Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2076
৬১১। মহান বিজ্ঞানী জগদীশ রচনার লেখকের নাম কি?
- বন্দে আলী মিয়া
৬১২। নারীতীর্থ প্রতিষ্ঠান কে গড়ে তোলেছিল?
- মোহাম্মদ লুৎফর রহমান
৬১৩। অন্নদাশঙ্কর রায়ের 'পারী' একটি—
- ভ্রমণকাহিনী
৬১৪। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
৬১৫। ডাক-হরকরা গল্পের প্রধান চরিত্র কে?
- দীনু
৬১৬। কবি ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন?
- যশোর
৬১৭। 'এসো বিজ্ঞানের রাজ্যে'— প্রবন্ধগ্রন্থটির লেখক কে?
- আবদুল্লাহ আল মুতী
৬১৮। বাংলার মুখ — কবিতাটির রচিয়তা কে?
- জীবনানন্দ দাশ
৬১৯। "বল দেখি এ জগতে ধার্মিক কে হয়'
সর্ব জীবে দয়া যার ধার্মিক সে হয়" — কবিতাংশটির রচিয়তা কে?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৬২০। 'একটি পাখি' কবিতায় "পাখি" শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- বিশাল শূণ্যতা
৬২১। 'জীবন বিনিময়' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বুলবুলিস্তান
৬২২। 'ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,
মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।' — এ চরণ দুটির রচিয়তা–
- কাজী নজরুল ইসলাম
৬২৩। জহির রায়হানের 'সময়ের প্রয়োজনে' গল্পটির ঘটনা—
- মুক্তিযুদ্ধের
৬২৪। 'ওদের জন্য ভালোবাসা' প্রবন্ধটির লেখক কে?
- মাহবুবুল হক
৬২৫। 'শাহজাহানের মৃত্যুস্বপ্ন' কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়?
- রূপছন্দা
৬২৬। 'বসন্ত' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- পশারিণী
৬২৭। ইতর বিশেষ — বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
- পার্থক্য
৬২৮। তসবির শব্দের অর্থ কি?
- ছবি
৬২৯। প্রকৃতি বলতে কি বুঝায়?
- শব্দের মূল
৬৩০। বাঁশি বাজে ওই দূরে — কোন বাচ্যের উদাহরণ?
- কর্ম–কর্তৃবাচ্যের
৬৩১। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
- ব্রাহ্মী লিপি
৬৩২। 'জমাখরচ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য —
- জমা ও খরচ
৬৩৩। ব্যাকরণের প্রধান কাজ —
- ভাষার বিশ্লেষণ
৬৩৪। তিনি চোখে দেখেন না। — বাক্যটিতে 'চোখে' শব্দটির কারক বিভক্তি কোনটি?
- করণে ৭মী
৬৩৫। "কাকনিদ্রা" শব্দটির অর্থ কি?
- অগভীর সতর্ক নিদ্রা
৬৩৬। 'নীল যে অম্বর = নীলাম্বর' — কোন সমাস?
- কর্মধারয়
৬৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক "নটীর পূজা" কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৬ সাল
৬৩৮। আনন্দমঠ উপন্যাসটি কার রচিত?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬৩৯। অমর কাব্য — অনুবাদ গ্রন্থটি কার রচনা?
- ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
৬৪০। ফণিমনসা কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
- কাজী নজরুল ইসলাম
৬৪১। চিঠি নাটকটির রচিয়তা —
- মুনীর চৌধুরী
৬৪২। রাণী খালের সাঁকো — কার বিখ্যাত কাব্য?
- আহসান হাবীব
৬৪৩। শাহাদৎ হোসেন রচিত নাটক —
- মনসদের মোহ
৬৪৪। এক মুঠো জন্মভূমি — উপন্যাসের লেখক কে?
- সৈয়দ শামসুল হক
৬৪৫। সমাগম উপন্যাসের জনক —
- শওকত ওসমান
৬৪৬। আশায় বসতি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- আহসান হাবীব
৬৪৭। কারক শব্দটির অর্থ —
- যা ক্রিয়া সম্পাদন করে
৬৪৮। 'সকলকে মরতে হবে'— বাক্যে "সকলকে" কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে দ্বিতীয়া
৬৪৯। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন —
- চর্যাপদ
৬৫০। কূপমন্ডুক বাগধারাটির অর্থ —
- সীমিত জ্ঞানের মানুষ
৬৫১। যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয়না তাকে বলে —
- অলুক সমাস
৬৫২। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তা কোন সমাস?
- কর্মধারয়
৬৫৩। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে—
- পর পদ বা উত্তর পদ
৬৫৪। কৌশলে কার্যোদ্ধার — কোন বাগধারাটির অর্থ?
- ধরি মাছ না ছুঁই পানি
৬৫৫। যা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় কি বলে —
- কষ্টার্জিত
৬৫৬। টাকায় টাকা হয় — বাক্যে "টাকায়" কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ৭মী
৬৫৭। সুন্দর ব্যবহার একটি —
- প্রবন্ধ
৬৫৮। সাগরকন্যা গ্রন্থটি কার রচনা?
- রাজিয়া মাহবুব
৬৫৯। রাজা গল্পে কাকে "নিষ্ঠুর তস্কর" বলা হয়েছে?
- রহিমকে
৬৬০। বাংলা আমার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
- অমিয়ধারা
৬৬১। পাখিদের নিয়ে রচয়না "ঝগড়ু" কেমন চরিত্রের লোক—
- দরদী মনের
৬৬২। "রূপকথার সেই আশ্চর্য প্রদীপ'— প্রবন্ধটি কার রচিত?
- সুব্রত বড়ুয়া
৬৬৩। লেখক শামসুল কবীর একজন—
- প্রাবন্ধিক
৬৬৪। 'অপূর্ব ক্ষমা' গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বিষাদ সিন্ধু
৬৬৫। মনুষ্যত্ব লাভের উপায় কি?
- শিক্ষা গ্রহণ
৬৬৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যের সন্ধানে গিয়েছিলে —
- রেঙ্গুন
৬৬৭। ছেলে-মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস
- অলুক দ্বন্দ্ব
৬৬৮। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ?
- কর্মধারয়
৬৬৯। পরাজয়ে ডরে না বীর— বাক্যটিতে " পরাজয়ে" কারক বিভক্তি নির্ণয় করুন।
- অপাদান কারকে ৭ মী
৬৭০। কুলি শব্দের লিঙ্গান্তর —
- কামিন
৬৭১। নিশীথ রাতে বাজছে বাঁশি। এ বাক্যে "নিশীথ' কোন পদ?
- বিশেষণ
৬৭২। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ৬ টি
৬৭৩। বাঙালিরা ভাত খায় — কোন কালের উদাহরণ?
- সাধারণ বর্তমান
৬৭৪। উপসর্গ মূলত —
- অব্যয়সূচক শব্দাংশ
৬৭৫। বিভক্তিযুক্ত শব্দ দুইবার উক্ত হলে তাকে কি বলা হয়?
- পদের দ্বিরুক্তি
৬৭৫। বচন ব্যাকরণের কিরূপ শব্দ?
- প্রাতিপদিক শব্দ
৬৭৬। 'লাইলি-মজনু' কাব্যের মূল উৎস —
- আরবীয় লোকগাঁথা
৬৭৭। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোন সময়কে বলা হয়?
- ১২০১–১৮০০
৬৭৮। বড়দিদি গ্রন্থটি কার রচনা?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬৭৯। 'একা এবং কয়েকজন' কার লেখা?
- সুনীল গঙ্গোপাধ্যায়
৬৮০। কৃষ্ণকুমারী কি—
- একটি ট্র‍্যাজেডি নাটক
৬৮১। গুণরাজ কার উপাধি?
- মালাধর বসু
৬৮২। ঝিলিমিলি গ্রন্থটি —
- নাট্যধর্মী
৬৮৩। ছায়ানট কাজী নজরুল ইসলামের একটি —
- কাব্যগ্রন্থ
৬৮৪। বাংলা সাহিত্যের 'মৌমাছি' হলেন—
- বিমল ঘোষ
৬৮৫। ফেয়ারীর ডায়েরী কার রচিত?
- আলাউদ্দিন আল আজাদ
৬৮৬। বিজ্ঞানের 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- বিশেষ
৬৮৭। 'অনুতাপ' সমস্তপদটির ব্যাসবাক্য কি?
- অণুতে যে তাপ
৬৮৮। 'রকেট অতি দ্রুত চলে' — কোন বিশেষণের উদাহরণ?
- ক্রিয়া - বিশেষণের বিশেষণ
৬৮৯। পরীক্ষা আসিলে চোখে জ্বর ঝড়ে। এই বাক্যে পরীক্ষা কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে শূণ্য
৬৯০। সম্বোধন পদ বাক্যের কোথায় বসে?
- বাক্যের শুরুতে
৬৯১। কর্মে অতিশয় তৎপর, একথায় —
- ত্বরিৎকর্মা
৬৯২। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যোগ করার উদ্দেশ্য কি?
- নতুন শব্দ গঠন
৬৯৩। ইতর প্রাণিবাচক শব্দের বিভক্তিতে কি যুক্ত হয়?
- গুলি
৬৯৪। দম্পতি কোন সমাসের উদাহরণ?
- দ্বন্দ্ব
৬৯৫। 'মধুমাখা' শব্দের সঠিক ব্যাসবাক্য কি?
- মধু দ্বারা মাখা
৬৯৬। বেদের মেয়ে নাটকটি কার রচনা?
- জসীম উদ্‌দীন
৬৯৭। 'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচিয়তা—
- শামসুর রাহমান
৬৯৮। 'রঙ্গপুর বার্তাবহ' সংবাদপত্রটি কতসালে প্রথম প্রকাশিত হয়?
- ১৮৪৭ সালের আগষ্ট মাসে
৬৯৯। ইসলামিক রেনেসাঁর কবি কে?
- ফররুখ আহমদ
৭০০। জামাই বারিক প্রহসনটি কার রচিত?
- দীনবন্ধু মিত্র

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    1849 Views
    by romen
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    939 Views
    by mousumi
    0 Replies 
    391 Views
    by sajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]