Page 1 of 1

৪১তম বিসিএস প্রস্তুতিঃ বাংলা ভাষা ও সাহিত্য-পর্বঃ০২

Posted: Sat Nov 30, 2019 11:15 am
by raihan
৫৩৬। 'এইসব গ্রামে' কবিতাটি আবুল হোসেনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- নব বসন্ত
৫৩৭। স্মৃতিসৌধ কবিতার রচিয়তা কে?
- ফয়েজ আহমেদ
৫৩৮। লালসালু কিসের প্রতীক?
- ভন্ডামীর প্রতীক
৫৩৯। সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ– উক্তিটি কোন ছুট গল্প থেকে নেওয়া?
- হৈমন্তি
৫৪০। বিলাসী গল্পের বর্ণনাকারী কে?
- ন্যাড়া
৫৪১। বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- শামসুর রাহমান
৫৪২। জীবনের হিসাব কবিতাটির রচিয়তা কে?
- সুকুমার রায়
৫৪৩। মহৎ জীবন গ্রন্থটি কার রচনা?
- মুহম্মদ লুৎফর রহমান
৫৪৪। দুর্মর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
- পূর্বাভাস
৫৪৫। আশরাফ সিদ্দীকির বিখ্যাত কবিতা কোনটি?
- নিমন্ত্রণ
৫৪৬। নিশীথ রাতে বাজে বাঁশি– বাক্যে নিশীথ কোন পদ?
- বিশেষণ
৫৪৭। গড্ডল শব্দের অর্থ কি?
- মেঘ
৫৪৮। আমার গানের মালা আমি করবো কারে দান – এই বাক্যে 'কারে' কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে ৭ মী
৫৪৯। খেয়া পার করে যে এর সঠিক এক কথায় প্রকাশ–
- পাটনী
৫৫০। দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে– এখানে 'দুয়ারে' কোন কারক?
- ঐকদেশিক আধারাধিকরণ
৫৫১। কারচুপি শব্দের কার উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
- ফারসি
৫৫২। উচল বলিয়া অচলে বাড়িছ পড়িনু অধাধ জলে– এখানে 'অচল' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- পর্বত
৫৫৩। সেখানে কেউ নেই – এ বাক্যটিকে অস্থিবাচক বাক্যে পরিণত করলে দাঁড়ায়–
- জায়গাটা নির্জন
৫৫৪। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে হয়?
- ক্রিয়া ও সর্বনাম
৫৫৫। নাসিকার সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কি বলে?
- অনুনাসিক স্বর
৫৫৬। চৈত্রের ভালবাসা কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- নির্মলেন্দু গুণ
৫৫৭। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি — পঙতিটির রচিয়তা কে?
- সুকান্ত ভট্টাচার্য
৫৫৮। কবি কঙ্গ কোন যুগের কবি?
- মধ্যযুগের
৫৫৯। আধুনিক যুগের নাগরিক কবি কে?
- শামসুর রাহমান
৫৬০। রূপসী বাংলার ও নির্জনতার কবি কে?
- জীবনানন্দ দাশ
৫৬১। বাংলা উপন্যাসের জনক কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৬২। নানাচর্চা প্রবন্ধের লেখক কে?
- প্রমথ চৌধুরী
৫৬৩। বিসর্জন নাটকের নায়িকার নাম কি?
- অপর্ণা
৫৬৪। শওকত ওসমানের মুক্তিযোদ্ধভিত্তিক উপন্যাস—
- জাহান্নাম হইতে বিদায়
৫৬৫। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
- ভদ্রার্জুন
৫৬৬। মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ— বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়?
- অনন্বয়ী
৫৬৭। যে বিশেষ্য পদ দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বুঝায় তাকে কি বিশেষ্য বলে?
- গুণবাচক বিশেষ্য
৫৬৮। করেছে, করেছো, করেছেন- একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?
- মর্যাদাভেদে
৫৬৯। খোকাকে তুমি কাঁদিও না— এ বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
- প্রযোজক
৫৭০। যে পদে বেশ সংখ্যক ব্যাক্তি বা প্রাণীর সমষ্টি বুঝায় তাকে কোন ধরনের বিশেষ্য বলে?
- সমষ্টিবাচক বিশেষ্য
৫৭১। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান— এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
- দ্বিরুক্ত শব্দ
৫৭২। যে বিশেষ্য পদে কোন ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে কি বলে?
- ভাববাচক বিশেষ্য
৫৭৩। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে- এই বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
- বিশেষণ
৫৭৪। যে পদ দ্বারা কোন এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝায়- তাকে বলে?
- জাতিবাচক বিশেষ্য
৫৭৫। যত্ন করলে রত্ন মেলে- এখানে করলে কোন ধরনের ক্রিয়া?
- দ্বিকর্মক
৫৭৬। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
- পত্রিকা।
৫৭৭। জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
- রাখালী।
৫৭৮। ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
- আনোয়ার পাশা।
৫৭৯। ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
- কাব্য।
৫৮০। বহিঃপীর কী?
- একটি নাটক।
৫৮১। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
- পথের দাবী।
৫৮২। এস ওয়াজেদ আলী রচিত প্রবন্ধ কোনটি?
- ভবিষ্যতের বাঙালি।
৫৮৩। ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।’- কে বলেছেন?
- প্রমথ চৌধুরী।
৫৮৪। তুমি না বলেছিলে আগামীকাল আসবে? – এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে?
- হ্যাঁ-বাচক।
৬৮৫। কার মাথায় হাত বুলিয়েছে- এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
- ফাঁকি দেওয়া।
৫৮৬। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কী?
- উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে।
৫৮৭। তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে ‘কী’ কোন পদ?
- সর্বনাম।
৫৮৮। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণ কারকে সপ্তমী।
৫৮৯। এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
- ভাবনা করা
৫৯০। ‘স্মৃতির মিনর ভেঙ্গেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো’- এ কবিতাংশটি কার লেখা?
- আলাউদ্দিন আল আজাদ
৫৯১। ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্তটির রচয়িতা কে?
- বেগম সুফিয়া কামাল
৫৯২। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাসের নাম কি?
- নীল দংশন
৫৯৩। ‘তোমাদের কখন আসা হলো’- এটি কোন বাচ্যের উদাহরণ?
- ভাববাচ্য
৫৯৪। বাংলা সাহিত্যের সমর্থক ট্রাজেডি নাটক কোনটি?
- কৃষ্ণকুমারী
৫৯৫। আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৯৬। ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’- পঙক্তিটির রচয়িতা কে?
- বিভীসিকা
৫৯৭। এবার আমি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছি— বাক্যটি কোন কালের?
- পুরাঘটিত বর্তমান
৫৯৮। বাড়ি থেকে নদী দেখা যায়— এই বাক্যে 'বাড়ি থেকে' কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৫ মী
৫৯৯। অস্থির মানব মন— এই বাক্যের বাগধারা কি?
- মন না মতি
৬০০। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
- পরপদ
৬০১। কদাচর শব্দটি কোন সমাস?
- কর্মধারয়
৬০২। ঘরে-বাইরে কোন সমাস—
- অলুক দ্বন্দ্ব
৬০৩। ক্রিয়া ও ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়—
- কৃৎ প্রত্যয়
৬০৪। শত্রুকে দমন করে যে — এই বাক্যের এক কথায় প্রকাশ—
- অরিন্দম
৬০৫। করপল্লব কোন সমাসের উদাহরণ?
- উপমিত কর্মধারয়
৬০৬। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
- ক্রিয়া
৬০৭। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
- অগ্নিবীণা
৬০৮। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাটা সম্পাদক কে ছিলেন?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৬০৯। সধবার একাদশী কোন ধরনের রচনা?
- প্রহসন
৬১০। এক পয়সার বাঁশি কোন ধরনের রচনা—
- ছোটদের জন্য রচিত
Raisul Islam Hridoy