Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1778
১। উপজাতীয়দের জীবনচিত্র নিয়ে রচিত গ্রন্থ কোনটি?
ক.সৌমিত্রা
খ.ছাতা
গ.কর্ণফুলী
ঘ.বিলাসী

২। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক.আলাওল
খ.ফকির গরীবুল্লাহ
গ.শ্রীরাম বসু
ঘ.আর্যদেব সাহা

৩। বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে কখন?
ক.১৭৬০
খ.১৭৫৭
গ.১৮০১
ঘ.১৭৮০

৪। বাংলা সাহিত্যে "অবক্ষয়ের যুগ" কোনটি?
ক.অন্ধকার যুগ
খ.বিহারী যুগ
গ.প্রাক চৈতন্য যুগ
ঘ.ভারতচন্দ্রের মৃত্যুর পরবর্তী যুগ

৫। কৃষ্ণের স্বর্গীয় নাম কি?
ক.হরি
খ.বিষ্ণু
গ.অবতার
ঘ.রামচন্দ্র

৬। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকার্ত নজরুল কোন কবিতাটি লিখেছিলেন?
ক.বিদায় বেলা
খরবি হারা
গ.পাতা ঝরা
ঘ.স্মৃতি মর্ম

৭। সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
ক.ঈশ্বর চন্দ্র গুপ্ত
খ.প্রমথ চৌধুরী
গ.হুমায়ুন আজাদ
ঘ.সিকান্দার আবু জাফর

৮। হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি?
ক.বৃত্রসংহার
খ.মহাশ্মশান
গ.বৈকুণ্ঠ
ঘ.অনীশ কাব্য

৯। মৌমাছি কোন সাহিত্যিকের শ্রদ্ধ নাম?
ক.প্রমথ চৌধুরী
খ.সমরেশ মজুমদার
গ.বিমল ঘোষ
ঘ.সমরেশ বসু

১০। বায়স শব্দের অর্থ কি?
ক.ফিঙে
খ.কোকিল
গ.কাক
ঘ.ময়ূর

১১। সনেটের এর রচিয়তা কে?
ক.পেত্রাক
খ.মাইকেল মধুসূদন দত্ত
গ.রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ.শরৎচন্দ্র

১২। জোঁক গল্পটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
ক.মহাপতঙ্গ
খ.হারেম
গ.শীত লতা
ঘ.কুমারী

১৩। বিভাবরী শব্দের অর্থ কি?
ক.আঁধার
খ.বিভেক
গ.রাত
ঘ.সম্ভাষণ

১৪। পূর্বাশার আলো কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক.সারা দুপুর
খ.দেনাপাওনা
গ.আশায় আলো
ঘ.গৃহদাহ

১৫। নিচের কোনটি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ?
ক.কাজল কালো
খ.রক্তক্ষয়ী
গ.উপঢৌকন
ঘ.মাটির কান্না

১৬। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম ----
ক.বেঙ্গল গেজেট
খ.উত্তরাধিকার
গ.দর্পণ
ঘ.সংবাদ

১৭। সম্বাদ কৌমুদী পত্রিকাটি-----
ক.মাসিক
খ.সাপ্তাহিক
গ.পাক্ষিক
ঘ.ত্রৈমাসিক

১৮। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ---- এই উক্তিটি কার?
ক.মোহাম্মদ আবদুল হাই
খ.ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
গ.প্রমথ চৌধুরী
ঘ.গোলাম মোস্তফা

১৯। খুকী চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোটগল্পের?
ক.কাবুলীওয়ালা
খ.ছুটি
গ.কঙ্কাল
ঘ.গুপ্তধন

২০। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক?
ক.ডাকঘর
খ.কৃষ্ণকুমারী
গ.শকুন্তলা
ঘ.চোখের বালি

২১। The synonym of 'Charitable'—
ক.tender
খ.modern
গ.generous
ঘ.ocean

২২। The antonym of 'Diligent'—
ক.indolent
খ.conflict
গ.duality
ঘ.rightly

২৩।The word 'intolerable' is —
ক.noun
খ.adjective
গ.adverb
ঘ.conjunction

২৪। Which one is correct?
ক.Convence
খ.Conveyance
গ.Convance
ঘ.Conviyance

২৫। It ________ when I reached home.
ক.is raining
খ.is rain
গ.will rain
ঘ.was raining

২৬। What is the sound made by a goat?
ক.Cooing
খ.Hooting
গ.Squeaking
ঘ.Bleating

২৭। 'In no time' means—
ক.early
খ.urgent
গ.soon
ঘ.easily

২৮। What is the time _____ your watch?
ক.on
খ.by
গ.to
ঘ.of

২৯। Do not cry down your enemy এর সঠিক বাংলা অনুবাদ কি?
ক.শত্রুকে কাঁদাও
খ.শত্রুকে আঘাত কর
গ.শুত্রুকে পালাতে দিওনা
ঘ.শত্রুকে খাটো করে দেখোনা

৩০। Lion's Share means—
ক.respect person
খ.major portion
গ.safety of life
ঘ.danger

৩১। Find the correct spelt word.
ক.Adverisity
খ.Advercety
গ.Adversity
ঘ.Advercity

৩২। কোনটি superlative degree-এর অন্তর্ভুক্ত
ক.better
খ.further
গ.less
ঘ.worst

৩৩। You ---- go to that room, it's forbidden!
ক.don't have to
খ.mustn't
গ.shouldn't
ঘ.don't know

৩৪। "Had I been" at the scene of the accident, I could have administered first aid to the victims.
ক.had been I
খ.If I were
গ.If I was
ঘ.I should been

৩৫। It we had a boat, we ---- the river.
ক.would cross
খ.will cross
গ.will be crossing
ঘ.would make crossed

৩৬। I was advised to turn ---- the money which I had found hidden behind the bushes.
ক.in
খ.aside
গ.away
ঘ.out

৩৭। As soon as he becomes rich he cast ---- his old friends.
ক.beside
খ.aside
গ.down
ঘ.off

৩৮। Find the antonym of the capital letter : ASSERT
ক.affirm
খ.declare
গ.insist
ঘ.deny

৩৯। The claim was found to be 'fraudulent'.
ক.circumstantial
খ.ceremonial
গ.supportive
ঘ.genuine

৪০। The antonym of 'Limpid' is--
ক.watery
খ.bright
গ.rapid
ঘ.muddy

৪১। প্রচলিত পদ্ধতিতে কত সপ্তাহে ১ বছর হয়?
ক.৫০ সপ্তাহ
খ.৫২ সপ্তাহ
গ.৫৫ সপ্তাহ
ঘ.৫৭ সপ্তাহ

৪২। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫৯ টাকা হবে?
ক.৭ বছর
খ.৯ বছর
গ.১০ বছর
ঘ.১২ বছর

৪৩। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৫৭৬০ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৯৬ মিটার হলে প্রস্থ কত?
ক.৬০ মিটার
খ.৮০ মিটার
গ.১০০ মিটার
ঘ.১২০ মিটার

৪৪। পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত?
ক.৪০
খ.৩০
গ.২০
ঘ.১৫

৪৫। একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে । খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
ক.১০ মিটার
খ.১৬ মিটার
গ.২০ মিটার
ঘ.২৬ মিটার

৪৬। x/3+ 4/x+1=2 হলে x এর মান?
ক.-1
খ.1
গ.- 3
ঘ.3

৪৭। ১,২৭,১২৫,… ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
ক.২১৬
খ.২২০
গ.২৩০
ঘ.৩০০

৪৮। প্রত্যেকটি অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংক গুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায়।
ক.১০০
খ.১০৫
গ.১১০
ঘ.১২০

৪৯। একটি সংখ্যা ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত?
ক.৭৫
খ.৮০
গ.৯০
ঘ.৯৫

৫০।চিনির দাম ২০% কমল , কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বা কমলো? ক.৫% বাড়বে
খ.৪% কমবে
গ.৫% কমবে
ঘ.৪% বাড়বে

৫১। 35x² - x - 12 এর উৎপাদক কোনটি?
ক.(7x + 4) (5x - 3)
খ.(7x - 4) (5x - 3)
গ.(7x + 4) (5x + 3)
ঘ.(7x - 4) (5x + 3)

৫২।7p² - p - 8 এর উৎপাদক হবে--
ক.(7p + 8)(p - 1)
খ.(7p - 8)(p - 1)
গ.(7p + 8)(p + 1)
ঘ.(7p - 8)(p + 1)

৫৩। √2x + 2x² এর উৎপাদক কোনটি?
ক.√2 (1 - √2x)
খ.√2x (1 - √2x)
গ.√2x (1 + √2x)
ঘ.√2 (1 + √2x)

৫৪। 3x² + 9, x⁴ - 9 এবং x⁴ + 6x² + 9 এর ল.সা.গু নির্নয় করুনঃ
ক.(x² + 3)²
খ.(x + 3)²
গ.x + 9
ঘ.কোনটিই নয়

৫৫। a⁴ - ab³, a³b + b⁴ এর গ.সা.গু. কত?
ক.a - b
খ.a + 1
গ.1
ঘ.a - 1

৫৬। ১৮৫° কোণকে কি কোণ বলে?
ক.প্রবৃদ্ধ কোণ
খ.পূরক কোণ
গ.স্থূল কোণ
ঘ.সূক্ষ্ণকোণ

৫৭। বেলা তিনটায় একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
ক. π°
খ. π°/৮
গ. π°/৩
ঘ. π°/২

৫৮। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?
ক. ৫৫°
খ. ৪৫°
গ. ৪০°
ঘ. ৬০°

৫৯। একটি মিনারের পাদদেশ থেকে ৩০ মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে মিনারের চূড়ার উন্নীত কোণ ৬০° হলে মিনারটির উচ্চতা কত?
ক.৪৯.৯৬২ মিটার
খ.৪৮.৯৬২ মিটার
গ.৫০.৯৬২ মিটার
ঘ.৫১.৯৬২ মিটার

৬০। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. ১৬ বর্গমিটার
খ. ১৫ বর্গমিটার
গ. ১৭ বর্গমিটার
ঘ. ১৪ বর্গমিটার

৬১। বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি
ক.৫টি
খ.৮টি
গ.৭টি
ঘ.৯টি

৬২। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ
ক.৭ মার্চ ১৯২০
খ.১৭ মার্চ ১৯২০
গ.২০ মার্চ ১৯২০
ঘ.২৭ মার্চ ২৯২০

৬৩। ইদলিব কোন দেশের শহর
ক.মিশর
খ.ইরাক
গ.সিরিয়ার
ঘ.দামেস্ক

৬৪। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত
ক.৫ নম্বর
খ.৮ নম্বর
গ.৯ নম্বর
ঘ.১০ নম্বর

৬৫। MENA কোন দেশের সংবাদ সংস্থা
ক.আফগানিস্তান
খ.মিশর
গ.বাগদাদ
ঘ.ইরান

৬৬। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ করা হয়
ক.অগ্নিরথ
খ.আকাশপট
গ.আকাশবীণার
ঘ.ময়ূরপঙ্খি

৬৭। ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নেবে-
ক.৯টি
খ.৮টি
গ.১২টি
ঘ.১০টি

৬৮। বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়?
ক.০৪ সেপ্টেম্বর
খ.০৪ মার্চ
গ.০৮ জুন
ঘ. ২৬ জুলাই

৬৯। MIGA কখন প্রতিষ্ঠিত হয়?
ক.১৯৮০
খ.১৯৮৮
গ.১৯৯০
ঘ.১৯৯৬

৭০। চীনের ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা
ক.আলি খান
খ.জ্যাক মা
গ.জ্যাকি চ্যান
ঘ.সিংজেন

৭১। দেশের সর্ববৃহৎ চুনাপাথর খনির সন্ধান পাওয়া যায় কোথায়?
ক.কয়রা, খুলনা
খ.বদলগাছি, নওগাঁ
গ.দশমিনা, পটুয়াখালী
ঘ.নলছীটি, ঝালকাঠি

৭২। বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 4 এ যুক্ত হয় কবে?
ক.২১ জুন ২০০৬
খ.২১ মে ২০০৬
গ.১০ মে ২০০৬
ঘ.১৫ জুন ২০০৬

৭৩। পৃথিবীর প্রথম দেশ হিসেবে নিজস্ব তহবিলে “ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড” গঠন করেছে কোন দেশ?
ক.ভারত
খ.বাংলাদেশ
গ.পাকিস্তান
ঘ.নেপাল

৭৪। ২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় –
ক.৬ জুলাই ২০১৮
খ.১০ জুন ২০১৮
গ.১২ অগাস্ট ২০১৮
ঘ.২০ অক্টোবর ২০১৮

৭৫। বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধণী জাতাীয় সংসদে পাস –
ক.১ জুলাই ২০১৮
খ.৫ জুলাই ২০১৮
গ.৮ জুলাই ২০১৮
ঘ.১০ জুলাই ২০১৮

৭৬। DMP ‘ র বর্তমান থানার সংখ্যা –
ক.৬০ টি
খ.৫৫ টি
গ.৬৮ টি
ঘ.৫০ টি

৭৭। বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -
ক.২৩১ জন
খ.২২০ জন
গ.২১৫ জন
ঘ.১৭৮ জন

৭৮। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ কততম আসর?
ক.২১ তম
খ.২২ তম
গ.২৩ তম
ঘ.২৪ তম

৭৯। হলি আর্টিজানে নিহিত পুলিশ সদস্যদের স্মরনে গুলশান পুরনো মডেল থানার সামনে নির্মিত ভাস্কর্যের নাম –
ক.দৃপ্ত শপথ
খ.জয় বাংলা
গ.স্মৃতি স্মারক
ঘ.পুলিশ পদ্ম

৮০। জাতিসংঘের অভিবাসন চুক্তি হয় –
ক.১০ মে ২০১৮
খ.২০ জুন ২০১৮
গ.১৩ জুলাই ২০১৮
ঘ.২০ অগাস্ট ২০১৮

উত্তরমালাঃ-

১। গ ২। খ ৩। ক ৪। ঘ ৫। খ ৬। খ ৭। ঘ ৮। ক ৯। গ ১০। গ ১১। ক ১২। ক ১৩। গ ১৪। ক ১৫। ঘ ১৬। খ ১৭। খ ১৮। গ ১৯। ক ২০। ক ২১। গ ২২। ক ২৩। খ ২৪। খ ২৫। ঘ ২৬। ঘ ২৭। গ ২৮। খ ২৯। ঘ ৩০। খ ৩১। গ ৩২। ঘ ৩৩। খ ৩৪। ক ৩৫। ক ৩৬। ৩৭। ঘ ৩৮। ঘ ৩৯। ঘ ৪০। ঘ ৪১। খ ৪২। গ ৪৩। ক ৪৪। ঘ ৪৫। খ ৪৬। গ ৪৭। ক ৪৮। ঘ ৪৯। ক ৫০। খ ৫১। ক ৫২। ঘ ৫৩। গ ৫৪। ঘ ৫৫। ঘ ৫৬। ক ৫৭। ঘ ৫৮। গ ৫৯। ঘ ৬০। খ ৬১। গ ৬২। খ ৬৩। গ ৬৪। গ ৬৫। খ ৬৬। গ ৬৭। ঘ ৬৮। ক ৬৯। খ ৭০। খ ৭১। খ ৭২। খ ৭৩। খ ৭৪। ক ৭৫। গ ৭৬। ঘ ৭৭। ক ৭৮। খ ৭৯। ক ৮০। গ
Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    393 Views
    by sajib
    0 Replies 
    827 Views
    by rajib
    0 Replies 
    229 Views
    by kajol
    0 Replies 
    199 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]