Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2245
৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
পূর্ণমান ১০
- বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ - সুন্দরবন।
- ময়নামতির পূর্ব নাম ছিল - রোহিতগিরি।
- প্রাচ্যের ডান্ডি বলা হয় - নারায়নগঞ্জকে।
- বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম - লালপুর, নাটোর।
- বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ - মহেশখালী।
- ’কোস্টারিকা’ শব্দের অর্থ - ধনী উপকূল।
- Dead Heart of Africa বলা হয় - শাদকে।
- সুমাত্রা দ্বীপটি অবস্থিত - ভারত মহাসাগরে।
- কুয়েত যে সাগরের তীরে অবস্থিত - পারস্য উপসাগর।
- সারা বছর তুষার আবৃত থাকে - মাউন্ট ব্ল্যাঙ্ক।
- কুনলুন ও হিমালয়ের মধ্যে অবস্থিত - তিব্বত মালভূমি।
- ’সূর্যোদয়ের দেশ’ বলা হয় - জাপানকে।
- ’গ্রিনল্যান্ড’- এর মালিকানা যে দেশের - ডেনমার্ক।
- বাংলাদেশের যে বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত - মধুপুর ও ভাওয়ালের বনভূমি।
- বাংলাদেশের পরিবেশ আদালত ৩টি অবস্থিত - ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
- বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় - গারো পাহাড়।
- বাংলাদেশের পাহাড়শ্রেনী যে যুগের - টারশিয়ারী যুগের।
- বিল ডাকাতিয়া অবস্থিত - খুলনা জেলার ডুমুরিয়ায়।
- হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত ‘চন্দ্রনাথের পাহাড়’ অবস্থিত - চট্টগ্রামের সীতাকুণ্ডে।
- সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ - ৭৬ সে.মি.।
- বাংলাদেশে বর্তমানে আবহাওয়া স্টেশন রয়েছে - ৩৫টি।
- এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র - হালদা নদী।
- দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার প্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হয় - খরা।
- বাংলাদেশে উপগ্রহ ভূ-কেন্দ্র রয়েছে - ৪টি।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত মৌসুমি বায়ু প্রবাহিত হয় - গ্রীষ্মকালে।
- SPARRSO-এর সদর দপ্তর অবস্থিত - আগারগাঁও, ঢাকা।
- দুর্যোগ ব্যবস্থাপনার বেশি কাজ করতে হয় - দুর্যোগপূর্ব সময়।
- কিয়োটো প্রটোকল-এর লক্ষ্য ছিল - CO2 নিঃসরণ কমানো।
- নদীবন্দরের জন্য বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত - ৪টি।
- পার্বত্য এলাকায় যে ধরনের বন্যা দেখা দেয় - আকস্মিক বন্যা।
- বাংলাদেশে দুর্যোগের অন্যতম কারণ- ভৌগোলিক অবস্থান।
- সুনামির কারণ - সমুদ্র তলদেশে ভূমিকম্প।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]