Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2250
৪১তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট - ০২: পার্ট ০১

বাংলা ভাষা ও সাহিত্য --------- ৩৫
ভাষা ---- ১৫
১ . ‘মৌমাছি’ শব্দের সমার্থক -
- ষটপদ
২ . ‘যত্ন > যতন’ ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে?
- স্বরাগম
৩ . ‘পণ্ডিতমূর্খ’- এর ব্যাসবাক্য কোনটি?
- পণ্ডিত অথচ মূর্খ
৪ . কোন শব্দটি সন্ধিজাত?
- সংখ্যা
৫ . সঠিক প্রয়োগের উদাহরণ -
- দর্শকমণ্ডলী
৬ . কোনটি অশুদ্ধ?
- অনুসঙ্গী
৭ . কোনটি দেশি শব্দ নয়?
- পাত্র
৮ . ‘যত চাও তত লও’ - বাক্যের একাধিক সর্বনাম পদকে কী বলে?
- সাপেক্ষ সর্বনাম
৯. ‘ক্যাসিনো’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ইতালি
১০. কোনটি মিশ্র ক্রিয়া?
- গোল্লায় যাও
১১. ‘Annotation’ শব্দের অর্থ -
- টীকা
১২. ‘প্রাচ্য’ - এর বিপরীত শব্দ কোনটি?
- প্রতীচ্য
১৩. ‘নিরন্ন’ শব্দের সন্ধিবিচ্ছেদ -
- নিঃ + অন্ন
১৪. প্রত্যয়নিষ্পন্ন শব্দ -
- একুশে
১৫. বানানদুষ্ট শব্দ -
- লজ্জাস্কর

সাহিত্য (প্রাচীন ও মধ্যযুগ) ------ ৫
১৬. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ নামটি দিয়েছিলেন -
- হরপ্রসাদ শাস্ত্রী
১৭. ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ রুষ্মা ’শূন্যপুরাণ’ - এর রচয়িতা -
- রামাই পণ্ডিত
১৮. ‘নিরঞ্জনের রুষ্মা’ শূন্যপুরান গ্রন্থের একটি -
- কবিতা
১৯. কবিয়াল এন্টনি ফিরিঙ্গিকে নিয়ে ভারতে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রের নাম -
- জাতিস্মর
২০. ভারতচন্দ্র মৃত্যুবরণ করেন -
- ১৭৬০ সালে
সাহিত্য (আধুনিক যুগ) ---- ১৫
২১. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নাম -
- হাঁসুলী বাকের উপকথা
২২. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অবরোধবাসিনী’ গ্রন্থ কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হিয়েছিল?
- মোহাম্মদী
২৩. কোন গ্রন্থটির জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন?
- ইছামতী
২৪. ‘জাতীয় অধ্যাপক’ পদে বরিত হয়েছেন যে লেখক -
- কাজী মোতাহার হোসেন
২৫. ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থটির রচয়িতা -
- শহীদ কাদরী
২৬. কাজী ইমদাদুল হকের মৃত্যুর পর কে ‘আবদুল্লাহ’ উপন্যাস সমাপ্ত করেন?
- কাজী আনোয়ারুল কাদির
২৭. শামসুর রাহমান ও ফজল শাহাবুদ্দীনের যৌথ সম্পাদনায় সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম -
- কবিকণ্ঠ
২৮. ‘Defence of Bengal’ নামে পরিচিত -
- প্যারীচাঁদ মিত্র
২৯. ‘বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম আধুনিক কবি -
- কায়কোবাদ
৩০. ‘প্রথম আলো’ উপন্যাসটির রচয়িতা -
- সুনীল গঙ্গোপাধ্যায়
৩১. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘বহিপীর’ নাটকের কাহিনী তাঁর কোন উপন্যাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
- লালসালু
৩২. ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ উপন্যাসটির রচয়িতা কে?
- শহীদুল জহির
৩৩. কাজী নজরুল ইসলাম দ্বিতীয়বার ঢাকায় আসেন -
- ১৯২৬ সালের অক্টোবরে
৩৪. ‘নবীন মাধব’ কোন নাটকের চরিত্র?
- নীলদর্পণ
৩৫. ‘বেঙ্গল গেজেট’ কোন ধরনের পত্রিকা ছিল?
- সাপ্তাহিক

English Language and Literature -----35
Part-1: Language ------- 20
36. He didn’t let me - the guitar.
- play
37. The correct spelling is -.
- embarrassment
38. Rabindranath’s stories often - surprise endings.
- have
39. Identify the correct sentence.
- The students were confused by the directions.
40. I - him since we met a year ago.
- haven’t seen
41. His illness is a mere pretext - his absence.
- of
42. He lives - comfortable life.
- a
43. An antonym for ‘faithful’ is -
- moving
44. -Nannu is a good cricketer is known to all.
- That
45. Jerry - at the orphanage since he was four.
- had been
46. One of the baskets full of rotten apples - thrown away.
- was
47. Her aunt brought her -.
- up
48. The President assented - the Bill.
- to
49. All’s well that - well.
- ends
50. Two-thirds of the work - finished.
- has been
51. I asked him if he - his lessons.
- had prepared
52. Which contains both prefix and suffix properly?
- disappointment
53. Choose the correct sentence.
- You seem to know a lot of people
54. I am in the process of collecting material for my story. The underlined word is a/an -.
- noun
55. The synonym of ‘initiative’ is:
- enterprise

Part-2: Literature ---------- 15
56. From which poem are the following lines taken?
‘Our sweetest songs are those that tell of the saddest thoughts.’
- To a Skylark
57. “Ten thousand saw at a glance
Tossing their head in sprightly dance.”
- What is the poet William Wordsworth referring to?
- daffodils
58. Charles Dickens is a great -
- novelist
59. Jane Austen is the writer of -.
- Emma
60. “It is natural to die as to be born.” - Who said?
- Bacon
61. Who of the following was a poet?
- T. S. Eliot
62. Who wrote “Let us live for the beauty of our own”?
- Charles Lamb
63. Who was opposed to the institution of marriage?
- P. B. Shelley
64. Which one does not relate to literature?
- Demagogue
65. Who married Tennyson’s sister?
- Arthur Henny Hallam
66. The prose ‘Shakespear’s Sister’ was written by - .
- Virginia Woolf
67. Which is known as Shakespeare’s Swan Song?
- The Tempest
68. ‘Prospero’ is the character of - .
- The Tempest
69. Find the odd-man-out:
- Dante
70. Robert Browning was the Composer of any of the following poems -.
- Andrea Del Sarto

বাংলাদেশ বিষয়াবলি ----- ৩০

৭১. পহেলা বৈশাখ বাঙালির কী ধরনের অনুষ্ঠান?
- অসাম্প্রদায়িক
৭২. মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘একাত্তরের গেরিলা’ - এর রচয়িতা -
- ড. জহিরুল ইসলাম
৭৩. ’শাহ-ই-বাঙালিয়ান’ খ্যাত সুলতান -
- ইলিয়াস শাহ
৭৪. স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবাস নিয়ে দুলর্ভ আলোকচিত্র সংবলিত বই -
- ৩০৫৩ দিন
৭৫. বর্তমান উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা -
- ৩ জন
৭৬. সাকিব আল হাসান বিশ্বকাপ ক্রিকেট -২০১৯ এ সর্বমোট রান করেন-
- ৬০৬
৭৭. বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স -
- ১৮ বছর
৭৮. ‘বগা লেক’ অবস্থিত -
- পার্বত্য চট্টগ্রাম
৭৯. বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত?
- বান্দরবান
৮০. দাপ্তরিকভাবে ‘বিডিআর’- এর নাম ‘বিজিবি’ লেখা হয় কবে থেকে?
- ২৩ জানুয়ারি, ২০১১
৮১. মধুপুর গড়ের সদৃশ নয় কোনটি?
- টিলাগড়
৮২. ‘রাজবংশী’ নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়?
- রংপুর
৮৩. ভাষা আন্দোলনভিত্তিক ভাস্কর্য-
- মোদের গরব
৮৪. অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
- মৌর্য বংশ
৮৫. প্রচলিত বাংলা বর্ষপঞ্জি যার পরিকল্পনায় তৈরি -
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্
৮৬. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের নাম কী?
- স্টপ জেনোসাইড
৮৭. ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
- ১০০তম
৮৮. কোন মোগল সম্রাটকে ‘জিন্দা পীর’ বলা হয়?
- আওরঙ্গজেব
৮৯. সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব -
- ৪৭৫ কিমি
৯০. বাউল শাহ আব্দুল করিম-এর গ্রামের নাম-
- উজানধল
৯১. ‘সোনার বাংলা-১’ কী?
- ধান
৯২. সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের প্রতীক কী?
- ডাব
৯৩. বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট উপদেষ্টা নির্বাচিত হয়েছেন যে বাংলাদেশি বংশোদ্ভুত ব্যক্তিত্ব-
- ড. সুবীর চৌধুরী
৯৪. বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করতে সরকার যে জাতীয় পুরস্কার প্রচলন করেন তার নাম -
- প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
৯৫. বাংলাদেশে মিঠাপানির মাছের উৎস-
- চলন বিল, হাকালুকি, হাইল
৯৬. বাঘের পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে-
- ভারত
৯৭. ‘উপকূলীয় সবুজ বেষ্টনী’ বনাঞ্চল কয়টি জেলায় করা হয়েছে?
- ১২টি
৯৮. পঞ্চাশের দশকের বিখ্যাত নারী শিল্পী কে?
- নভেরা আহমেদ
৯৯. শীতল পাটি তৈরি হয় কী দিয়ে?
- মুর্তা গাছের বাকল
১০০. মুজিবনগর সরকারের সদস্য ছিল-
- ৬ জন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5615 Views
    by bdchakriDesk
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]