Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2041
বাংলা / ইংরেজি রচনা

১. মুক্তিযুদ্ধ বিষয়ক

১.১ সাধারণ আলোচনা বিষয়ক কোন রচনা যদি আসে তাহলে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে লিখিত প্রস্তুতি দিয়ে সুন্দর করে তথ্যভিত্তিক লেখার সক্ষমতা থাকবে সবারই। এর জন্য বাড়তি প্রস্তুতির কোন প্রয়োজন নেই। ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনার টাইটেল – তাহলে কীভাবে রচনা লিখবেন এমন ১০/১২ টি টাইটেল নিজে নিজে ঠিক করে নেন। *

১.২ মুক্তিযুদ্ধের চেতনা – ৪০ তমে আসবে। এই রচনার ফাইল আগে দেওয়া ছিল আবার দিয়েছি। পড়ে নেন। মোট শব্দ সংখ্যা ২০০০ এর মত। যখন লেখবেন কমে ১০০০ এ নেমে আসবে। চেষ্টা করবেন এই রচনা বাসায় ২/৩ বার লিখতে ৬০/৭০ মিনিট সময় ধরে। *****

১.৩ মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর – আসতে পারে। *

*** এই ৩ টি বিষয় থেকে ১ টি রচনা আসবেই – বাংলা রচনার ক্ষেত্রে। ইংরেজিতে আসলে হয়ত আসবে মুক্তিযুদ্ধের চেতনা।

২. বাংলাদেশের চলমান সমস্যা নিয়ে ১/২ টি রচনা আসবে।

২.১ রোহিঙ্গা সমস্যা – ৩৮ তমে আসছে তাই বলে ৪০ এ আসবে না এমন কিছু নাই। এই টপিকে ৪০ তমে কম হলেও মোট ৫০ নম্বর প্রশ্ন হবে। তাই ভাল করে লিখে লিখে প্রস্তুতি নেন। আন্তর্জাতিক বিষয়ে যে নোট তাই ভাল করে পড়েন। আর ৬০/৭০ মিনিটে কেমন লিখতে পারেন সেভাবে রচনার জন্য প্রস্তুতি নেন। *****

২.২ খাদ্যে ভেজাল *

২.৩ ডেঙ্গু ***

২.৪ সড়ক দুর্ঘটনা *

২.৫ দুর্নীতি ও সুশাসন (বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযান বিষয়ক) ***

২.৫ যুব সমাজের অবক্ষয় (কাসিনো + আব্রার ও অন্যান্য হত্যা) *

৩. পরিবেশ বিষয়ক

১. সাধারণভাবে পরিবেশ দূষণ বিষয়ক কিছু

২. জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব – ৪০ তমে আসতে পারে। *****

৩. ডেলটা প্ল্যান – ২১০০ **

৪. নারীর ক্ষমতায়ন - প্রতিবছর একটি থাকে।

৫. ভবিষ্যৎ প্রসপ্যাক্ট

৫.১ সুনীল অর্থনীতি *** (Blue Economy)

৫.২ ভিশন ২১

৫.৩ সমৃদ্ধির পথে বাংলাদেশ ***

৬. বিবিধ – অনেক কিছুই আসতে পারে যেমন বাংলাদেশের গার্মেন্টস শিল্প, পর্যটন, আইসিটি ও অন্যান্য। তাই এই বিষয়ে নিজের উপর আস্থা রাখতে হবে যেন কমন না পড়লেও বাংলাদেশ ও আন্তর্জাতিকের নলেজ দিয়ে যেকোনো টপিক ৭/৯ পেজ লিখে ৪০-৫০% মার্ক্স পাওয়া যায়। বাস্তবিক অর্থে এটি নির্ভর করে আপনার উপর। আপনার লেখার শৈলী ভাল হলে কমন না পড়লেও ৬০% + পাবেন আবার যাদের লেখার শৈলী ভাল না তারা কমন পড়লেও ৫০% পাবেন না। তাই কত পাবো কত পেজ লিখব এসব চিন্তা না করে উপরের বিষয়ে লিখে লিখে প্র্যাকটিস করেন। এতে সবার নিজ নিজ অবস্থান থেকে ভাল অবস্থা তৈরি হবে যা সবার দরকার।

*** আপনার কাছে যদি মনে হয় কোন ইম্পরট্যান্ট টপিক মিস করেছি কমেন্ট করুন। সম্ভাব্য আসার মত মনে হলে অ্যাড করে নিব।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1780 Views
    by sakib
    0 Replies 
    1271 Views
    by afsara
    0 Replies 
    1245 Views
    by sajib
    0 Replies 
    1043 Views
    by sajib
    0 Replies 
    1596 Views
    by sajib

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]