Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2248
৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
- বিশ্বের প্রথম পূণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটরের নাম - ENIAC.
- কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেয়াকে বলে - Garbage In, Garbage Out বা সংক্ষেপে GIGO.
- IC আবিষ্কার করেন - জ্যাক ক্যালবি ও রবার্ট নয়েস (১৯৫৮ সালে)।
- সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার হলো - সুপার কম্পিউটার।
- কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইসগুলোর সংযোগ প্রক্রিয়াকে বলা হয় - ইন্টারফেস।
- হার্ডওয়্যার প্রাথমিকভাবে বিভক্ত তিনভাগে - Input, CPU, Output.
- মাউস আবিষ্কার করেন - ডগলাস এঞ্জেলবার্ট (১৯৬৩ সাল)।
- কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয় - বিট হিসাব করে।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক দুটি - ০ ও ১।
- কোনো ফাইল স্থায়ীভাবে মুছেতে হলে - Shift + Delete চাপতে হয়।
- কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান IBM - কে বলা হয় - ‘বিগ ব্লু’।
- গ্রাফিক্স ট্যাবলেট কার্যত - মাউসের বিকল্প যন্ত্র।
- যে বাস CPU এর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করে - System Bus.
- ডেটাবেজ সিস্টেমের যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে বলে - Back End.
- ডিজিটাইজার এক ধরনের - ইনপুট ডিভাইস।
- MS Word-এ কোনো টেক্সট Cut করার শর্টকাট কমান্ড - Ctrl +X
- কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা - FORTRAN
- প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে ডেটা যেখানে জমা থাকে - রেজিস্টারে।
- কম্পিউটারের CPU হলো - কম্পিউটারের মস্তিষ্ক।
- Web page থেকে কোনো কিছু খোঁজাকে বলা হয় - Search.
- মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন - Bing.
- বিশ্বগ্রাম (Global Village) - এর জনক হলেন - মার্শাল ম্যাকলুহান।
- ইন্টারনেটের মাধ্যমে ক্রয়-বিক্রয়কে বলা হয় - E-Commerce.
- বুলেটিন বোর্ড দেখতে - অনেকটা স্কুল-কলেজের নোটিশ বোর্ডের মতো।
- Goole’র সদর দপ্তর - যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে।
- সাধারণ ব্যবহারকারীগণ ইন্টারনেট সেবা নেয় - Offline সংযোগ থেকে।
- টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন - মরি টারফ; ১৯৭৫ সালে।
- SWIFT কোড ব্যবহৃত হয় - ব্যাংক খাতে।
- ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় - নেটিজেন।
- অপটিক্যাল ফাইবারের অংশ থাকে - ৩টি।
- SIM’র পূর্ণরূপ - Subscriber Identification Module.
- তারহীন যোগাযোগ মাধ্যমই হলো - মাইক্রোওয়েভ।
- Android অপারেটিং সিস্টেম একটি - Open Source প্লাটফর্ম।
- প্রথম স্মার্টফোন ‘সাইমন’ যে দেশে রাখা আছে - যুক্তরাষ্ট্রের বিজ্ঞান জাদুঘরে।

গাণিতিক যুক্তি
পূর্ণমান ১৫
সিলেবাস ও মানবন্টন
১. বাস্তব সংখ্যা, ল. সা. গু., গ. সা. গু., শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি: ০৩
২. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিঘাত সমীকরণ, সরল ও দ্বিঘাত অসমতা, সরল সহসমীকরণ: ০৩
৩. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা: ০৩
৪. রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সমতলীয় ক্ষেত্র ও ঘনবস্তু: ০৩
৫. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা: ০৩
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima
    0 Replies 
    356 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]