Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2069
১। ছন্দের যাদুকর বলা হয় কাকে?
- সত্যেন্দ্রনাথ দত্ত
২। প্রতিদান কবিতাটির রচিয়তা কে?
- জসীমউদ্দীন
৩। পুকুরে মাছ আছে। কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী
৪। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি?
- আলালের ঘরের দুলাল
৫। সূর্য দীঘল বাড়ি- উপন্যাসের লেখক কে?
- আবু ইসহাক
৬। কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
- লক্ষিন্দর
৭। বাক্যের অপরিহার্য পদ কোনটি?
- ক্রিয়াপদ
৮। অলিন্দ শব্দের অর্থ কি?
- বারান্দা
৯। সে স্কুলে গিয়েছে।-বাক্যটি ---
- পুরাঘটিত বর্তমান
১০। চাঁদ কোন শ্রেণির শব্দ?
- তদ্ভব
১১। অনুতাপ কোন সমাস?
- অব্যয়ীভাব সমাস
১২। ওরা কদম আলী- নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
১৩। কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয়?
- ১৩১৬ বঙ্গাব্দে
১৪। চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন?
- মুকুন্দরাম
১৫। যুগ সন্ধিক্ষণের কবি?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৬। বসন্তে ফুল ফুটে। বাক্যে বসন্ত কোন কারক?
- অধিকরণ কারক
১৭। কোনটি ইংরেজি উপসর্গ?
- ফুল
১৮। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ?
- তৎপুরুষ
১৯। কাজটা ভালো দেখায় না- এ বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
- কর্মবাচ্যের ধাতু
২০। বাক্যে ব্যহহৃত শব্দকে বলা হয়--
- পদ
২১। লেবেদেফ নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
২২। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে কি বলে?
- সমস্যমান পদ
২৩। অবাক্ষ জলে নেমে স্নান। এর এক কথায় কি হবে?
- অবগাহন
২৪। আষাঢ়ে বৃষ্টি নামে- এখানে "আষাঢ়ে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরনে ৭মী
২৫। হারামণি কোন সমাস?
- কর্মধারয় সমাস
২৬। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
২৭। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- রাত্রিশেষ
২৮। মনোরঞ্জিকা পত্রিকার সম্পাদক কে?
- কৃষ্ণচন্দ্র মজুমদার
২৯। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
- যৌগিক স্বর
৩০। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি?
- শ্রীকান্ত
৩১। আনারস কোন শব্দ?
- পর্তুগীজ
৩২। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
- উইলিয়াম কেরি
৩৩। রায় গুণাকর কার উপাধি?
- ভারতচন্দ্র
৩৪। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ৬টি
৩৫। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- গতি
৩৬। গীতিকাকে ইংরেজিতে কি বলা হয়?
- ব্যালাড
৩৭। বিদ্যাপতি কোন ভাষার কবি?
- ব্রজবুলি
৩৮। একা এবং কয়েকজন কর লেখা?
- সুনীল গঙ্গোপাধ্যায়
৩৯। বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৪০। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি?
- মেঘনাদবধ কাব্য
৪১। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?
- রঙ্গলাল বন্দোপাধ্যায়
৪২। মৃন্ময়ী চরিত্রটি কোন ছোটগল্পের?
- সমাপ্তি
৪৩। শান্তিপুরের কবি বলা হয় কাকে?
- মোজাম্মেল হক
৪৪। রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' প্রকাশিত হয় কোন পত্রিকায়?
- জ্ঞানাঙ্কুর
৪৫। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি?
- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
৪৬। 'চাষাভুষার কাব্য' কার সাহিত্যকর্ম?
- নির্মলেন্দু গুণ
৪৭। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কি?
- শাহ মুহম্মদ সগীর
৪৮। বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৯। 'কেউ কিছু বলতে পারেনা' নাটকটি অনুবাদ করেছেন কে?
- মুনীর চৌধুরী
৫০। কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্যের সৃষ্টি হয়?
- হোসেন শাহী
৫১। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৬
৫২। 'নতুন চাঁদ' কাব্যটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৫৩। জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
- ১৯৮৮
৫৪। 'রাণী খালের সাঁকো' কাব্যগ্রন্থের রচিতয়তা কে?
- আহসান হাবীব
৫৫। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত কে?
[রাইসুল ইসলাম হৃদয়]
- সৈয়দ শামসুল হক
৫৬। বাংলা উপন্যাসের স্থপতি কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৭। 'কাশ বনের কন্যা' কোন জাতীয় রচনা?
- উপন্যাস
৫৮। কবর নাটকের উপজীব্য বিষয় কি?
- ভাষা আন্দোলন
৫৯। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন?
- ১৯৩৫ সালের ১৯ আগস্ট
৬০। 'খোয়াবনামা' উপন্যাসের রচিয়তা কে?
- আখতারুজ্জামান ইলিয়াস
৬১। 'ঠিকানা' কবিতার রচিয়তা কে?
- আতোয়ার রহমান
৬২। 'লাইলী মজনু' কাব্যের মূল উৎস কি?
- আরবীয় লোকগাঁথা
৬৩। পুঁথি সাহিত্য বলতে বুঝায়-
- ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য
৬৪। 'মেঘদূত' কাব্য কার রচনা?
- মহাকবি কালিদাস
৬৫। 'সিন্ধু-হিন্দোল' হল--
- প্রেমের কবিতা
৬৬। 'পদ্মাবতী' পুঁথি প্রথম সম্পাদনা করেন কে?
- ড. মুহম্মদ এনামুল হক
৬৭। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা বাংলা গ্রন্থের সংখ্যা কত?
- ১৩টি
৬৮। 'বনফুল' কাব্যটি প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিলো-
- ১৫ বছর
৬৯। শিশু পত্রিকা 'আঙ্গুর' সম্পাদনা করেন কে?
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
৭০। ঠাকুর মার ঝুলির রচিয়তা কে?
- শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
৭১। আল মাহমুদ রচিত বিখ্যাত কথা সাহিত্য কোনটি?
- পানকৌড়ির রক্ত
৭২। বাংলা কবিতায় আধুনিক কবিতার প্রবর্তক কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৭৩। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
- বিয়ে পাগলা বুড়ো
৭৪। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি?
- রামায়ণ
৭৫। 'আবোল তাবোল' কে রচনা করেন?
- সুকুমার রায়
৭৬। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কখন?
- ১৮৫২ সালে
৭৭। সংশপ্তক কার রচনা?
- শহীদুল্লা কায়সার
৭৮। বাঙ্গালির ইতিহাস বইটির লেখক কে?
- নীহাররঞ্জন রায়
৭৯। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
- বসন্ত কুমারী
৮০। 'হুতোম- প্যাঁচার নকশা'র রচিয়তা কে?
- কালীপ্রসন্ন সিংহ
৮১। রবীন্দ্রনাথ নোবেল পুরুষ্কার পান কোন গ্রন্থের জন্য?
- song offerings
৮২। চোখের বালি কোন ধরনের উপন্যাস?
- দ্বন্দ্বমূলক উপন্যাস
৮৩। ব্যথার দান হল-
- গদ্যকাব্য
৮৪। রাজলক্ষ্মী চরিত্রটি কোন উপন্যাসের?
- শ্রীকান্ত
৮৫। জয়যাত্রা কবিতাটির রচিয়তা কে?
- আব্দুল কাদির
৮৬। পূর্বাশার আলো কথাটির অর্থ কি?
- নতুন স্বপ্ন ও সম্ভাবনা
৮৭। কালকূট কোন লেখকের ছদ্মনাম?
- সমরেশ বসু
৮৮। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে?
- পাল রাজত্বকাল
৮৯। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
- বসন্ত
৯০। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সমান
কণ্টক মুকুট শোভা। ---- কোন কবির রচিয়তা ?
- কাজী নজরুল ইসলাম
৯১। কপোতাক্ষ নদ কবিতায় যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে?
- হে নদ
৯২। সুন্দর ব্যবহার একটি--
- প্রবন্ধ
৯৩। এটিকেট কথার অর্থ-
- মার্জিত আচরণ
৯৪। দুরন্ত পথিক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া?
- রিক্তের বেদন
৯৫। নোলক কবিতাটি রচনা করেছেন?
- আল মাহমুদ
৯৬। চাঁদের অমাবস্যা কার রচনা?
- সৈয়দ ওয়ালিউল্লাহ
৯৭। শেষ বিকেলের মেয়ে উপন্যাসের লেখক কে?
- জহির রায়হান
৯৮। সেলিনা হোসেনের উপন্যাস—
- পোকামাকড়ের ঘর বসতি
৯৯। খেলারাম খেলে যা’ উপন্যাসের রচয়িতা কে ?
- সৈয়দ শামসুল হক
১০১। আলাউদ্দীন আল আজাদের উপন্যাস—
- তেইশ নম্বর তৈল চিত্র(১৯৬০)
১০২। রাইফেল রোটি আওরাত” কার লেখা?
- আনোয়ার পাশা
১০৩। ”রেখা চিত্র” আবুল ফজলের কোন ধরনের রচনা?
- আত্মজীবনীমূলক
১০৪। 'দত্তা’ কার লেখা?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৫। শ্রীকান্ত কার লেখা এবং কয়টি খণ্ড?
- শরৎচন্দ্রচট্টোপাধ্যায়,এবং ৪টি খণ্ড
১০৬। শামসুর রাহমানের বিখ্যাত কাব্য_____
- দ্বিতীয় মৃত্যুর আগে
১০৭। শেষের কবিতা কি?
- উপন্যাস
১০৮। রমনা পার্কে’ কার লেখা?
- নীলিমা ইব্রাহিম
১০৯। উত্তম পুরুষ’কার রচনা?
- রশীদ করিম
১১০। প্রেমের সমাধী’কে লিখেছেন?
- মজিবর রহমান
১১১। কাঁটাতারে প্রজাপতী’কার রচনা?
- সেলিনা হোসেন
১১২। পথের দাবী’কে লিখেছেন ?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১৩। অভয়া’কোন উপন্যাসের চরিত্র?
- শ্রীকান্ত
১১৪। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস?
- বউ ঠাকুরাণীর হাট
১১৫। মৃত্যু ক্ষুধা কার লেখা?
- কাজী নজরুল ইসলাম
১১৬। পুতুল নাচের ইতিকথা,পদ্মানদীর মাঝি,জননী,কার লেখা?
[রাইসুল ইসলাম হৃদয়]
- মানিক বন্দ্যোপাধ্যায়
১১৭। অমিত,লাবন্য,ও কেটি কোন উপন্যাসের চরিত্র?
- শেষের কবিতা
১১৮। প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- দুর্গেশনন্দিনী’বঙ্কিমচন্দ্রচটোপাধ্যায়
১১৯। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
- সপ্তম শতাব্দী।
১২০। পানিনি রচিত গ্রন্থের নাম কি?
- ব্যাকরণ অষ্টাধয়ী।
১২১। পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
- সংস্কৃত ভাষা।
১২২। বাংলা ভাষার মূল উৎস কোনটি?
- বৈদিক।
১২৩। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
১২৪। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?
- ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
১২৫। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
- খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
১২৬। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
- প্রাচীন গ্রন্থ ঋগেদের মন্ত্রগুলোতে।
১২৭। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
- আধুনিক যুগে।
১২৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
- পাঁচ হাজার বছর।
১২৯। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি?
- বৈদিক ও সংস্কৃত ভাষা।
১৩০। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?
- বৈদিক ভাষা।
১৩১। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?
- প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।
১৩২। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?
- আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
১৩৩। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
- ব্যাকরণবিদ পানিনির হাতে।
১৩৪। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
- খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।
১৩৫। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?
- খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।
১৩৬। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?
- অপভ্রংশ।
১৩৭। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?
- পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।
১৩৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
- গৌড় অপভ্রংশ থেকে।
১৩৯। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
- মাগধী প্রাকৃত।
১৪০। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
- তিনটি।
১৪১। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
- তিনটি।
১৪২। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
- হিন্দ-ইউরোপী গোষ্ঠীর।
১৪৩। কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?
- প্রাচীন যুগে।
১৪৪। বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?
- শ্রীরামপুর মিশন।
১৪৫। কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?
- ১৮০০ খ্রিষ্টাব্দে।
১৪৬। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?
- সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।
১৪৭। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?
- খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।
১৪৮। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?
- পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।
১৪৯। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?
- খরোষ্ঠী লিপি।
১৫০। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি?
- দুইটি।
১৫১। খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
- সম্রাট অশোক।
১৫২। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
- কুটিল লিপি।
১৫৩। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ?
- খরোষ্ঠী লিপি।
১৫৪। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?
- সেন যুগে।
১৫৫। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ?
- উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।
১৫৬।বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-?
- সাময়ীক পত্র।
১৫৭। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?
- চর্যাপদ।
১৫৮। চর্যাপদ রচনা করেন কারা ?
- বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
১৫৯। চর্যাপদ কোন যুগের নিদর্শন?
- আদি/ প্রাচীন যুগ।
১৬০। চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।
১৬১। চর্যাপদের রচনা কাল কত?
- সপ্তম -দ্বাদশ শতাব্দী।
১৬২। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?
- বঙ্গকামরুপী ভাষায়।
১৬৩। চর্যাপদ কোথায় পাওয়া যায়?
- নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
১৬৪। টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?
- আশ্চর্য চর্যাচয়।
১৬৫। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?
- চর্যাচর্য বিনিশ্চয়।
১৬৬। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
- মুন্ডা ভাষার।
১৬৭। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
- ব্রহ্মী লিপি।
১৬৮। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি?
- দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।
১৬৯। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে?
- ব্রাহ্মী লিপি।
১৭০। চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?
- অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।
১৭১। আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?
- চর্যাগীতি কোষ।
১৭২। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?
- ১১ সংখ্যক পদ।
১৭৩। কত বঙ্গাব্দে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
- ১৩২৩ বঙ্গাব্দে
১৭৪। পুরাণ কোন ভাষায় রচিত?
- সংস্কৃত
১৭৫। চণ্ডীমঙ্গলের আদি কবি কে?
- মানিক দত্ত
১৭৬। ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে
- বর্ণ
১৭৭। ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ
- ষট্ + ঋতু
১৭৮৷ অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়—
- বিপরীত
১৭৯। ইচ্ছা শব্দের বিশেষণ —
- ঐচ্ছিক
১৮০। নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ শব্দটি—
- বিশেষণ
১৮১। যা বলা হয়নি
- অনুক্ত
১৮২। গুরু শব্দের স্ত্রী লিঙ্গ কি?
- গুর্বী
১৮৩। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি?
- ২০ টি
১৮৪। গোঁফ খেজুরে বাগধারার অর্থ
- নিতান্ত অলস
১৮৫। রাবনের চিতা অর্থ হল—
- চির অশান্তি
১৮৬। পহেলা বৈশাখ চালু করেন
- সম্রাট আকবর
১৮৭। হনন করার ইচ্ছা —
- জিঘাংসা
১৮৮। কোনগুলো শিশ ধ্বনি?
- শ,স,ষ
১৮৯। আভরন শব্দের অর্থ –
- অলংকার
১৯০। নন্দিত নরকে যাঁর উপন্যাস
- হুমায়ুন আহমেদ
১৯১। চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত কে?
- প্রমথ চৌধুরী
১৯২। হাসনাহেনা কোন ভাষার শব্দ?
- জাপানি
[রাইসুল ইসলাম হৃদয়]
১৯২। অপলাপ শব্দের অর্থ
- অস্বীকার
১৯৩। প্রত্যয়গতভাবে শুদ্ধ —
- উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা,
১৯৪। পুণ্যে মতি হোক। পুণ্যে শব্দটি কি অর্থে ব্যবহৃত?
- বিশেষ্য রুপে ব্যবহৃত
১৯৫। সমাস ভাষাকে কি করে?
- সংক্ষেপ করে
১৯৬। তিনি দরিদ্র কিন্তু খুব উদার — কোন ধরণের বাক্য
- যৌগিক বাক্য
১৯৭। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্ব
১৯৮। যে ব্যক্তির দুহাত সমান চলে
- সব্যসাচী
১৯৯। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোন শব্দটির?
- ননদ
২০০। পদ মূলত কত প্রকার?
- ২ প্রকার
(নোটঃ সর্বমোট হলোঃ৫ প্রকার)
২০১। মধুমাখা এর সঠিক ব্যাসবাক্য কি?
- মধু দ্বারা মাখা
২০২। সৌভাগ্যের বিষয় এর সঠিক বাগধারা —
- একাদশে বৃহষ্পতি
২০৩। অভিনিবেশ শব্দটির অর্থ কি?
- মনোযোগ
২০৪। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
- আধিক্য
২০৫। হাতের পাঁচ অর্থ কি
- শেষ সম্বল
২০৬। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর
- বিশেষ্য
২০৭। তুমি না বলেছিলে আগামীকাল আসবে?? এখানে না
- হ্যাঁ বাচক
২০৮। যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম
- মিশ্র বাক্য
২০৯। ঢাকের কাঠি বলতে বুঝায়
- মোসাহেব
২১০। শাহনামা রচনা করেন
- ফেরদৌসী
২১১। বাগধারা ভাষা বিশেষের কি?
- ঐতিহ্য
২১২। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে –
- প্রমথ চৌধুরী
২১৩। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনা টি –
- ঈশ্বরী পাটনীর
২১৪। কাশবনের কন্যা একটি—
- উপন্যাস
২১৫। যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে
- দ্বিগু সমাস
২১৬। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন
- অশোক মুখোপাধ্যায়
২১৭। নিরানব্বইয়ের ধাক্কা
- সঞ্চয়ের প্রবৃত্তি
২১৮।একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক
- হাসান হাফিজুর রহমান
২১৯। রাঙ্গামাটি কোন সমাস?
- কর্মধারয়
২২০। কষ্টে অতিক্রম করা যায় না যা
- দুরতিক্রম্য
২২১। উৎকর্ষতা যে কারনে অশুদ্ধ
- প্রত্যয়জনিত কারনে
২২২। ইয়ার বকশী বাগধারাটির অর্থ কি?
- রঙ্গরস প্রিয় বন্ধু
২২৩। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২২৪। ক্রিয়াপদ
- সব সময়ে বাক্যে থাকবে
২২৫। বঙ্গবন্ধু জেল জীবনের ওপর রচিত বইয়ের নাম কী.?
- ৩০৫৩ দিন।
২২৬। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম.?
- ৬ষ্ঠ।
২২৭। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'দুই সৈনিক' এর রচয়িতা কে.?
- শওকত ওসমান।
২২৮। 'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা.?
- ১২ টি।
২২৯। 'পুরোনো বাংলা গদ্য' গ্রন্থের লেখক কে.?
- আনিসুজ্জামান।
২৩০। ‘দেশ বন্ধু’ কার উপাধি?
- চিত্তরঞ্জন দাস।
২৩১। ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ?
- গ্রিস।
২৩২। বিশ্বের সবচেয়ে বড় আইনসভা কোন দেশের?
- ভারত।
২৩৩। ‘সায়াহ্ন’ শব্দের অর্থ কি?
- সন্ধ্যা।
২৩৪। ’হারমণি’ লোকসাহিত্য সংকলনগ্রন্থের লেখক কে?
- মুহম্মদ মনসুর উদ্দীন।
২৩৫। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী?
- শ্রীকৃষ্ণকীর্তন।
২৩৬। জয়দেবের কাব্যের নাম কী?
- গীতগোবিন্দ।
২৩৭। শিল্প ও সাহিত্যের কোন শাখায় হুমায়ূন আহমেদ বিখ্যাত ছিলেন?
- উপন্যাসে।
২৩৭। শিল্প ও সাহিত্যের কোন শাখায় এসএম সুলতান বিখ্যাত ছিলেন?
- চিত্রকলায়।
২৩৮। ‘অশ্রুমালা’ এর রচয়িতা কে?
- কায়কোবাদ।
২৩৯। ‘শেষের কবিতা’ কোন শ্রেণির সাহিত্যকর্ম?
- কাব্যধর্মী উপন্যাস।
২৪০। ‘কালের কলস’ কোন শ্রেণির সাহিত্যকর্ম?
- কাব্যগ্রন্থ।
২৪১। ‘পদ্মাবতী’র রচয়িতা কে?
- পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল, পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান।
২৪২। ‘জমিদার দর্পণ’ নাটকের রচয়িতা কে?
- মীর মশাররফ হোসেন।
২৪৩। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
- নতুন শব্দ গঠন
২৪৪। 'বিষবৃক্ষ' কোন সমাস-
- কর্মধারয়
২৪৫। 'উন্নত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- উৎ+নত
২৪৬। সাদা মেঘে বৃষ্টি হয় না। এখানে 'মেঘে' কোন কারক?
- অপাদান কারক
২৪৭। কলুর বলদ কোন সমাসের উদাহরণ?
- অলুক তৎপুরুষ সমাস
২৪৮। বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
- বহ্নি+উৎসব
২৪৯। 'বুলবুলিতে ধান খেয়েছে' --- বাক্যের 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি?
- কর্তৃকারকে সপ্তমী
২৫০। কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
- অলুক সমাস
২৫১। আলোয় আধাঁর দূর হয়। বাক্যটিতে 'আলোয়' শব্দটি কোন কারকের উদাহরণ?
- অধিকরণ
২৫২। সাহিত্যে একমাত্র মরণোত্তর নোবেল বিজয়ী কে?
- এরিক কে. কার্লফেল্ট
২৫৩। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি —
- ইতিহাসবেত্তা
[রাইসুল ইসলাম হৃদয়]
২৫৪। এক থেকে শুরু করে ক্রমাগত —
- একাদিক্রমে।
২৫৫। যার উপস্থিত বুদ্ধি আছে—
- প্রত্যুৎপন্নমতি
২৫৬। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না—
- অজ্ঞাতকুলশীল
২৫৭। যে ক্রমাগত রােদন করছে—
- রােরুদ্যমান।
২৫৮। যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই—
- অবিসংবাদিত।
২৫৯। অন্যের মনােরঞ্জনের জন্য অসত্য ভাষণ—
- উপচার
২৬০। কাজে যার অভিজ্ঞতা আছে
- করিতকর্মা
২৬১। কুকুরের ডাক —
- বুক্কন
২৬২। কুমারীর পুত্র —
- কানীনময়
২৬৩। এ এক বিরাট "সত্য"। - এখানে 'সত্য' কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
- বিশেষ্য
২৬৪। “ অচেনা” কোন সমাস ?
- তৎপুরুষ
২৬৫। “গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে 'ষ্টেশন' কোন কারকে কোন বিভক্তি ?
- অপাদান কারকে শূন্য
২৬৬। লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?
- কবিরাজ
২৬৭। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে 'কিংবা' কি অর্থে বসেছে?
- বিয়োজক অব্যয়
২৬৮। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য --
- বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
২৬৯। সন্ধির প্রধান সুবিধা কি?
- উচ্চারণ
২৭০। কর্মভোগ এড়ানো যায় না এখানে 'কর্ম' অর্থ
- কৃতকর্ম
২৭১। তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না--
- প্রশ্নবোধক অর্থে
২৭২। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি?
- অন্তমিল থাকেনা
২৭৩। পুণ্যে মতি হোক এখানে 'পুণ্যে' কি অর্থে বসেছে?
- বিশেষ্য
২৭৪। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কি ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
২৭৫। ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়
- সাধু ভাষায়
২৭৬। সন্ধ্যায় সূর্য অস্ত যায় কোন ক্রিয়ার কাল?
- মনিত্যবৃত্ত অতীত
২৭৭। লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে 'কী' ---
-বিরক্তি বোঝায়
২৭৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয়--
- কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে
২৭৯। রবীন্দ্রনাথ ঠাকুর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন কত সালে?
- ১৮৭৩ সালে
২৮০। কারও কারও মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা “ভারতভূমি” ১৮৭৩ সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
- বঙ্গদর্শন
২৮১। মৃণালিনী দেবী রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ ১৮৮৩ সালের কত তারিখে হয় ?
- ৯ ডিসেম্বর
২৮২। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান ?
- কালিগ্রাম
২৮৩। কোন নদীবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময়, নদীবক্ষের বালুচর, কাশবন, সূর্যোদয়-সূর্যাস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়কে আলোড়িত করে এবং তা কবির কাব্যে স্থান পায় ?
- পদ্মা
২৮৪। চিত্রা, চৈতালি, কল্পনা, ক্ষণিকা কবিগুরু কোথায় বসে লেখেন?
- শিলাইদহ
২৮৫। কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজী উতসব কবিতা রচনা করেন?
- বালগঙ্গাধর তিলক
২৮৬। রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশ ও সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার বিস্তৃত কর্মসূচি তুলে ধরেন-
- স্বদেশী সমাজ প্রবন্ধে
২৮৭। শিলাইদহের বাস তুলে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যান কত সালে?
- ১৯০১ সালে
২৮৮। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের “বঙ্গদর্শনের” আয়ুষ্কাল (কতদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়) কতদিন ছিল?
- ৪ বছর
২৮৯। ১৮৮০ সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন?
- সাহিত্যচর্চার চেয় ধর্মচর্চা প্রতি বেশি ঝুঁকে পড়েন
২৯০। ১৮৫২ সালে কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায় সাহিত্যচর্চা শুরু করেন?
- সংবাদ প্রভাকর
২৯১। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় দুর্গেশনন্দিনীর কতটি সংস্করণ বের হয়?
-১৩ টি
২৯২। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি সমালোচক মহলে উচ্চ-প্রশংসিত হয়?
- কপালকুন্ডলা
২৯৩। কোন উপন্যাসটি ছিয়াত্তরে মন্বন্তরের পটভূমিকায় সন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত?
- আনন্দমঠ
২৯৪। মাইকেল মধুসূদন দত্তের বাবা পেশায় ছিলেন-
- উকিল
২৯৫। কাঙ্গাল হরিনাথ কার সাহিত্যগুরু ছিলেন?
- মীর মশাররফ হোসেন
২৯৬। কোন নাটকটি নওয়াব আব্দুল লতিফকে উতসর্গ করা হয়?
- বসন্তকুমারী নাটক
২৯৭। কোনটি রচনার কারণে মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন?
- গো-জীবন
২৯৮। নীলকরদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে রূপায়িত হয়েছে কোন গ্রন্থে ?
- উদাসীন পথিকের মনের কথা
২৯৯। কালাচঁদ কার পিতার নাম ?
- দীনবন্ধু মিত্র
৩০০। গন্ধর্ব নারায়ণ কার পিতৃদত্ত নাম ?
- দীনবন্ধু মিত্র
৩০১। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন কে?
- দীনবন্ধু মিত্র
৩০২। নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে?
- মাইকেল মধুসূদন দত্ত
৩০৩। চৈত্রের ভালবাসা কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- নির্মলেন্দু গুণ
৩০৪। লোক সাহিত্যের উপাদান কি?
- জনশ্রুতিমূলক বিষয়
৩০৫। পদ্মগোখরো গল্পের নায়িকা কে?
- জোলেখা
৩০৬। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
- নাটকের সংলাপে
৩০৭। দুটি পুরুষবাচক শব্দ আছে কোনটির?
- ননদ
৩০৮। সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- জন ক্লার্ক মার্শম্যান
৩০৯। ‘এ যে আমাদের চেনা লোক ‘’- বাক্যে ‘চেনা’ কোন পদ ?
- বিশেষণ
৩১০। ‘গোরক্ষ বিজয় ‘ কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?
- নাথ ধর্ম
৩১১। ‘জজ সাহেব ‘ কোন সমাসের উদাহরণ ?
- কর্মধারয়
৩১২। ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা —
- মদনমোহন তর্কালঙ্কার
৩১৩। ‘ এ মাটি সোনার বাড়া ‘- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন পদ ?
- বিশেষণের অতিশায়ন
৩১৪। আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
- রেখাচিত্র
৩১৫। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ কোন ছন্দে রচিত?
- মাত্রাবৃত্ত
৩১৬। ‘পালামৌ’ কোন ধরনের রচনা?
- ভ্রমণ কাহিনী
৩১৭। ‘রোহিণী’ কোন সাহিত্যকর্মের চরিত্র?
- কৃষ্ণকান্তের উইল
৩১৮। সাহিত্র পত্রিকা ‘কবিতা’ এর সম্পাদক ছিলেন?
- বুদ্ধদেব বসু
৩১৯। ‘গায়ে-হলুদ’ কোন সমাস?
- বহুব্রীহী
৩২০। ‘অপসংস্কৃতি’ শব্দটিতে ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- নিকৃষ্ট
৩২১। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয?
- কোলন
৩২২। শব্দের রূপ পরিবর্তন কিসের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্বের
৩২৩। ফাল্গুন>ফাগুন-এর উদাহরণ
- অন্তর্হতি
৩২৪। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল
- পদ্মা
৩২৫। আমি কোন লিঙ্গ?
- উভয় লিঙ্গ
৩২৬।‘অন্তর টিপুনী’ বলতে কি বোঝায়?
- গোপন ব্যথা
৩২৭। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
৩২৮। ‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি,-এটি কোন ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
৩২৯। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
- আবুল মনসুর আহমদ
৩৩০। ‘বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যে 'বুলবুলিতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় ৭মী
৩৩১।‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
- হুমায়ূন আহমেদ
৩৩২। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
- ধাতু
৩৩৩। “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩৪। “বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন?
- মোহাম্মদ মনিরুজ্জামান
৩৩৫। মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনি আছে?
- মনসা দেবী
৩৩৬। ‘ঐ চাকরীর আশা ছেড়েছি’ – কোন অর্থ প্রকাশ পায়?
- হতাশা
৩৩৭। আবুল ফজলের রেখাচিত্র কোন ধরণের রচনা?
-আত্মজীবনী
৩৩৮। ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- রূপসী বাংলা
৩৩৯। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
- দুর্গেশনন্দিনী
৩৪০। “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য” -কোন কবিতার চরণ?
- বিদ্রোহী
৩৪১। মহাকবি আলাওল কোন যুগের কবি?
- মধ্যযুগ
৩৪২। রবীন্দ্রনাথের কতো বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
- পনের বছর
৩৪৩। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
- ১৯৫৫
৩৪৪। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
- বঙ্কিমচন্দ্র
৩৪৫। ‘মর নবে তুহুঁ মম শ্যাম সমান’ কার লেখা?
- রবীন্দ্রনাথ
৩৪৬। কুলি–মজুর কবিতাটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৩৪৭। 'ধনধান্য পুষ্পভরা' জনপ্রিয় এই দেশাত্মমূলক গান নেওয়া হয়েছে কোন নাটক থেকে?
- সাজাহান
৩৪৮। হলদে পরীর দেশ কোন জাতীয় রচনা?
- ভ্রমণ কাহিনী
৩৪৯। রাইফেল রুটি আওরাত গ্রন্থটি কে রচনা করেন?
- আনোয়ার পাশা
৩৫০। রতন চতিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের?
- পোস্টমাস্টার
৩৫১। রূপজালাল নামে আত্মজীবনী লিখেছেন কে?
- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
৩৫২। মাইকেল মমধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
- মেঘনাদবধ কাব্য
৩৫৩। কাজী নজরুল ইসলামের মা কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া?
- ঝিঙেফুল
৩৫৪। কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কি?
- কাজলের ন্যায় কালো
৩৫৫। কোন জাতীয় শব্দের 'ষ' এর ব্যাবহার হয় না?
- বিদেশী
৩৫৬। সৎপাত্রে কন্যা দাও– 'সৎপাত্রে' পদটি কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে
- সম্প্রদানে সপ্তমী
৩৫৭। 'নীল যে পদ্ম=নীলপদ্ম' কোন সমাস?
- কর্মধারয় সমাস
৩৫৮। 'প্রিয় স্বাধীনতা' কবিতায় কোন নদীর উল্লেখ আছে?
- মেঘনা
৩৫৯। খ্যাতির বিড়ম্বনা নাটকটি—
- হাস্যরসাত্মক
৩৬০। সাত সাগরের মাঝি কবিতায় কবি কাকে এই মাঝি বলেছেন?
- সুদক্ষ নেতাকে
৩৬১। বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- বনবানী
৩৬২। ‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
- রাজা রামমোহন রায়
৩৬৩। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
- সাধু রীতি
৩৬৪। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-[রাইসুল ইসলাম হৃদয়]
- প্রমিত ভাষা
৩৬৫। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
- প্রমথ চৌধুরী
৩৬৬। ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন-
- মুহম্মদ শহীদুল্লাহ
৩৬৭। ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
- নীহারঞ্জন রায়
৩৬৮। ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?
- মাহবুব-উল-আলম
৩৬৯। ‘ইঁদুর’ কার বিখ্যাত ছোটগল্পের নাম?
- সোমেন চন্দ
৩৭০। ‘একাত্তরের যীশু’ গল্পটির রচয়িতা কে?
- শাহরিয়ার কবির
৩৭১। ‘ডাকহরকরা’ গল্পটির রচয়িতা কে?
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৭২। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
- ছোটগল্প
৩৭৩। ‘জিবরাঈলের ডানা’ গল্পের রচয়িতা কে?
- শাহেদ আলী
৩৭৪। ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন-
- মুহম্মদ শহীদুল্লাহ
৩৭৫। ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
- নীহারঞ্জন রায়
৩৭৬। ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
- নীরদচন্দ্র চৌধুরী
৩৭৭। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
- দীনেশচন্দ্র সেন
৩৭৮। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?
- বঙ্গভাষা ও সাহিত্য
৩৭৯। ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
- মোহাম্মদ বরকতুল্লাহ
৩৮০। কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত?
- সংস্কৃতি-কথা
৩৮১। ‘সংস্কৃতি-কথা’ গ্রন্থটির রচয়িতার নাম-
- মোতাহের হোসেন চৌধুরী
৩৮২। বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক লেখক হচ্ছেন-
- জাফর ইকবাল
৩৮৩। ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ লেখক কে?
- আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন
৩৮৪। ‘মানবজীবন’, মহৎ জীবন’, উন্নত জীবন’- প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
- মোহাম্মদ লুৎফর রহমান
৩৮৫। ‘প্রভাত-চিন্তা’, ‘নিভৃত-চিন্তা’, ‘নিশীথ-চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
- কালীপ্রসন্ন ঘোষ
৩৮৬। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?
- বদরুদ্দীন ওমর
৩৮৭। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
- পরপদ
৩৮৮। অবয়ীভাব সমাসে ‘অব্যয়’ পদের অর্থ-
- প্রধান থাকে
৩৮৯। প্রঞ্জলতা শব্দের অর্থ কি?
- সহজবোধ্যতা
৩৯০। বৃক্ষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- বনবাণী
৩৯১। কামিনী রায় রচিত আলো ও ছায়া কি?
- কাব্যগ্রন্থ
৩৯২। মঙ্গল কাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায়?
- ৬২ জন
৩৯৩। মরু-ভাস্কর অর্থ কি?
- মরভূমির সূর্য
৩৯৪। উমর ফারুক কবিতায় কাকে পরশ মানিক বলা হয়েছে?
- ইসলামকে
৩৯৫। দুরন্ত পথিক কিসের প্রতীক?
- তারুণ্যের
৩৯৬। পল্লীবর্ষা কবিতায় আসরের মধ্যমণি কে?
- গাঁয়ের বৃদ্ধ
৩৯৭। জীবনানন্দ দাশ প্রধানত —
- প্রকৃতির কবি
৩৯৮। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?
- মানসী
৩৯৯। লাজুক লতা গল্পগ্রন্থটি কার রচিত?
- মানিক বন্দ্যোপাধ্যায়
৪০০। ডা. লুৎফর রহমান রচিত প্রথম বইটি একটি?
- উপন্যাস
৪০১। মোসলেম ভারত পত্রিকাটি কে সম্পন্ন করেন?
- মোজাম্মেল হক
৪০২। টুনি চরিত্রটি কোন উপন্যাসের?
- হাজার বছর ধরে
৪০৩। নীহারিকা দেবী কার ছদ্মনাম?
- অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৪০৪। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত 'বিখ্যাত কবিতা' একটি—
- পত্রিকা
৪০৫। স্বামী কালিকানন্দ এর ছদ্মনাম কি ছিল?
- অবধূত
৪০৬। 'অভাগা যদ্যপি চায়, সাগর শুকায়ে যায়' প্রবাদটির রচিয়তা কে?
- মুকুন্দরাম
৪০৭। 'আমি বিজয় দেখেছি' গ্রন্থের প্রকৃতি কি?
- মুক্তিযুদ্ধ চালাকলীন স্মৃতিকথা
৪০৮। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না— উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪০৯। বাংলা সাহিত্যে গাজী মিয়া কে?
- মীর মশাররফ হোসেন
৪১০। বাউল গানকে কি সাহিত্য বলা হয়?
- তত্ত্ব সাহিত্য
৪১১। কবিগানের রচিয়তা ছিলেন কারা—
- নিম্ন বর্ণের হিন্দু
৪১২। চাচা কাহিনীর লেখক কে?
- সৈয়দ মুজতবা আলী
৪১৩। পঞ্চপাণ্ডব বলা হয় কাদের—
- তিরিশের কবিদের
৪১৪। খানকাহ্ কি?
- সুফীদের আস্তানা
৪১৫। 'এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি'— চরণটি কোন কবিতার অংশ?
- দুই বিঘা জমি
৪১৬। 'কত ছবি, কত গান'— এর লেখক কে?
- আলাউদ্দিন আল আজাদ
৪১৭। "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে" —এই চরণটি কার লেখা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪১৮। "এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর" —এ পঙতিটির রচিয়তা কে?
- বিদ্যাপতি
৪১৯। 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের একটি —
- রম্যরচনা গ্রন্থ
৪২০।' কার্য ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- √কৃ + য
৪২১। দিন ও রাতের সন্ধিক্ষণ— এক কথায় কি হবে?
- গোধূলি
৪২২। 'স্মৃতিসৌধ' কোন কর্মধারয় সমাস?
- মধ্যপদলোপী
৪২৩। যে কাজ এখনো চলছে তাকে কি বলে?
- ঘটমান বর্তমান
৪২৪। ' আমার বই পড়া হয়েছে ' বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে —
- আমি বই পড়েছি
৪২৫। 'চকলেট' কোন ভাষার শব্দ?
- মেক্সিকান
৪২৬। 'নজরুলজয়ন্তী' হচ্ছে—
- নজরুলের জন্ম দিবস
৪২৭। 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' — এখানে কিংবা কোন অব্যয়?
- বিয়োজক অব্যয়[রাইসুল ইসলাম হৃদয়]
৪২৮। 'সন্ধ্যায় সূর্য অস্ত যায়' — কোন বর্তমান কালের উদাহরণ?
- নিত্যবৃত্ত
৪২৯। 'গাঁয়ে ফু দিয়ে বেড়ানো' বাগধারাটির অর্থ কি?
- কোন দায়িত্ব গ্রহণ না করা
৪৩০। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে
মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে?
এই কবিতাংশটুকু কোন কবির রচনা—
- সুকুমার রায়
৪৩১। সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার —
- গিরিশ চন্দ্র
৪৩২। 'কবর' কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন?
- শাপলার হাটে
৪৩৩। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
- চার
৪৩৪। কাজী নজরুলের প্রথম রচনা কোনটি?
- বাউন্ডেলের আত্নকাহিনী
৪৩৫। সকল দেশের রানী সে যে– আমার জন্মভূমি — চরণটি কোন কবির রচনা?
- দ্বিজেন্দ্রলাল রায়
৪৩৬। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কোন ঔপন্যাসিক?
- শরৎচন্দ্র
৪৩৭। 'শূণ্যপুরাণ' এর রচিয়তা কে?
- রামাই পণ্ডিত
৪৩৮। 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কে রচনা করেন?
- হুমায়ূন আহমেদ
৪৩৯। 'ডালভাত' কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
- মিলনার্থক
৪৪০। সাম্রাজ্যের চেয়েও বড় রচনায় 'বড়' কে?
- শেকস্ পিয়র
৪৪১। পল্লী বর্ষা কবিতায় 'রঙ্গিন চিঠি' কোন পথ দিয়ে যায়?
- কেয়া বনের পথ
৪৪২। 'ফি-বছর' — সঠিক ব্যাসবাক্য কোনটি?
- বছর বছর
৪৪৩। মহত্বের শক্তি প্রবন্ধটির রচিয়তা কে?
- এয়াকুব আলী চৌধুরী
৪৪৪। 'সবুজের অভিযান' কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বলাকা
৪৪৫। 'আজ রবিবার নাটকটির রচিয়তা কে?
- হুমায়ূন আহমেদ
৪৪৬। বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
- দিগদর্শন
৪৪৭। 'এই বনে বাঘের ভয় নেই'। বাক্যে "বাঘের" শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ষষ্ঠী
৪৪৮। বেটাইম শব্দটির গঠন—
- ফারসি+ইংরেজি
৪৪৯। ঊনপঞ্চাশের মনন্ত্বর — পটভূমির নাটক কোনটি?
- নেমেসিস
৪৫০। কবি ও বৈজ্ঞানিকদের মধ্যে মিল কোন দিক থেকে? উভয়েই—
- সাধক
৪৫১। কবি ফররুখ আহমদ 'বৃষ্টি' কবিতায় তুলে ধরেছেন—
- গ্রীষ্ণকালীন প্রকৃতির রূপ
৪৫২। 'রসগোল্লা' রম্যরচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- ধূপছায়া
৪৫৩। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা কোনটি?
- মাগো ওরা বলে
৪৫৪। 'ওরে নবীন, ওরে আমার কাঁচা'— চরণটির রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪৫৫। ফুলকুমারী শব্দটি কোন সমাস?
- উপমিত কর্মধারয়
৪৫৬। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে। এই বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?
- বিশেষ্য
৪৫৭। 'স্কুল>ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার নাম কি?
- আদি স্বরাগম
৪৫৮। 'ড় ও ঢ়' ধ্বনি দুটিকে কি বলে?
- তাড়নজাত ধ্বনি
৪৫৯। ঘনশ্যাম কোন সমাস?
- উপমান কর্মধারয়
৪৬০। নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান?
- আষাঢ়
৪৬১। বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে—
- পদ
৪৬২। শব্দ ও ধাতুকে বলে?
- প্রকৃতি
৪৬৩। অপব্যয় এর 'অপ' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
- অপকর্ম
৪৬৪। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
- বিষমীভবন
৪৬৫। ইসক্রা কাব্যগ্রন্থটি কার রচিত?
- নির্মলেন্দু গুণ
৪৬৬। 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' চরণটির রচিয়তা কে?
- চন্ডীদাস
৪৬৭। নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- ধানখেত
৪৬৮। মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতো পাল উড়িয়ে কী ভাসে। এ লাইন দুটির রচিয়তা কে?
- আল মাহমুদ
৪৬৯। তিতাস একটি নদীর নাম কি জাতীয় গ্রন্থ?
- উপন্যাস
৪৭০। সারেং বউ কোন জাতীয় রচনা?
- উপন্যাস
৪৭১। বড়াই ও রাধা চরিত্রদ্বয় এর স্রষ্টা কে?
- চণ্ডীদাস
৪৭২। বাংলার মিল্টন বলা হয় কোন লেখককে?
- হেমচন্দ্রকে
৪৭৩। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম?
- মোহিতলাল মজুমদার
৪৭৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
- ১৯০১ সালে
৪৭৫। 'নৌকা ঘাটে বাঁধা' এখানে 'ঘাটে' কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭ মী
৪৭৬। বৃহৎ + পতি =বৃহস্পতি কোন সন্ধির উদাহরণ?
- নিপাতনে সিদ্ধ
৪৭৭। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
- যৌগিক স্বর
৪৭৮। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
- কার
৪৭৯। বিচরণ শব্দে 'বি' উৎসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- গতি
৪৮০। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয়–
- কোলন
৪৮১। 'গা সহা' কোন সমাস?
- উপপদ তৎপুরুষ
৪৮২। ঝন্ ঝন্ করে কাচের গ্লাসটি ভেঙ্গে গেল। এখানে ঝন্ ঝন্ –
- ধ্বন্যাত্মক অব্যয়
৪৮৩। ভাষার কোন রীতিতে 'সর্বনাম ও ক্রিয়া' পদ বিস্তারিত?
- সাধু
৪৮৪। উ এবং ঊ কোন স্থান থেকে উচ্চারিত হয়?
- ওষ্ঠ
৪৮৫। নির্মাল্য কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- কামিনী রায়
৪৮৬। 'চর্যাপদের' মূল বিষয়বস্তু কি?
- বৌদ্ধধর্মের সাধন-ভজন
৪৮৭। বোবা কাহিনী উপন্যাসের রচিয়তা কে?
- জসীমউদ্দীন
৪৮৮। ধূসর পান্ডুলিপি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- জীবনানন্দ দাস
৪৮৯। ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
- কৃপার শাস্ত্রের অর্থভেদ
৪৯০। জয়যাত্রা কবিতায় আত্মার বন্ধন বলতে কি বুঝিয়েছেন?
- বিশ্বমানবতার একাত্নতা
৪৯১। 'খেয়া' রবি ঠাকুরের একটি–
- কাব্যগ্রন্থ
৪৯২। কপালকুণ্ডলা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
- নবকুমার
৪৯৩। সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র উপন্যাস কোনটি?
- জন্ম-দুঃখী
৪৯৪। ভাঙ্গা কুলা গল্পের বড় মিঞা চরিত্রটি–
- ভালানটিয়ার সরদার
৪৯৫। বনফুল কার ছদ্মনাম?
- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৯৬। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য একটি–
- কাহিনীকাব্য
৪৯৭। সিন্ধু হিন্দোল কাব্যের বিখ্যাত কবিতা কোনটি?
- দারিদ্র
৪৯৮। বেহুলা গীতাভিনয় নাটকটি কে রচনা করেন?
- মীর মশাররফ হোসেন
৪৯৯। কমেডি অব এররস থেকে অনুদিত গ্রন্থ হল–
- ভ্রান্তিবিলাস
৫০০। যোগাযোগ উপন্যাসের নায়িকা চরিত্র কে?
- কুমুদিনি
৫০১। পৃথিবীতে কে কাহার? – এই উক্তিটি কোন ছোট গল্পের?[রাইসুল ইসলাম হৃদয়]
- পোস্ট মাস্টার
৫০২। রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক?
- স্বদেশপ্রীতি
৫০৩। মানব-মুকুট গ্রন্থটি কার রচিত?
- এয়াকুব আলী চৌধুরী
৫০৪। হয়রত মুহাম্মাদ (সঃ) এর জীবনী গ্রন্থ–
- মরু ভাস্কর
৫০৫। ব্যাকরণ শব্দটি হলো?
- তৎসম
৫০৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি?
- ব্যাকরণ কৌমুদী
৫০৭। অলি-গলি " শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলে হয়?
- দ্বিরুক্ত অনুচর শব্দ
৫০৮। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- বাক্যতত্ত্ব
৫০৯। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়?
- পর্তুগিজ
৫১০। ভাষার মৌলিক উপাদান কোনটি?
- ধ্বনি
৫১১। রাজ রামমোহন রায় প্রাণীত ব্যাকরণের নাম কি?
- গৌড়ীয় ব্যাকরণ
৫১৩। কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না?
- মনস্তত্ত্ব
৫১৪। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন?
- মানুয়েল ডি আসসুম্পসাম
৫১৫। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ " কে রচনা করেন?
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৫১৬। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থটির রচিয়তা কে?
- আখতারুজ্জামান ইলিয়াস
৫১৭। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
- মনসামঙ্গল
৫১৮। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৫১৯। মানচিত্র নাটকটির রচিয়তা কে?
- আনিস চৌধুরী
৫২০। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটি কে রচনা করেন?
- সেলিম আল দীন
৫২১। সুবচন নির্বাসনে নাটকটি কে রচনা করেছেন?
- আবদুল্লাহ আল মামুন
৫২২। রতন নামের নায়িকা চরিত্রটি কোন ছোট গল্পের?
- পোস্ট মাস্টার
৫২৩। রাজলক্ষী চরিত্রের স্রষ্টা কে?
- শরৎচন্দ্র
৫২৪। মুস্তফা চরিত গ্রন্থের রচিয়তা কে?
- মাওলানা আকরাম খাঁ
৫২৫। ধর্মবিষয়ক আখ্যান গ্রন্থ–
- মঙ্গলকাব্য

৫২৬।"এ এক বিরাট সত্য" এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
- বিশেষ্য
৫২৭।“গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি ?
-অপাদান কারকে শূন্য
৫২৮। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?
- চন্দ্রাবতী
৫২৯।‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
- অধিকরণে ২য়া
৫৩০।পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?
- স্নেহাসম্পদ
৫৩১। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ–
- বীরবলের হালখাতা
৫৩২।দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে-
- হিন্দি
৫৩৩। ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে–
- হীরক জয়ন্তী
৫৩৪। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
- সাধু ভাষায়
৫৩৫। ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?
- করণ কারক
Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    1849 Views
    by romen
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    939 Views
    by mousumi
    0 Replies 
    16127 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]