Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1769
১। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়। রচনাটি-
ক. রঙ্গলাল বন্দোপাধ্যায়
খ. মধুসূদন দত্ত
গ. ফকির গরিবুল্লাহ
ঘ. আবু ইসহাক

২। মৃন্ময়ী চরিত্রটি কোন ছোটগল্পের?
ক. বিলাসী
খ. হৈমন্তি
গ. সমাপ্তি
ঘ. দেবদাস

৩। শান্তিপুরের কবি বলা হয় কাকে?
ক. ভল্লব রায়
খ. সিকান্দার আবু জাফর
গ. আবুল ফজল
ঘ. মোজাম্মেল হক

৪। রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. শিখা
খ. সংবাদ
গ. বাঙালা
ঘ. জ্ঞানাঙ্কুর

৫। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. অমিয় চক্রবর্তী
খ.শিবরাজ মুখোপাধ্যায়
গ.দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী

৬। নিচের কোনটি বাগধারা বোঝায়?
ক. চৈত্র সংক্রান্তি
খ. শিরে সংক্রান্তি
গ. শিব সংক্রান্তি
ঘ. পৌষ সংক্রান্তি

৭। নিচের কোনটি মৌলিক শব্দ?
ক.মানব
খ. গোলাপ
গ. ধাতব
ঘ. একাঙ্ক

৮। ভাষা আআন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. হাসান হাফিজুর রহমান
খ. শামসুর রাহমান
গ. আজিজুল হক
ঘ. মুনীর চৌধুরী

৯। 'সমভিব্যাহার' শব্দটির অর্থ কি?
ক. সমান ব্যবহার
খ. একই রকম
গ. সমভাবে
ঘ. একযোগে

১০। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবললীতে কি রস বলে?
ক. প্রেমরস
খ. ভাবরস
গ. লীলারসরস
ঘ. মধুর রস

১১। সমাসবদ্ব শব্দ’আনত’কোন সমাসের উদাহরন?
ক.বহুব্রীহি
খ.কর্মধারায়
গ.তৎপুরুষ
ঘ.অব্যয়ীভাব

১২। দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে বৃটেনের প্রধানমন্তি কে ছিলেন?
ক.এটলি
খ.চার্চিল
গ.চেম্বারলেন
ঘ.গ্লাডস্টন

১৩। জৈয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
ক.ময়মনসিংহ
খ.সিলেট
গ.রাঙ্গামাটি
ঘ.বান্দবন

১৪। সমাসবদ্ধ পদকে কি বলে?
ক.সমস্যামান
খ.সমস্ত পদ
গ.ব্যাসবাক্য
ঘ.বিগ্রহ বাক্য

১৫। কোন শব্দটি বিদেশী প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে?
ক.কানকাটা
খ.চালবাজ
গ.দিগগজ
ঘ.বেআক্কেল

১৬। যোগরূঢ় শব্দ কোনটি?
ক.পাঠক
খ.লেখক
গ.জলদ
ঘ.সন্দেশ

১৭। বাংলাদেশে তৈরি ল্যাপটপ কোন সালে বাজারে আসে?
ক.২০০৯
খ.২০১০
গ.২০১১
ঘ.২০১২

১৮। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত?
ক.কুমিংটাং
খ.জিংজিয়াং
গ.সাংহাই
ঘ.কোনটিই না

১৯। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পর বসে—
ক.দাঁড়ি
খ.কোলন
গ.সেমিকোলন
ঘ.কমা

২০। বাংলাভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত?
ক.২ টি
খ.৭ টি
গ.৮ টি
ঘ.৫ টি

২১। একটু শব্দের ‘টু’কী?
ক.প্রত্যয়
খ.অনুসর্গ
গ.পদাশ্রিত নির্দেশক
ঘ.অব্যয়

২২। Maiden speech means----
ক.first speech
খ.main speech
গ.foreign speech
ঘ.voice speech

২৩। You would success if you ____ again.
ক.want
খ.try
গ.can
ঘ.tried

২৪। The boys speak English _____
ক.well
খ.good
গ.fluently
ঘ.perfectly

২৫। The word 'paranoid' is connected with------
ক.philosophy
খ.psychology
গ.biology
ঘ.sociology

২৬। I prepare my lesson _____ than you.
ক.regularly
খ.more carefully
গ.daily
ঘ.attentively

২৭। Tora Bora Hill is located in–
ক.Pakistan
খ.Afganistan
গ.India
ঘ.Iran

২৮। ’সপ্তসুরে’ কথাটি বলতে কি বোঝায়??
ক.সাতটি সুর
খ.চরম সুর
গ.চড়া সুর
ঘ.নরম সুর

২৯। পূজারিনী কবিতার কবি কে?
ক.কাজী নজরুল ইসলাম
খ.রবীন্দ্রনাথ ঠাকুর
গ.আলাওল
ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৩০। ’পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজী কোন সালে?
ক.১৯৪৩
খ.১৮৫০
গ.১৯২১
ঘ.১৯৫০

৩১। কেয়াংডাং পাহাড় কোথায় অবস্থিত?
ক.খাগড়াছড়ি
খ.বান্দরবন
গ.সিলেট
ঘ.হবিগঞ্জ

৩২। টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত?
ক.মেঘালয়
খ.মিঝোরাম
গ.মণিপুর
ঘ.অরুণচল

৩৩। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা—
ক.সংবর্ধনা
খ.অভিনন্দন
গ.প্রত্যুদ্গমন
ঘ.সম্মুখগামী

৩৪। আদমজী পাটকল কোন সালে বন্ধ হয়)
ক.১৯৯০
খ.১৯০৯
গ.২০০১
ঘ.২০০২

৩৫। রবী ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন?
ক.শেষের কবিতা
খ.কালের যাত্রা
গ.তাসের দেশ
ঘ.বসন্ত

৩৬। A speech without any previous preparation
ক.extempore
খ.deliberately
গ.rehearsed
ঘ.premeditated
৩৭। The antonym of Efficacious is
ক.useful
খ.skilled
গ.unskilled
ঘ.useless

৩৮। The police opened fire___the crowd to disperse.
ক.to
খ.into
গ.on
ঘ.in

৩৯। It is an____mission.
ক.xploratory
খ.exploratory
গ.exploretory
ঘ.exploratary

৪০। A kidnapping is also called an____
ক.abduction
খ.abdaction
গ.abducsion
ঘ.abducktion

৪১। ‘Give me good mothers. I will give you a good nation’ was the observation of__
ক.Hitlar
খ.Napoleon
গ.Abraham Lincon
ঘ.Shakespeare

৪২। Which sentence is correct?
ক.May I come in
খ.Can I come in
গ.Do I come in
ঘ.Do I come to

৪৩। Easy to shape in desired form?
ক.stiff
খ.malleable
গ.rigid
ঘ.brittle

৪৪। I waited untill the plane___
ক.took off
খ.had not off
গ.had taken off
ঘ.did not take ff

৪৫। Excuse me, gentlemen. Here “Excuse me” is used to___
ক.apology
খ.draw attention
গ.beg pardon
ঘ.express disgust

৪৬। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ১০, ১৫ দ্বারা ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে?
ক.৬৪
খ.১২৪
গ.৩৪
ঘ.কোনটিই নয়

৪৭। একটি বর্গক্ষেত্রের পরীসীমা ১২০ ফুট। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত?
ক.২০ ফুট
খ.২৫ ফুট
গ.৩০ ফুট
ঘ.৪০ ফুট

৪৮। তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিনগুণ কাজ করতে কত দিন লাগবে?
ক.২৯ দিন
খ.৮৭ দিন
গ.৩০০ দিন
ঘ.২৬১ দিন

৪৯। একটি সমদ্বিবাহু ত্রিভূজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত?
ক.৪২ বর্গমিটার
খ.৩৬ বর্গমিটার
গ.৪৮ বর্গমিটার
ঘ.৫০ বর্গমিটার

৫০। X-এর মান একটি বিজোড় সংখ্যা হলে নিম্নের কোনটির মান জোড় সংখ্যা হবে?
ক.2x+1
খ.2(x+1)
গ.2X-1
ঘ.x-2

৫১। x+y=7, xy=10 হলে, (x-y)² এর মান কত?
ক.9
খ.12
গ.6
ঘ.3

৫২। রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর তিনি কত সুদন পাবেন?
ক.২০৫ টাকা
খ.২৫০ টাকা
গ.২২৫ টাকা
ঘ.২৯০ টাকা

৫৩। একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্যবস্তুর দূরত্ব কত?
ক.১৯২৫
খ.১৯৭৫
গ.২২২৫
ঘ.১৮৫০
(আরো মডেল টেস্ট পেতে আমার টাইমলাইনে চোখ রাখুন)
৫৪। ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, …………..ধারাটির ১০ম পদ কি হবে?
ক.১০
খ.১২
গ.১৩
ঘ.১৬

৫৫। ৯৯৯৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক.২১
খ.২৯
গ.৩৯
ঘ.২৭

৫৬। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক.পৃথিবীর কেন্দ্রে
খ.নিরক্ষীয় অঞ্চলে
গ.মেরু অঞ্চলে
ঘ.মরু অঞ্চলে

৫৭। খাবার লবনের মূল উপাদান কোনটি?
ক.সোডিয়াম হাইড্রোক্সাইড
খ.সোডিয়াম কার্বনেট
গ.সোডিয়াম ক্লোরাইড
ঘ.আয়োডিন

৫৮। গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র –
ক.ব্যরোমিটার
খ.সিসমোগ্রাফ
গ.ম্যানোমিটার
ঘ.গ্যাসকোমিটার

৫৯। পাটের জিন রহস্য আবিষ্কারক বৈজ্ঞানিক কে?
ক.ড. আইনুন নিশাত
খ.ড. জাফর ইকবাল
গ.ড. মাকসুদুল আলম
ঘ.জামিলুর রেজা চৌধুরী

৬০। স্বল্প দূরত্বে নেটওয়ার্কিংয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক.ইন্টারনেট
খ.মডেম
গ.LAN
ঘ.WAN

৬১। একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ পদটি ১৬০ হলে প্রথম পদটি-
ক.১০
খ.৫
গ.১৮
ঘ.২০

৬২। 2y⁴ - 14y²+ 2 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
ক.(2y² + 6y + 2)(y² - 3y + 1)
খ.(2y² - 7y + 1)(2y² + 7y + 1)
গ.2(y² + 3y + 1)(y² - 3y + 1)
ঘ. 2(y² + 3y + 1)(y² -3y -1)

৬৩। x² + 2xy - 2y - 1 এর উৎপাদক কত?
ক.(x + 2y + 1)(x - 1)
খ.(x + y + 1)(x + 1)
গ.(x + 2y + 1)(x + 1)
ঘ.(x + y + 1)(x - 1)

৬৪। (x - 1)(x² + x + 1)- এর গুণফল কত হবে?
ক.x³ - 3
খ.(x - 1)³
গ.x³ - 1
ঘ.x³ + 4x² +1

৬৫। x²/y² + 2x/y এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে?
ক.-1
খ.1
গ.2y²
ঘ.2xy

৬৬। m² + 2mn এর সাথে কত বিয়োগ করলে সেটি একটি পূর্ণবর্গ হবে?
ক.-n²
খ.n²
গ.2mn
ঘ.m²

৬৭। নিম্নের কোনটি কম্পিউটারে ইনপুট ডিভাইস নয়?
ক.জয়স্টিক
খ.কিবোর্ড
গ.মাউস
ঘ.মনিটর

৬৮।বাতাসে অক্সিজেনের পরিমাণ কত?
ক.২০.৭১%
খ.২৯%
গ.৩৩%
ঘ.কোনটিই নয়

৬৯। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে-
ক.প্লাটোলেট
খ.শ্বেত কণিকা
গ.লোহিত কণিকা
ঘ.প্লাসমা

৭০। কম্পিউটারে বাইনারি পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত?
ক.০, ১
খ.০, ০
গ.১০, ১১
ঘ.১১, ০

৭১। এমএস ওয়ার্ড কি ধরণের প্রোগ্রাম?
ক.ওয়ার্ড প্রসেসিং
খ.ডাটাবেজ
গ.প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
ঘ.গেম

৭২। ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A =১১৫° হলে ∠B = কত?
ক.৬৫°
খ.৭৫°
গ.৮৫°
ঘ.৯০°

৭৩। প্রশ্নঃ দুটি সম্পূরক কোণের সমষ্টি কত?
ক.৩৬০°
খ.১২০°
গ.১৮০°
ঘ.১৬০°

৭৪। একটি সমকোণে থাকে---
ক.৬০°
খ.৯০°
গ.১৮০°
ঘ.১২০°

৭৫। Δabc এর ∠A = 45°, ∠B = 30° হলে, ∠C এর মান কত?
ক.110°
খ.115°
গ.105°
ঘ.95°

৭৬। কোনটি পদ্মার শাখা নদী?
ক.আড়িয়াল খাঁ
খ.ভৈরব
গ.করতোয়া
ঘ.কর্ণফুলী

৭৭। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণির উৎপত্তি হয়েছে--
ক.মধ্য প্রাচীন প্রস্তর যুগে
খ.প্রাচীন প্রস্তর যুগে
গ.টারশিয়ারি যুগে
ঘ.প্লাইস্টোসিন যুগে

৭৮। প্রশ্নঃ বাংলাদেশের হাওড়সমূহ কোন অঞ্চলে অবস্থিত?
ক.রংপুর
খ.ময়মনসিংহ
গ.সিলেট
ঘ.বরিশাল

৭৯। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ক.রাজশাহী
খ.পাবনা
গ.বগুড়া
ঘ.সিরাজগঞ্জ

৮০। জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক.১৯৫০ সালে
খ.১৯৫৪ সালে
গ.১৯৫৬ সালে
ঘ.১৯৫৮ সালে

উত্তরমালাঃ-

১। ক ২। গ ৩। ঘ ৪। ঘ ৫। গ ৬। খ ৭। খ ৮। ক ৯। ঘ ১০। ঘ ১১। ঘ ১২। গ ১৩। খ ১৪। খ ১৫। খ ১৬। গ ১৭। গ ১৮। খ ১৯। ঘ ২০। ঘ ২১। গ ২২। ক ২৩। ঘ ২৪। গ ২৫। খ ২৬। খ ২৭। খ ২৮। গ ২৯। ক ৩০। ক ৩১। খ ৩২। গ ৩৩। গ ৩৪। ঘ ৩৫। গ ৩৬। খ ৩৭। ঘ ৩৮। গ ৩৯। খ ৪০। ক ৪১। খ ৪২। ক ৪৩। খ ৪৪। ক ৪৫। ক ৪৬। গ ৪৭। গ ৪৮। ঘ ৪৯। গ ৫০। খ ৫১। ক ৫২। খ ৫৩। ক ৫৪। ঘ ৫৫। ক ৫৬। গ ৫৭। গ ৫৮। গ ৫৯। গ ৬০। গ ৬১। খ ৬২। গ ৬৩। ক ৬৪। গ ৬৫। খ ৬৬। ক ৬৭। ঘ ৬৮। ক ৬৯। ক ৭০। ক ৭১। ক ৭২। ক ৭৩। গ ৭৪। খ ৭৫। গ ৭৬। ক ৭৭। গ ৭৮। গ ৭৯। গ ৮০। খ
Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]