Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2243
৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: আন্তর্জাতিক বিষয়াবলি

পূর্ণমান ২০
- পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন - দারিয়ুস।
- পিংক সিটি নামে পরিচিত - ভারতের জয়পুর।
- ’ওয়াটাগেট কেলেঙ্কারি’র সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট - রিচার্ড নিক্সন।
- মার্শাল দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে - মার্কিন যুক্তরাষ্ট্র।
- সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান ছিল - আইন প্রণয়নে।
- সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয় - চীনে।
- যে দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল - ইরান।
- প্রাচীনকালে চীনের রাজাকে বলা হত - Son of God ।
- ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তা বাহিনীর নাম - সুইস গার্ড।
- গৃহযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন - আব্রাহাম লিঙ্কন।
- ইরানে ইসলামি বিপ্লবের নেতা ছিলেন - আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী।
- হিজবুল্লাহ যে দেশভিত্তিক সংগঠন - লেবানন।
- মদিনা সনদের ধারা ছিলো - ৪৭টি।
- শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম - আলজিয়ার্স চুক্তি।
- FridaysForFuture যে ধরনের আন্দোলন - পরিবেশবিষয়ক।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৬ষ্ঠ শাখার নাম - ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড।
- বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ দেশ - ভীয়েনা, অস্ট্রিয়া।
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) ৬ষ্ঠ মহাপরিচালক - রাফায়েল মারিয়ানো গ্রসি।
- এসিড বৃষ্টি হয় - বাতাসে সালফার ডাই-অক্সাইডের আধিক্যে।
- CFC’র দূষণ রোধ করার জন্য বর্তমানে ব্যবহার হচ্ছে - গ্যাজেলিয়াম।
- ওজোন স্তর পৃথিবীকে যে রশ্মি থেকে রক্ষা করে - অতিবেগুনি রশ্মি।
- বাসেল কনভেনশন গৃহীত হয় - ২২ মার্চ ১৯৮৯ (বাসেল, সুইজারল্যান্ড)।
- যে দূষণ প্রক্রিয়ায় পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় - পানি দূষণ।
- UNEP’র সদর দপ্তর - নাইরোবি, কেনিয়া।
- কমনওয়েলথ দিবস পালিত হয় - মার্চ মাসের দ্বিতীয় সোমবার।
- বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা রয়েছে - ৫টি।
- বাংলাদেশে IDB’র কার্যক্রম শুরু হয় - ১৯৮৩ সালে।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট - WTO ।
- IAEA’র সদর দপ্তর - ভিয়েনা।
- গ্রিসের পূর্ব নাম ছিল - হেলাস।
- ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে পরাজিত হয় - ১৯৮২ সালে।
- জাপানের গোয়েন্দা সংস্থার নাম - নাইচো (Naicho)।
- জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় - ১৯৪৯ সালে।
- বেলজিয়ামের প্রথম নারী প্রধানমন্ত্রী - সোফি উইলমস।
- COP25 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মাদ্রিদ, স্পেন।
- গ্রিন ক্লাইমেট ফান্ড-এর সদর দপ্তর - দি হেগ, নেদারল্যান্ডস।
- ওজোনের গড় ঘনত্ব প্রতি কেজি বাতাসে - ৬৩৫ মাইক্রোগ্রাম।
- ASEAN (Association of Southeast Asian Nations) এর বর্তমান সদস্য - ১০টি।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]