Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1771
১। জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করার গেটওয়ের নাম- পরিচয় (Porichoy)
২। স্মার্টকার্ডের (NID) মেয়াদ- ১০ বছর
৩। স্মার্টকার্ডের কত ধরনের সেবা পাওয়া যাবে? - ২২ ধরনের
৪। স্মার্টযন্ত্রের জন্যে অপারেটিং সিস্টেম 'হারমোনি অপারেটিং সিস্টেম ' বাজারে আনলো- হুয়াওয়ে
৫। ক্রিকেটে বাংলাদেশের বর্তমান কোচ- রাসেল ডমিঙ্গো ( দক্ষিণ আফ্রিকা)
৬। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম বৃহৎ অর্থনীতির দেশ- বাংলাদেশ
৭। এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ- চীন
৮। পদ্মাসেতু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে- দক্ষিণ কোরিয়া
৯। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে-
১০। মেট্রোরেল নির্মাণ করছে- তেকেন কর্পোরেশন
১১। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ -
১২। ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ - জনপ্রশাসন খাতে
১৩। বিরতিহীন আন্তঃনগর ট্রেন সার্ভিস ৫টির মধ্যে সর্বশেষ সংযোজন - বেনাপোল এক্সপ্রেস
১৪। সোয়াজিল্যান্ড এর বর্তমান নাম - কিংডম অব ইসওয়াতিনি
১৫। মেসিডোনিয়ার বর্তমান নাম- উত্তর মেসিডোনিয়া
১৬। বিশ্বের ২য় দেশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহার করে - ফিলিপাইন
১৭। যে অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্র ১৮০৩সালে ফ্রান্সের নিকট হতে ক্রয় করে- লুইজিয়ানা
১৮। ফেইসবুক প্ল্যাটফর্মে বাংলাদেশের ২য় ভাষা হিসেবে কোন ভাষা যুক্ত হয়?- চাকমা
১৯। বিদেশের মাটিতে হকিতে বাংলাদেশের মেয়েরা প্রথম বারের মতো কোন দেশের সাথে জয়লাভ করে? - শ্রীলঙ্কা
২০। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ মোট কয়টি ম্যাচ খেলবে?- ১৪টি
২১। বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে - বিশ্বব্যাঙ্ক
২২। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত? - ১৯০৯ মার্কিন ডলার
২৩। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা - বিশ্বব্যাঙ্ক
২৪। বিশ্বের প্রথম নির্বাচিত কৃষাঙ্গ প্রেসিডেন্ট - নেলসন ম্যান্ডেলা
২৫। অসলো চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? - ওয়াশিংটন ডিসিতে
২৬। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়- ১৩ এপ্রিল, ১৯১৯ (শর্তবর্ষ পূর্তি)
২৭। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাইটহুড উপাধি ত্যাগ করেন- ১৯১৯সালে ( জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে)
২৮। আফগানিস্তান স্বাধীনতা লাভ করে - ১৯১৯সালে (শর্তবর্ষ পূর্তি)
২৯। বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান 'ডি-ডে' সংঘটিত হয়- ৬ জুন, ১৯৪৪
৩০। এবছর চন্দ্র অভিযান ও ইন্টারনেট চালুর ৫০ বছর পূর্তি পালন হয়- সুবর্ণ জয়ন্তী
৩১। অ্যাপোলো ১১ চাঁদে অবতরণ করে - ২০ জুলাই, ১৯৬৯
৩২। আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় - ৩ জানুয়ারি, ১৯৬৮
৩৩। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি - ৩৫ জন
৩৪। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় - ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
৩৫। শেখ মুজিবুর রহমানকে ' বঙ্গবন্ধু ' উপাধিতে ভূষিত করা হয় - ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
৩৬। বঙ্গবন্ধু 'বাংলাদেশ ' নামকরণ করেন - ৫ ডিসেম্বর, ১৯৬৯
৩৭। বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান - আমাজন ডট কম
৩৮। আমাজানের সদরদপ্তর- সিয়াটেল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
৩৯। পূর্তিসমূহঃ
রজত- ২৫ বছর পূর্তি
সুবর্ণ - ৫০ বছর পূর্তি
হীরক- ৬০ বছর পূর্তি
প্লাটিনাম - ৭৫ বছর পূর্তি
শতবর্ষ - ১০০ বছর পূর্তি
সার্ধশতবর্ষ - ১৫০ বছর পূর্তি
৪০। বাংলাদেশে জাতীয় বৃক্ষমেলা শুরু হয়- ১৯৯৪ সালে
৪১। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ এর স্লোগান - শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ।
৪২। বর্তমান বিশ্বে যে দুটি পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে - চীন ও যুক্তরাষ্ট্র
৪৩। 'I have a dream.'- শীর্ষক বক্তৃতাটি যার- মার্টিন লুথার কিং জুনিয়র
৪৪। রাজশাহীর আদি নাম- রামপুর বোয়ালিয়া
৪৫। বরিশালের আদি নাম- চন্দ্রদ্বীপ
৪৬। যে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার ৫ দিন পর আততায়ীর গুলিতে মারা যান - আব্রাহাম লিংকন
৪৭। গুপ্তচর মাতা হ্যারি যে দেশের লোক ছিলেন- নেদারল্যান্ডস (হল্যান্ড)
৪৮। কৃষ্ণ সোমবারে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকের ৩৩% দরপতন হয়- ১৯৮৭সালে
৪৯। যুক্তরাষ্ট্রভিত্তিক 'ক্লু ক্ল্যান ক্ল্যাক্স' মূলত- বর্ণবাদী গোষ্ঠী
৫০। বাংলা একাডেমি হীরক জয়ন্তী পালন করে - ২০১৫সালে
৫১। মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণ ঘটে - ১৯৯৭সালে
৫২। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- বিদ্যুৎখাতে
৫৩। বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মিত হচ্ছে - ভারতে

#আরো গুরুত্বপূর্ণ সাজেশন :

১। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয় কত?- ১৯০৯ মার্কিন ডলার
২। বাংলাদেশের ১ম আদমশুমারী অনুষ্ঠিত হয়- ১৯৭৪সালে
৩। বাংলাদেশে ১ম ভ্যাট চালু হয়- ১৯৯১সালে
৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- ১৬ ডিসেম্বর, ১৯৭২
৫। সংবিধানে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে - ১৩৭নং অনুচ্ছেদে
৬। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি - ৩৫ জন
৭। বাংলাদেশে ১ম জাতীয় সংসদের নির্বাচন হয়- ৭ মার্চ, ১৯৭৩
৮। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি '- গানটির রচয়িতা - আব্দুল গাফফার চৌধুরী
৯। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি- সৈয়দ মাহমুদ হোসেন
১০। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ - চট্টগ্রাম
১১। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা - রাঙ্গামাটি
১২। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা - নারায়ণগঞ্জ
১৩। জাতীয় পরিচয়পত্র ( স্মার্টকার্ড) এর মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যাবে? - ২২ ধরনের
১৪। 'বাংলাদেশ ভবন ' রয়েছে - ভারতের শান্তিনিকেতনে
১৫। '৭ মার্চ ভবন ' রয়েছে - রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়- ফরিদপুর জেলায়
১৭। বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা -
১৮। ২০১৯-২০ অর্থবছরের মোট বাজেট -
১৯। ২০১৯-২০ অর্থবছরে যে খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে - জনপ্রশাসন
২০। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত-
২১। ২০১৮-১৯ অর্থবছরে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত-
২২। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত হতে?- তৈরি পোশাক ও নিটওয়ার
২৩। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার- যুক্তরাষ্ট্র
২৪। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে - চীন
২৫। বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর -
২৬। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, বাংলাদেশে গড় স্বাক্ষরতার হার-
২৭। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, বাংলাদেশিদের গড় আয়ু-
২৮। 'অসমাপ্ত আত্মজীবনী ' বইটি সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? - অসমীয়া
২৯। 'অসমাপ্ত আত্মজীবনী ' এ পর্যন্ত যেসব ভাষায় অনুদিত হয়েছে - ইংরেজি, জাপানি, চীনা, উর্দু, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, স্প্যানিশ, অসমীয়া
৩০। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনর - ফজলে কবির (১১তম)
৩১। বাংলাদেশে সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড়- ফণী
৩২। যে দেশের ব-দ্বীপ পরিকল্পনা আলোকে ও সহযোগিতায় 'বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০' নেয়া হয়েছে - নেদারল্যান্ডস
৩৩। মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ পর্যন্ত কতজন নারী ' বীরাঙ্গনা ' উপাধিতে ভূষিত হয়েছেন? -
৩৪। ঐতিহাসিক গ্রন্থ ' আইন-ই-আকবরী' এর রচয়িতা - আবুল ফজল
৩৫। কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? - অস্ট্রিক
৩৬। ঢাকা প্রাচীন কালে যে জনপদের অংশ ছিলো- বঙ্গ
৩৭। প্রাচীন কালের 'সমতট' বলতে বুঝায়- কুমিল্লা ও নোয়াখালী
৩৮। 'বরিশাল ' এর প্রাচীন নাম- চন্দ্রদ্বীপ
৩৯। 'অর্থশাস্ত্র' এর রচয়িতা - কৌটিল্য
৪০। বাংলার ১ম স্বাধীন ও সার্বভৌম রাজা- শশাঙ্ক
৪১। 'মাৎস্যন্যায়' বাংলার কোন সময়কাল নির্দেশ করে? - ৭ম-৮ম শতক
৪২। 'মাৎস্যন্যায়' ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? - আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
৪৩। বাংলার শেষ হিন্দু রাজা - লক্ষ্মণ সেন
৪৪। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন - ১৭ বার
৪৫। তরাইনের ১ম যুদ্ধ হয়- ১১৯১সালে
৪৬। তরাইনের ২য় যুদ্ধ হয়- ১১৯২ সালে
৪৭। ফ্রান্সের রাজা চর্তুদশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন 'আমিই রাষ্ট্র '?- আলাউদ্দীন খলজি
৪৮। পানিপথের ১ম যুদ্ধ - ১৫২৬সালে
৪৯। পানিপথের ২য় যুদ্ধ - ১৫৫৬সালে
৫০। পানিপথের ৩য় যুদ্ধ - ১৭৬১সালে
৫১। ভারতবর্ষে মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা- জহির উদ্দীন মুহম্মদ বাবর
৫২। ১৯৯২ সালে ভেঙে ফেলা ঐতিহাসিক 'বাবরি মসজিদ ' ভারতের কোন শহরে অবস্থিত ছিলো?- অযোধ্যা ( উত্তর প্রদেশ)
৫৩। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিলো- ফারসি
৫৪। সম্রাট আকবরের সমাধি - সেকান্দ্রায়
৫৫। সম্রাট জাহাঙ্গীরের সমাধি - লাহোরে
৫৬। শেষ মুগল সম্রাটের নাম - ২য় বাহাদুর শাহ
৫৭। ২য় বাহাদুর শাহের সমাধি - ইয়াঙ্গুনে
৫৮। ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' এর প্রচলন করেন - শেরশাহ
৫৯। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও হতে শুরু হওয়া বিখ্যাত ' গ্রান্ড ট্রাঙ্ক রোড' এর নির্মাতা- শেরশাহ
৬০। ১২০৪ সালে বাংলা জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসন সূচনা করেন - ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
৬১। বারো আউলিয়ার শহর- চট্টগ্রাম
৬২। ৩৬০ আউলিয়ার শহর- সিলেট
৬৩। বাংলার ১ম স্বাধীন সুলতান - ফখরুদ্দীন মুবারক শাহ
৬৪। বাংলার ১ম জনক- শামসুদ্দিন ইলিয়াস শাহ
৬৫। সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিলো- সুলতানি আমলে
৬৬। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন কে?- ঈসাখাঁ
৬৭। বাংলায় মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা- আকবর
৬৮। ঢাকা শহরের গোড়াপত্তন হয়- মুগল আমলে
৬৯। ১৬১০সালে ঢাকাকে রাজধানী করে এর নাম 'জাহাঙ্গীরনগর' রেখে ছিলো কে?- সুবেদার ইসলাম খান
৭০। সিরাজ-উ-দৌল্লার প্রকৃত নাম- মির্জা মুহম্মদ
৭১। পলাশী যুদ্ধ হয়- ২৩ জুন, ১৭৫৭
৭২। বক্সারের যুদ্ধ হয়- ১৭৬৪ সালে
৭৩। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? - ভাস্কো ডাগামা
৭৪। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?- পর্তুগিজরা
৭৫। ফোর্ট উইলিয়াম দুর্গ অবস্থিত ছিলো- কলকাতা
৭৬। 'ছিয়াত্তরের মন্বন্তর ' বাংলা কোন সনে হয়েছিল? - ১১৭৬ সালে
৭৭। 'ছিয়াত্তরের মন্বন্তর ' ইংরেজি কোন সালে হয়েছিল? - ১৭৭০ সালে
৭৮। 'ছিয়াত্তরের মন্বন্তর ' এর সময় বাংলার গর্ভনর ছিলো- কার্টিয়ার
৭৯। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? - জেমস রেনেল
৮০। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ববোর্ড স্থাপন করেন- ওয়ারেন হেস্টিংস
৮১। লর্ড কর্নওয়ালিস কবে 'চিরস্থায়ী বন্দোবস্তো ' চালু করেন- ২২ মার্চ, ১৭৯৩।
৮২। ১৮২৯ সালে সতীদাহ প্রথা কে বিলোপ করেন?- লর্ড উইলিয়াম বেন্টিক
৮৩। ১৮৫৩ সালে কে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন? - লর্ড ডালহৌসি
৮৪। ১৮৫৬ সালে কে 'হিন্দু বিধবাদের পুনঃবিবাহ' চালু করেন?- লর্ড ডালহৌসি
৮৫। ভারতবর্ষে সর্বপ্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয়- ১৮৭২ সালে
৮৬। বঙ্গভঙ্গ হয়- ১৯০৫ সালে ( লর্ড কার্জন)
৮৭। বঙ্গভঙ্গ রদ হয়- ১৯১১ সালে ( লর্ড হার্ডিঞ্জ)
৮৮। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?- লর্ড মাউন্টব্যাটেন
৮৯। ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন - এটলী
৯০। 'রেডক্লিফ লাইন' রয়েছে - ভারত ও পাকিস্তান
৯১। উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে এদেশে ইংরেজি ভাষার প্রচলন হয়- ১৮৩৫ সালে
৯২। অফিস আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজি চালু হয়- ১৮৩৭ সালে
৯৩। 'the Spirit of Islam ', ' A Short History of Saracens ' গ্রন্থগুলোর রচয়িতা - সৈয়দ আমির আলী
৯৪। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙ্গালীদের প্রথম বিদ্রোহ - ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
৯৫। ফরায়জী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহ জন্মগ্রহণ করেন - মাদারীপুর
৯৬। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়- ১৮৫৭সালে
৯৭। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন- অক্টোভিয়ান হিউম (১৮৮৫সাল)
৯৮। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন- নবাব সলিমুল্লাহ (১৯০৬সাল)
৯৯। 'India Wins Freedom ' এর রচয়িতা - আবুল কালাম আজাদ
১০০। মহাত্মা গান্ধী বাংলাদেশের যে জেলা সফর করেছিলেন- নোয়াখালী
১০১। 'the Story of My Experiments with Truth 'বইয়ের রচয়িতা - মহাত্মা গান্ধী
১০২। জাতিরজনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি- মহাত্মা গান্ধী
১০৩। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়- ১৯২৩ সালে
১০৪। অবিভক্ত বাংলার ১ম মুখমন্ত্রী- শেরেবাংলা এ, কে, ফজলুল হক
১০৫। 'দ্বি-জাতি' তত্ত্বের প্রবক্তা - মুহম্মদ আলী জিন্নাহ
১০৬। ১৯৪০ সালে কে ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব ' পেশ করেন? - শেরেবাংলা এ, কে, ফজলুল হক
১০৭। 'পঞ্চাশের মন্বন্তর ' হয়েছিল ইংরেজি কত সালে?- ১৯৪৩ সালে
১০৮। তেভাগা আন্দোলনের নেত্রী - ইলা মিত্র
১০৯। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১১০। অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর - স্যার এফ বারোজ

* বিপ্লবসমূহ-

১। ফরাসি বিপ্লব হয়েছিল - ১৭৮৯ সালে
২। ফরাসি বিপ্লব এর নেতা ছিলেন - রোবসপিয়র
৩। শতবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল- (১৩৩৭-১৪৫৩)
৪। বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে সূচনা হয়- ফরাসি বিপ্লব
৫। রুশ বিপ্লব হয়- ১৯১৭ সালে
৬। রুশ বিপ্লব এর স্থায়িত্ব - ১০দিন
৭। রুশ বিপ্লব এর আরেক নাম- অক্টোবর বিপ্লব / বলশেভিক বিপ্লব
৮। রুশ বিপ্লব এর নেতৃত্ব দেয়- লেলিন
৯। অসহযোগ ও ভারত ছাড় আন্দোলন করেন- মহাত্মা গান্ধী
১০। রুশো ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম উদগাতা

# লাইন/ সীমারেখা-

১০। ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা - লাইন অব কন্ট্রোল
১১। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা - ডুরান্ড লাইন
১২। বাংলাদেশ ও ভারতের সীমারেখা- Radcliffe line
১৩। ভারত ও চীনের সীমারেখা - ম্যাকমোহন লাইন
১৪। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত - ৩৮ ডিগ্রি অক্ষরেখা

# প্রণালী -

১৫। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে- বেরিং প্রণালি
১৬। আফ্রিকা থেকে ইউরোপকে হতে পৃথক করেছে- জিব্রাল্টার প্রণালি
১৭। এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে - বাবেল আল মান্দেব
১৮। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে- পক প্রণালী
১৯। পানামা প্রণালী যা করেছে- উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এবং পাশাপাশি প্রশান্ত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরের সংযুক্ত করেছে
২০। সুয়েজ খাল যা করেছে- ভূমধ্যসাগর এর সাথে লোহিত সাগরকে সংযুক্ত করেছে
২১। বিশ্বের কোন প্রণালী দিয়ে সবচেয়ে বেশি তেল রপ্তানি হয়/ তেলবাহী জাহাজ চলাচল করে? - হরমুজ প্রণালী

# সমুদ্রবন্দর -

২২। ইংল্যান্ড এর সমুদ্রবন্দর- কার্ডিফ, ব্রিস্টল
২৩। রাশিয়ার সমুদ্রবন্দর- ভ্লাদিভোস্টক
২৪। অস্ট্রেলিয়ার সমুদ্রবন্দর- ডারউইন, ব্রিসবেন
২৫। মিসর- আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ
২৬। আকাবা কোন দেশের সমুদ্রবন্দর?- জর্ডান
২৭। হাইফা কোন দেশের সমুদ্রবন্দর?- ইসরায়েল
২৮। ডানজিগ- পোল্যান্ড
২৯। পোর্ট লুইস- মরিশাস
৩০। এডেন কোন দেশের সমুদ্রবন্দর? - ইয়েমেন
৩১। কাসাব্ল্যাংকা কোন দেশের সমুদ্রবন্দর? - মরক্কো
৩২। জার্মানির সমুদ্রবন্দর - হামবুর্গ
৩৩। ইরানের সমুদ্রবন্দর - বন্দর আব্বাস
৩৪। লিবিয়া- বেনগাজী
৩৫। ইসকানদারুন- তুরস্ক
৩৬। উমকাসর- ইরাক

# গোয়েন্দা সংস্থা -

৩৭। মোসাদ- ইসরায়েল
৩৮। মুখবরাত- মিশর
৩৯। আইএসআই- পাকিস্তান
৪০। র (RAW) - ভারত
৪১। স্কটল্যান্ড ইয়ার্ড- ব্রিটেন
৪২। সিআইএ, ফেয়ারফ্যাক্স- যুক্তরাষ্ট্র

# গেরিলা সংগঠন -

৪৩। বোকো হারাম- নাইজেরিয়া
৪৪। হিজবুল্লাহ- লেবানন
৪৫। ব্ল্যাক সেপ্টেম্বর - ফিলিস্তিন
৪৬। ব্ল্যাক ডিসেম্বর - পাকিস্তান
৪৭। ব্ল্যাক প্যান্থার- যুক্তরাষ্ট্র
৪৮। হামাস- ফিলিস্তিন
৪৯। সাইনিং পাথ- পেরু
৫০। গডস আর্মি- মায়ানমার

# ভাষাঃ

৫১। মান্দারিন - চীন
৫২। আর্জেন্টিনা - স্প্যানিশ
৫৩। উগান্ডা - ইংরেজি
৫৪। সিয়েরা লিওন - ইংরেজি
৫৫। ব্রাজিল - পর্তুগীজ
৫৬। অস্ট্রিয়া- জার্মান
৫৭। বেলজিয়াম- ফ্রেঞ্চ
৫৮। সেনেগাল- ফ্রেঞ্চ
৫৯। ক্যাটালন- স্পেন
৬০। পশতু - আফগানিস্তান
৬১। দোজাংখা- ভুটান
৬২। ডাচ- নেদারল্যান্ড
৬৩। দিভেহি- মালদ্বীপ
৬৪। হিব্রু - ইসরায়েল
৬৫। খেমার- কম্বোডিয়া
৬৬। আকান- ঘানা

# আইনসভা :

৬৭। যুক্তরাষ্ট্র - কংগ্রেস
৬৮। রাশিয়া- স্টেট ডুমা
৬৯। যুক্তরাজ্য - পার্লামেন্ট
৭০। জার্মানি - বুনডেসটাগ
৭১। পোল্যাণ্ড- সীম
৭২। সুইডেন- রিকসডাগ
৭৩। নরওয়ে - স্টরটিং
৭৪। ডেনমার্ক - ফোকেটিং
৭৫। ইসরায়েল - নেসেট
৭৬। সিরিয়া- পিপলস অ্যাসেম্বলি ( মজলিস আল-শাহাব)
৭৭। ইরান- মজলিস
৭৮। বাংলাদেশ - জাতীয় সংসদ ( House of the Nation)
৭৯। উত্তর কোরিয়া - সুপ্রিম পিপলস অ্যাসম্বলি
৮০। জাপান- ডায়েট
৮১। চীন- ন্যাশনাল পিপল'স কংগ্রেস
৮২। আফগানিস্তান - লয়া জিরগা

# বিভিন্ন দেশের জাতীয় প্রতীক :

৮৩। কানাডা- ম্যাপল পাতা
৮৪। জাপান - ক্রিসেনথিয়াম সিংহাসন
৮৫। নিউজিল্যান্ড - কিউই
৮৬। অস্ট্রেলিয়া - ক্যাঙ্গারু
৮৭। ভুটান - নীল পপি

# মুদ্রার নাম :

৮৮। কসোভো - ইউরো
৮৯। জিম্বাবুয়ে - ডলার
৯০। সেনেগাল- ফ্রাঙ্ক
৯১। উগান্ডা - শিলিং
৯২। যুক্তরাজ্য - পাউন্ড
৯৩। ভুটান- গুলট্রাম
৯৪। মায়ানমার - কিয়াট
৯৫। মালয়েশিয়া - রিংগিত
৯৬। ভিয়েতনাম - ডং
৯৭। তুরস্ক - লিরা
৯৮। পোল্যাণ্ড- জলোটি
৯৯। ইসরায়েল - শেকেল
১০০। ইথিওপিয়া - বির
১০১। ইরিত্রিয়া - নাকফা
১০২। ঘানা- সেডি
১০৩। ব্রাজিল - রিয়েল
১০৪। ভেনিজুয়েলা - বলিভার
১০৫। বোতসোয়ানা - পুলা
১০৬। বেলারুশ- রুবল
১০৭। কম্বোডিয়া - রিয়েল
১০৮। মঙ্গোলিয়া - টুগরোগ
১০৯। জাপান- ইয়েন
১১০। চীন- ইউয়ান
১১১। উজবেকিস্থান - সোম
১১২। হাঙ্গেরি - ফরিন্ট
১১৩। দঃ আফ্রিকা - রেন্ড (rand)

Collected

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]