Let's Discuss!

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#307
(সময় : ৯ মিনিট, পূর্ণমান: ১৫। উল্লেখ্য, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ কাটা যাবে।)

১। 'হেড মৌলভি' কোন্ কোন্ ভাষার শব্দযোগে গঠিত হয়েছে ?
ক) ইংরেজি+ফারসি খ) ইংরেজি+বাংলা
গ) ইংরেজি+আরবি ঘ) ইংরেজি+সংস্কৃত

২। ' এ যে আমাদের অতি চেনা মুখ'- বাক্যে 'চেনা' কোন পদ ?
ক) বিশেষণ খ) বিশেষ্য
গ) সর্বনাম ঘ) অব্যয়

৩। 'পকেটমার' কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ সমাস
খ) উপপদ তৎপুরুষ সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) ব্যাতিহার বহুব্রীহি

৪। 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কী?
ক) আমুদে খ) মোসাহেব
গ) ক্রিয়ানক ঘ) প্রধান বস্তু

৫। 'নদী' কোন ধরণের শব্দ?
ক) যৌগিক খ) সাধিত গ) মৌলিক ঘ) রূঢ়

৬। ধোপাকে কাপড় দাও- এ বাক্যে 'ধোপাকে' কোন কারকে কোন বিভক্ত?
ক) কর্তৃকারকে ২য়া খ) সম্প্রদানে ৪র্থী
গ) কর্মে ২য়া ঘ) কর্মে শূন্য

৭। 'কমা' কোন দেশি শব্দ ?
ক) বাংলা খ) ফার্সি গ) আরবি ঘ) ইংরেজি

৮। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ ?
ক) বাগাড়ম্বর খ) ইত্যাদি গ) পরম্পরা ঘ) ষোড়শ

৯। নিম্নের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বণি?
ক) প খ) ছ গ) ড ঘ) ভ

১০। উপরোধ শব্দের অর্থ কী?
ক) অনুরোধ খ) উপকার
গ) উপরুদ্ধ ঘ) উপহাস

১১। 'মেছো' শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
ক) মেছ+ উয়া খ) মাছ+উয়া
গ) মেছ+ও ঘ) মাছি+ও

১২। নিম্নের কোনটি শুদ্ধরূপ ?
ক) দারিদ্র খ) দারিদ্র্য গ) দরিদ্র্য ঘ) কোনটিই নয়

১৩। সনেটের কয়টি অংশ?
ক) ৪টি খ) ৬টি গ) ২টি ঘ) ১৪টি

১৪। বামেতর শব্দের অর্থ কী?
ক) বাম খ) ইতর গ) ডান ঘ) দ্বন্ধ

১৫। নিম্নের কোনটি দেশি শব্দ?
ক) পেয়ারা খ) লিচু
গ) চিংড়ি ঘ) লুচি

-------------------------------------------------------------
পরীক্ষক: মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া
৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  573 Views
  by sakib
  0 Replies 
  915 Views
  by sajib
  0 Replies 
  446 Views
  by mousumi
  0 Replies 
  441 Views
  by mousumi
  0 Replies 
  386 Views
  by mousumi

  ১. ১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন? গোলা[…]

  ১. নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রীস। ২. প্রা[…]

  "ফিনিশীয় সভ্যতা ,পারস্য সভ্যতা ,হিব্রু স[…]

  ০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি […]