজি+আরবি ঘ) ইংরেজি+সংস্কৃত

২। ' এ যে আমাদের অতি চেনা মুখ'- বাক্যে 'চেনা' কোন পদ ?
ক) বিশেষণ খ) বিশেষ্য
গ) সর্বনাম ঘ) অব্যয়

৩। 'পকেটমার' কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ সমাস
খ) উপপদ তৎপুরুষ সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) ব্যাতিহার বহুব্রীহি

৪। 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কী?
ক) আমুদে খ) মোসাহেব
গ) ক্রিয়ানক ঘ) প্রধান বস্তু

৫। 'নদী' কোন ধরণের শব্দ?
ক) যৌগিক খ) সাধিত গ) মৌলিক ঘ) রূঢ়

৬। ধোপাকে কাপড় দাও- এ বাক্যে 'ধোপাকে' কোন কারকে কোন বিভক্ত?
ক) কর্তৃকারকে ২য়া খ) সম্প্রদানে ৪র্থী
গ) কর্মে ২য়া ঘ) কর্মে শূন্য

৭। 'কমা' কোন দেশি শব্দ ?
ক) বাংলা খ) ফার্সি গ) আরবি ঘ) ইংরেজি

৮। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ ?
ক) বাগাড়ম্বর খ) ইত্যাদি গ) পরম্পরা ঘ) ষোড়শ

৯। নিম্নের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বণি?
ক) প খ) ছ গ) ড ঘ) ভ

১০। উপরোধ শব্দের অর্থ কী?
ক) অনুরোধ খ) উপকার
গ) উপরুদ্ধ ঘ) উপহাস

১১। 'মেছো' শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
ক) মেছ+ উয়া খ) মাছ+উয়া
গ) মেছ+ও ঘ) মাছি+ও

১২। নিম্নের কোনটি শুদ্ধরূপ ?
ক) দারিদ্র খ) দারিদ্র্য গ) দরিদ্র্য ঘ) কোনটিই নয়

১৩। সনেটের কয়টি অংশ?
ক) ৪টি খ) ৬টি গ) ২টি ঘ) ১৪টি

১৪। বামেতর শব্দের অর্থ কী?
ক) বাম খ) ইতর গ) ডান ঘ) দ্বন্ধ

১৫। নিম্নের কোনটি দেশি শব্দ?
ক) পেয়ারা খ) লিচু
গ) চিংড়ি ঘ) লুচি

-------------------------------------------------------------
পরীক্ষক: মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া
৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা
    Similar Topics

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]