Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1913
১। প্রতিদিন কচুরিপানা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। ৩০ দিনে পুকুরটি কচুরিপানায় ভর্তি হলে কত দিনে শেষ অর্ধাংশ ভর্তি হয়েছে?
- ১ দিনে
২। দুটি সংখ্যার অন্তর ১২, বড়টির সাথে ১ যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কি?
- ২৫,১৩
৩। চা পাতার মূল্য ২৫% কমলে পূর্বে যে চায়ের পাতার মূল্য প্রতি কেজি ৭২ টাকা ছিল, বর্তমানে সে চা পাতার মূল্য প্রতি কেজি কত?
- ৫৪ টাকা
৪। ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৫:৬, এতে শতকরা কত লাভ হবে?
- ২০%
৫। কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ১৪১
৬। ২+৪+৮+১৬+.......... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি ২৫৪ হলে, n এর মান কত?
- ৭
৭। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৮৪০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ৪০ মিটার হলে প্রস্থ কত?
- ২১ মিটার
৮। ১ টন কত কেজির সমান?
- ১০০০ কেজি
৯। বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা–
- অপেক্ষা বড় হবে
১০। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
- ২৪ একক
১১। 'নৌকা ঘাটে বাঁধা' এখানে 'ঘাটে' কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭ মী
১২। বৃহৎ + পতি =বৃহস্পতি কোন সন্ধির উদাহরণ?
- নিপাতনে সিদ্ধ
১৩। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
- যৌগিক স্বর
১৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
- কার
১৫। বিচরণ শব্দে 'বি' উৎসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- গতি
১৬। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয়–
- কোলন
১৭। 'গা সহা' কোন সমাস?
- উপপদ তৎপুরুষ
১৮। ঝন্ ঝন্ করে কাচের গ্লাসটি ভেঙ্গে গেল। এখানে ঝন্ ঝন্ –
- ধ্বন্যাত্মক অব্যয়
১৯। ভাষার কোন রীতিতে 'সর্বনাম ও ক্রিয়া' পদ বিস্তারিত?
- সাধু
২০। উ এবং ঊ কোন স্থান থেকে উচ্চারিত হয়?
- ওষ্ঠ
২১। নির্মাল্য কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- কামিনী রায়
২২। 'চর্যাপদের' মূল বিষয়বস্তু কি?
- বৌদ্ধধর্মের সাধন-ভজন
২৩। বোবা কাহিনী উপন্যাসের রচিয়তা কে?
- জসীমউদ্দীন
২৪। ধূসর পান্ডুলিপি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- জীবনানন্দ দাস
২৫। ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি?
- কৃপার শাস্ত্রের অর্থভেদ
২৬। জয়যাত্রা কবিতায় আত্মার বন্ধন বলতে কি বুঝিয়েছেন?
- বিশ্বমানবতার একাত্নতা
২৭। 'খেয়া' রবি ঠাকুরের একটি–
- কাব্যগ্রন্থ
২৮। কপালকুণ্ডলা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
- নবকুমার
২৯। সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র উপন্যাস কোনটি?
- জন্ম-দুঃখী
৩০। ভাঙ্গা কুলা গল্পের বড় মিঞা চরিত্রটি–
- ভালানটিয়ার সরদার
৩১। বিশ্ব সভ্যতার কবে যাত্রা শুরু হয়?
- খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ থেকে
৩২। পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় কোন সভ্যতা কে?
- মিশরীয় সভ্যতাকে
৩৩। হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় কোন যুগে?
- সেনোজোয়িক যুগে
৩৪। মিশরে কোন সভ্যতার সূচনা ঘঠে?
- নগর সভ্যতা
৩৫। প্রথম পর্যায়ে মিশরীয় লিপি কি ছিল?
- চিত্র ভিত্তিক
৩৬। পাটিগণিতের গুন পদ্ধতি কারা আবিষ্কার করে?
- মেসোপটেমীয়রা
৩৭। সুমেরীয় সভ্যতার ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি কি ছিল?
- পাতেজী
৩৮। ব্যবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন?
- হাম্মুরাবি
৩৯। ব্যবিলনীয় শূন্যেদান কে তৈরী করেন?
- নেবুচাদ নেজার
৪০। ব্যবিলনীদের প্রধান দেবতার নাম কি?
- মারডক
41. Rice and curry ___ my favorite food.
- is
42. You, he and I ____ friends.
- are
43. The color ___ his books is red.
- of
44. Every man _____ to succeed.
- wants
45. Every mother loves her child, _____
- don’t they?
46. Let her solve the matter, ______
- will you?
47. The Antonym for ”ENORMOUS” is–
- Tiny
48. The phrase “Get the axe” means–
- lose the job
49. Do you know _________ her name is?
- what
50. Fill in the blank with appropriate use of tense––
I couldn’t mend the computer myself, so I _________ at a shop.
- had it mended

🎯ভুল থাকলে কমেন্টে জানাবেন।

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]