Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2241
৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি
পূর্ণমান ৩০
- বাংলার প্রাচীন জনপদগুলোকে সর্বপ্রথম একত্রিত করেন - রাজা শশাঙ্ক।
- বাংলার আদি জনগোষ্ঠির ভাষা ছিল - অস্ট্রিক।
- বাংলার নাম জান্নাতাবাদ রাখেন - সম্রাট হুমায়ুন।
- ’পাট্টা’ ও ‘কবুলিয়ত’ প্রথার প্রবর্তক - শেরশাহ।
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় - ১৭৬৪ সালে।
- ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন - লর্ড মাউন্টব্যাটেন।
- ১৯৭১ সালের ২৫শে মার্চ ছিল - বৃহস্পতিবার।
- ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চামড়া দেশের বাইরে যে নামে পরিচিত - কুষ্টিয়া গ্রেড।
- বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট অবস্থিত - ময়মনসিংহ।
- ’রবিশস্য’ বলতে বোঝায় - শীতকালীন শস্যকে।
- বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প - গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প।
- পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে - ১১টি।
- বাংলাদেশ সরকার ছাতী উপবৃত্তি চালু করে - ১৯৯৪ সালে।
- স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় - ১৯৭৪ সালে।
- BDF’র পূর্ণরূপ- Bangladesh Development Forum.
- বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ - ১৯০৯ মার্কিন ডলার।
- কর বিভাগ যে মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত - অর্থ মন্ত্রণালয়।
- BCIC’র নিয়ন্ত্রণাধীন একমাত্র কাগজকল - কর্ণফুলী পেপার মিলস লি.।
- দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক অবস্থিত - গজারিয়া (মুন্সিগঞ্জ)।
- বাংলাদেশে মোট সরকারি EPZ’র সংখ্যা - ৮টি।
- বাংলাদেশের কৃষিভিত্তিক EPZ উত্তরা EPZ, নীলফামারী।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য - ১২টি।
- এ পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে - ১৭বার।
- গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ - ৩৩ নং অনুচ্ছেদ।
- সংবিধানের বিভাগ রয়েছে - ১১টি।
- ’গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের’ নিশ্চয়তা দেয়া আছে - ১১নং অনুচ্ছেদে।
- বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয় - ১৯৮৫ সালে।
- আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় - ১৯৫৫ সালে।
- বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা - ৪১টি।
- বাংলাদেশের আইন অনুযায়ী, নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ অধিকারী - প্রধানমন্ত্রী।
- বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় - ৬০ জনে।
- ECNEC’র বিকল্প চেয়ারম্যান - অর্থমন্ত্রী।
- ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka হয় - ৫ অক্টোবর ১৯৮২।
- ’জাতীয় সংসদ ভবন’ উদ্ধোধন করা হয় - ২৮ জানুয়ারি ১৯৮২ সালে।
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় - ১৯৫২ সালে।
- ’গণতন্ত্রের মানসপুত্র’ হিসেবে খ্যাত - হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- বাংলাদেশ বেতার-এর সদর দপ্তর অবস্থিত - আগারগাঁও, ঢাকা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন - ২৫ সেপ্টেম্বর ১৯৭৪।
- বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত - মূল্য সংযোজন কর।
- বাংলাদেশের যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুসলমান -পাঙন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    107 Views
    by shahan
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    96 Views
    by raihan
    0 Replies 
    956 Views
    by mousumi
    0 Replies 
    16139 Views
    by tasnima

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]