Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1741
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করেন?
ক.১১ জুন১৯৫৫
খ.১৩ জুন১৯৫৫
গ.১৫ জুন১৯৫৫
ঘ.১৭ জুন১৯৫৫***
২. বাংলাদেশের কোন বিজ্ঞানী সার ও বীজ ছিটানোর যন্ত্র আবিষ্কার করেন?
ক.এম কামরুল
খ.এটি এম জিয়াউদ্দিন***
গ.আবুল হাসানাত
ঘ.কোনটিই নয়
৩.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভার্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন-
ক.লর্ড রিপন
খ.লর্ড কার্জন***
গ.লর্ড মিন্টো
ঘ.লর্ড হার্ডিঞ্জ
৪.২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
ক.৪.৪ জন***
খ.৫.০ জন
গ.৫.৪ জন
ঘ.৫.৫ জন
৫.২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী পুরুষের অনুপাত-
ক.১০০:১০৬
খ.১০০:১০০.৬
গ.১০০:১০০.৩***
ঘ.১০০:১০০
৬.বাংলাদেশে তৈরি জাহাজ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে-
ক.ফিনল্যান্ডে
খ.ডেনমার্কে***
গ.নরওয়েতে
ঘ.সুইডেনে
৭.‘মোহর,ও সোয়ান-২’কী?
ক.উন্নত জাতের তুলা
খ.উন্নত জাতের তুলা ধান
গ.উন্নত জাতের তুলা পাট
ঘ.উন্নত জাতের তুলা ভুট্টা***
৮. সম্প্রতি উৎপাদিত দেশের অর্গানিক চা এর নাম কী?
ক.মীনা চা***
খ.সবুজ চা
গ.আনন্দ চা
ঘ.রাজু চা
৯. মুক্তিযোদ্ধা দিবস কত তারিখে?
ক.১ ডিসেম্বর***
খ.১৪ ডিসেম্বর
গ.১৩ ডিসেম্বর
ঘ.১৬ মার্চ
১০. লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত তারিখে?
ক.১৯৪০ সালের ২২ মার্চ
খ. ১৯৪০ সালের ২৩ মার্চ***
গ.১৯৪০ সালের ২১ এপ্রিল
ঘ.১৯৩৯ সালের ২২ মার্চ
১১. বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে?
ক.১৯৮৬ সালে
খ.১৯৮৪ সালে
গ.১৯৮৩ সালে
ঘ.১৮৮৫ সালে***
১২. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কি?
ক. সরকারি স্বার্থ উদ্ধার
খ. সম্প্রদায়ের স্বার্থ উদ্ধার
গ. গোষ্ঠী স্বার্থ উদ্ধার***
ঘ. রাষ্ট্রীয় স্বার্থ উদ্ধার
১৩. মধ্যযুগে গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
খ. কুমিল্লা
গ. বগুড়া
ঘ. চাঁপাইনবাবগঞ্জ***
১৪.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর যে জেলায়____
ক.নাটোর
খ. চাঁপাইনবাবগঞ্জ***
গ. জয়পুরহাট
ঘ. নওগাঁ
১৫. বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়?
ক.খুলনা
খ.নোয়াখালী
গ.বাগেরহাট
ঘ.কক্সবাজার***
১৬. বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসুচি চালু হয় কোন সালে?
ক.১৯৯১
খ.১৯৯২
গ.১৯৯৩***
ঘ.১৯৯৭
১৭. বাংলাদেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি?
ক. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. ঢাকা বিশ্ববিদ্যালয় ***
ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৮.‘সংগঠনের স্বাধীনতার’কথা বাংলাদেশর সংবিধানের কোন অনুচ্ছেদে লিখিত আছে?
ক. ৩৩
খ. ৩৪
গ. ৩৭
ঘ. ৩৮***
১৯. দশম জাতীয় সংসদের বিরোধী দলের নাম কি?
ক. বাংলদেশ আওয়ামী লীগ
খ. বাংলাদেশ জাতীয়তাবাদী দল
গ. জাতীয় পার্টি-জাপা***
ঘ. কৃষক শ্রমিক জনতা লীগ
২০. জাতীয় সংসদের প্রতীক কি?
ক. চারিদিকে ধান গাছবেষ্টিত নৌকা
খ. শাপলা***
গ. পাট গাছ
ঘ. কোন প্রতীক নেই
২১. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম***
খ. এ.এইচ.এম কামারুজ্জামান
গ. জেনারেল এম এ জি ওসমানী
ঘ. জনাব তাজউদ্দীন আহমদ***
২২. সংবিধানের প্রস্তাবনা কয়টি?
ক. ২টি
খ. ১টি***
গ. ৩টি
ঘ. ৪টি
২৩.২০১৭-২০১৮ জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতের বরাদ্দের পরিমান কত?
ক.১৯,৬৭৭৮ কোটি টাকা
খ. ১৯,৬৭৪ কোটি টাকা***
গ.৬৫,৪৫০ কোটি টাকা
ঘ.২২,৯৮৮কোটি টাকা
২৪. UNESCO এর কততম বৈঠকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
ক.৩০ তম বৈঠকে
খ.৩১ তম বৈঠক***
গ.৩২ তম বৈঠক
ঘ.২৯ তম বৈঠক
২৫. প্রথম উপজেলা গঠিত হয় কতটি?
ক.৪৪ টি
খ.৪৫ টি***
গ.৪৭ টি
ঘ.৩৫ টি
২৬. কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উম্মোচন করা হয় কবে?
ক.২২ ফেব্রুয়ারি ১৯৫২
খ.২০ ফেব্রুয়ারি ১৯৫২
গ.২৩ ফেব্রুয়ারি ১৯৫২***
ঘ.১৮ ফেব্রুয়ারি ১৯৫২
২৭.‘মুজিবনগর স্মৃতিসৌধ’এর স্থপতি কে?
ক.শামীম সিকদার
খ. তানভীর কবির***
গ. আজিজুল জলিল পাশা
ঘ. রাশা
২৮.‘বৈরগীর চাল’ কোথায় অবস্থিত?
ক. নওগা জেলায়
খ. গাজীপুরের শ্রীপুরে***
গ. বগুড়ার মহাস্থানগড়ে
ঘ. কুমিল্লায়
২৯.মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘৭১-এর গেরিলা’এর পরিচালক কে?
ক.সমর দাস
খ.মিজানুর রহমান শামীম***
গ.সুভাষ দও
ঘ. চাষী নজরুল ইসলাম
৩০.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
ক.১৭ জুলাই ১৯৭৩
খ.১৫ জুলাই ১৯৭৩***
গ.১৮ জুলাই ১৯৭২
ঘ.১৯ জুন ১৯৭২
31.The new offer of job was alluring. Here alluring means -
a)unexpected
b)disappointing
c)tempting**
d)ordinary
32.Fraility the name is woman,Here "Fraility" is-
a)a noun
b)An adjective
c)adverb
d)None**
33.I couldn't mend the computer myself, so I-at a shop
a)had it mended**
b)had it mend
c)did it mend
d)had mended
34.I saw--one-eyed man when I was walking on the road
a)a**
b)an
c)the
d)none
35.Gerontion "is a poem by-
a)T,s Eliot **
b)Mathew Arnold
c)W,B Yeats
d)None
36.Who has written the play"Volpone"
a)John Webster
b)Ben Jonson**
c)Christopher Marlowe
d)None
37.Othello gave Desdemona --as a token of love
a)ring
b)Handkerchief **
c)pendant
d)Bangles
38.The word "Indigenous "is meaning of-
a)Foreign
b)Native**
c)Local
d)Remot
39.proclaim"means
a)circulate
b)announce
c)pronounced
d)declare **
40.Choose the correct spelt word
a)Superceed
b)Superseed
c)supercede
d)Supersede**
41.Government has benn entrusted --elected politicians
a)with**
b)for
c)to
d)at
42.Which word is not noun
a)Defame
b)Indemnity **
c)Articulation
d)none
43.Duchess is feminine of-
a)Earl
b)Dramatist
c)Dutchman
d)Duke**
44.Noun of the word" brief " is
a)brevity**
b)briefly
c)shortness
d)none
45.What is the antonym of "queer
a)integrated
b)abnormal
c)odd
d)orderly **
46.The antonym of"indifference is
a)anxiety
b)concern
c)compassion
d)ardour**
47.The synonym of the word"pitfall" is
a)opportunity
b)artistic
c)shortcoming **
d)none
48.A synonym for "mischievous "is
a)vicious**
b)kind
c)serious
d)well-behaved
49.What is the synonym of"Remember "
a)Call up
b)Memory
c)Forget
d)Recollect **
50.What is the meaning of the word"Nascent?
a)Trail
b)Beginning **
c)Nasal
d)Odorous
51.How many types of Gender are there
a)Four**
b)Three
c)Two
d)One
52.Run counter to means -
a)Disobey
b)Contradict**
c)Rebel
d)none
53.The correct spelling is
a)Exaggarate
b)Exegeret
c)Exagerate
d)Exaggerate**
54.De facto"means -
a)As per fact
b)In reality**
c)By rights
d)Evidence
55.Man connot live alone ' The word alone is uesd here as-
a)pronoun
b)noun
c)adjective
d)adverb**
56.Who is not a romantic poet
a)P.B Shelley
b)John keats
c)T,S Eliot **
d)None
57.Which of the following dramas is not a tragedy
a)Julius Caesar
b)The tempest**
c)Othello
d)king lear
58.Who is an essayist?
a)J,S Mill
b)Charles Dickens
c)Francis Bacon**
d)None
59.Shakespeare is known mostly for his
a)poetry
b)novels
c)autobiography
d)plays**
60.In Which century was the Victorian period
a)17th century
b)18th century
c)19th century **
d)20th century
61.Waiting for Godot is
a)a problem play
b)a morality play
c)an absurd drama **
d)none
62.The drama "Man and Superman written by-
a)Jone austen
b)Robert Browning
c)John Milton
d)G,B Shaw**
63.Helen of Troy was the wife of-
a)Agamemnon
b)Achilles
c)Menelaus **
d)Ulysses
64.Brick lame is written by-
a)Monica ali**
b)Harold pinter
c)R,K Narayan
d)None
65.Vanity Fair"is a-
a)short story
b)drama
c)poem
d)novel**
৬৬। কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে ?
ক. এ্যালুমিনিয়াম
খ. সিলিকন ****
গ. প্লাসটিক
ঘ. কোনটিই নয়
৬৭। নিচের কোন সাইটটি কেনা বেচারর জন্য নয় ?
ক. এখানেই.কম
খ. গুগল.কম ***
গ. ওএলএক্স.কম
ঘ. আমাজন .কম
৬৮। পাসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় ?
ক. সুপার কম্পিউটার
খ. সার্ভার
গ. নেটওয়ার্ক ***
ঘ. ইন্টারপ্রাইস
৬৯। একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো
ক. অর্থ সাশ্রয়
খ. সময় সাশ্রয়
গ. স্থানের সাশ্রয়
ঘ. উপরের সবকটি ***
৭০ । জয়স্টিক কোন ধরণের ডিভাইস ?
ক. ইনপুট ***
খ. আউটপুট
গ. ইনপুট-আউটপুট
ঘ.কোনটিই নয়
৭১ । অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের নাম কী ?
ক. মার্শাল
খ. ললিপপ
গ. ওরিও**
ঘ. কোনটিই নয়
৭২ । স্যোশাল নেটওয়ার্কিং ইনন্সটাগ্রাম কত সালে চালু হয় ?
ক. ২০১০ সালে ***
খ. ২০১২ সালে
গ. ২০১১ সালে
ঘ. ২০০৬
৭৩। বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কী ?
ক. দোয়েল
খ. নয়ন ***
গ. আইবিএম ১৬২০
ঘ. কোনটিই নয়
৭৪ । Wifi - এর চেয়ে অধিক শক্তিসম্পন্ন তারবিহীন প্রযুক্তির নাম কী ?
ক. হটস্পট
খ. WiMax
গ. Lifi***
ঘ. কোনটিইনয়
৭৫। ৮০৮৬ কত বিটের মাইক্রোকম্পিউটার ?
ক. ৮
খ. ১৬ ****
গ. ৩২
ঘ ৬৪
৭৬। নিচের কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ ?
ক. ওরাকল **
খ. সি
গ. এমএস ওয়ার্ড
ঘ. কোনটিই ন য়
৭৭। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমরি ?
ক. র‌্যাম ***
খ. হার্ড ডিস্ক
গ. পেন ড্রাইভ
ঘ. কোনটিই নয়
৭৮ । ইউনিকোডের মাধ্যমে কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় ?
ক. ২৫৬টি
খ. ৪০৯৬টি
গ. ৬৫৫৩৬টি***
ঘ. কোনটিই নয়
৭৯ । IPV6 এর এড্রেস কত বিটের ?
ক. ১২৮****
খ. ৩২
গ. ১২
ঘ. ৬
৮০ । নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় ?
a. C***
b. DOS
c.Cp/M
d. Xenix
৮১ । নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে ?
ক. ফিশন**
খ. ফিউশন
গ. মেসন
ঘ. কোনটিই নয়
৮২। আকাশে রংধনু সৃষ্টির কারণ
ক. বৃষ্টিকণা ***
খ. ধূলিকণা
গ. বায়ুস্তর
ঘ. অতিবেগুনি রশ্মি
৮৩। বায়ুমাধ্যমে শব্দের বেগ কত ?
ক. শুন্য
খ. ৩৩২মি/সে***
খ. ১৫৫২মি/সে
ঘ. কোনটিই নয়
৮৪ ।বস্তুর ওজন কোথায় কম?
ক. বিষুবীয় অঞ্চলে ****
খ. মেরু অঞ্চলে
গ. পাহাড়ের ওপর
ঘ. আকাশের ওপর
৮৫। চিকুনগুনিয়া রোগের বাহক কোনটি?
ক. বাদুর
খ. বিড়াল
গ. এডিস ***
ঘ. পানি
৮৬ । বাজারে প্রচলিত পটেটো চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে ?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. নাইট্রোজেন ****
গ. হাইড্রোজেন
ঘ. অক্সিজেন
৮৭ । নিচের কোনটি বিজারক ?
ক. হাইড্রোজেন ***
খ. অক্সিজেন
গ. ক্লোরিন
ঘ. ব্রোমিন
৮৮ । কোন রংয়ের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ?
ক. লাল
খ. নীল
গ. বেগুনি***
ঘ. আসমানি
৮৯। প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্বন্ধীয় বিদ্যা বলে
ক. বায়োলজী
খ. ‍বায়োটেকনোলজি
গ. জেনেটিক্স ***
ঘ. ইভোলিউশন
৯০ । ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
ক. জন্ডিস
খ. এইডস
গ. নিউমোনিয়া**
ঘ. চোখ ওঠা
৯১। হৃদপিণ্ড কোন ধরণের পেশি দ্বারা গঠিত ?
ক. ঐচ্ছিক
খ. বিশেষ ধরনের অনঐচ্ছিক****
গ. হৃদপেশি
ঘ. কোনটিই নয়
৯২। ডিএনএ বিশ্লেষণ পদ্ধতি কী বলে ?
ক . মেরোলজি
খ. ডেমোলজি
গ. সেরোলজি ***
ঘ. কোনটিই নয়
৯৩। গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহার করা হয় ?
ক. গামা
খ. এক্সরে রশ্মি***
গ. আল্ট্রাভায়োলেট
ঘ . বিটা
৯৪। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ?
ক. ৮.১৯ সেকেন্ড
খ. ৮.২০ সেকেন্ড
গ. ১.৩০ সেকেন্ড
ঘ. কোনটিই নয়
৯৫। মহাকর্যীয় তরঙ্গে তত্ত্বে অবদান রাখা বাঙালি বিজ্ঞানীর নাম কী ?
ক. জাহিদ হাসান****
খ. জগদীশ চন্দ্র বসু
গ. সতেন্দ্রনাথ দত্ত
ঘ. কোনটিই নয়
৯৬.চর্যাপদের অপর নাম কি?
ক)মনুসংহিতা
খ)ধর্মসংগীত √
গ)প্রাচীন মিথ
ঘ)কীর্তিগাথা
৯৭.নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
ক)পালামৌ
খ)মেঘ বৃষ্টি আলোর দেশে √
গ)দেশে বিদেশে
ঘ)দৃষ্টিপাত
৯৮.মধ্যযুগে বাংলার বাইরে কোথায় বাংলা ভাষার চর্চা হয়?
ক)আসামে
ক)বিহারে
গ)ত্রিপুরায়
ঘ)আরাকানে √
৯৯.শেখ ফয়জুল্লাহ কোন শতকের কবি?
ক)১৫ শতক
খ)১৬ শতক √
গ)১৭ শতক
ঘ)১৮ শতক
১০০.কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন?
ক)বিদ্যাপতি √
খ)চন্ডীদাস
গ)শ্রীচৈতন্যদেব
ঘ)জয়দেব
১০১.কবিয়াল এন্টনি ফিরিঙ্গিকে নিয়ে ভারতে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রের নাম কী?
ক)এন্টনি ফিরিঙ্গি
খ)বিস্মৃতি
গ)স্মৃতি রোমন্থন
ঘ)জাতিস্মর √
১০২.কবিদের কবি বলা হয় কাকে?
ক)সোমেন চন্দ্র
খ)শামসুর রহমান
গ)মাইকেল মধুসূদন দত্ত
ঘ)নির্মলেন্দু গুণ √
১০৩.সেলিনা হোসেন কত সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন?
ক)২০১৪ সালে
খ)২০১৫ সালে √
গ)২০১৬ সালে
ঘ)২০১৭ সালে
১০৪.'জন্মই আমার আজন্ম পাপ' কোন ধরণের লেখা?
ক)কাব্যগ্রন্থ √
খ)প্রবন্ধ
গ)উপন্যাস
ঘ)সমালোচনামূলক গ্রন্থ
১০৫.বাংলা কাব্যে কে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন?
ক)কাজী নজরুল ইসলাম
খ)ফররুখ আহমেদ
গ)গোলাম মোস্তফা
ঘ)মোহিতলাল মজুমদার √
১০৬.নিচের কোন সাহিত্যিক বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন?
ক)আবুল হোসেন
খ)আবুল হুসেন √
গ)আবুল হাসান
ঘ)আবু ইসহাক
১০৭.'স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক)শ্রেষ্ঠ কবিতা √
খ)বিধ্বস্ত নীলিমা
গ)রৌদ্র করোটিতে
ঘ)বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
১০৮.কাজী নজরুল ইসলাম দ্বিতীয়বার কবে ঢাকায় আসেন?
ক)১৯২৬ সালের জানুয়ারি
খ)১৯২৬ সালের ফেব্রুয়ারি √
গ)১৯২৬ সালের জুনে
ঘ)১৯২৬ সালে জুলাইয়ে
১০৯.রবীন্দ্রনাথেত 'গীতাঞ্জলী ' কত সালে প্রকাশিত হয়?
ক)১৯১০ সালে √
খ)১৯১১ সালে
গ)১৯১২ সালে
ঘ)১৯১৩ সালে
১১০.বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম আধুনিক কবি?
ক)মীর মশাররফ হোসেন
খ)কাজী নজরুল ইসলাম
গ)শাহ মুহাম্মদ ছগীর
ঘ)কায়কোবাদ √
১১২ কবি জসীম উদ্দিন কয়টি উপন্যাস রচনা করেন?
ক)১ টি √
খ)২ টি
গ)৩ টি
ঘ)৪ টি
১১৩.শহীদুল্লাহ কায়সার কোন উপন্যাসের জন্য আদমজী পুরষ্কার পান?
ক)সারেং বউ √
খ)সংশপ্তক
গ)রাজবন্দীরর রোজনামচা
ঘ)কোনটিই নয়
১১৪.নিচের কোনটি আবুল ফজলের লেখা নয়?
ক)চৌচির
খ)ধানকন্যা √
গ)রাঙ্গা প্রভাত
ঘ)মাটির পৃথিবী
১১৫.নিচের কোন লেখাকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
ক)দাঁড়াও পথিক বর
খ)বিষকন্যা
গ)গলির ধারের ছেলেটি √
ঘ)সাত ভাই চম্পা
১১৬.নিচের কোনটি সমাস ঘটিত অশুদ্ধি?
ক)অহর্নিশি
খ)নির্দোষী
গ)সক্ষম
ঘ)উপরের সবগুলি √
১১৭ নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক)মুহুর্মুহু
খ)নির্নিমেষ
গ)পূর্বাহ্ণ
ঘ)মধ্যাহ্ণ √
১১৮.কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক)ভাস্কর
খ)আস্পদ
গ)অহরহ
ঘ)উত্থান √
১১৯.'জিন্দাবাদ' কোন ভাষার শব্দ?
ক)ফারসি √
খ)আরবি
গ)মারাঠি
ঘ)গুজরাটি
১২০.'যথার্থ ' শব্দটি কোন সমাসের উদাহরণ?
ক)বহুব্রীহি সমাস
ক)অলুক তৎপুরুষ সমাস
গ)অব্যয়ীভাব সমাস √
ঘ)নিত্য সমাস
১২১.প্রাতিপদিকের অপর নাম কি?
ক)ক্রিয়া প্রকৃতি
খ)নাম প্রকৃতি √
গ)নামপদ
ঘ)ক্রিয়া বিভক্তি
১২২.'বিফল' শব্দটিতে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)অভাব √
খ)বিপরীত
গ)বিকৃত
ঘ)হীনতা
১২৩.নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক)সতীন
খ)কুলটা
গ)বিধবা
ঘ)উপরের সবগুলি √
১২৪.বাংলা ভাষায় অব্যয় শব্দ কয় প্রকার?
ক)২
খ)৩ √
গ)৪
ঘ)৫
১২৫.'হাতী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক)দ্বিপ √
খ)দ্বীপ
গ)দীপ
ঘ)কোনটি নয়
১২৬.'Brochure' শব্দের অর্থ কী?
ক)পরিশিষ্ট
খ)নাটিকা
গ)পুস্তিকা √
ঘ)পঞ্জিকা
১২৭. নিচের কোনটি যৌগিক শব্দ?
ক)প্রশাসন
খ)মধুর √
গ)চাঁদমুখ
ঘ)গোলাপ
১২৮.'বিদিত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক)অজ্ঞাত √
খ)গৃহী
গ)বিদীর্ণ
ঘ)বিসর্জন
১২৯.'ঠ' ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
ক)কন্ঠ্য
খ)তালু
গ)মূর্ধা √
ঘ)দাঁত
১৩০.'যেমন কাজ করবে তেমন ফল পাবে'----বাক্যটির সরল রূপ কোনটি?
ক)কাজ অনুযায়ী ফল পাবে √
খ)যেমন কর্ম তেমন ফল
গ)ফলেই কর্মের পরিচয়
ঘ)কাজে ফল মেলে
১৩১৷ UNEP হলো জাতিসংঘের--
ক. জলবায়ু বিষয়ক চুক্তি
খ. পরিবেশ বিষয়ক চুক্তি**
গ. পানি বিষয়ক চুক্তি
ঘ. প্রাণী সম্পদ বিষয়ক চুক্তি
১৩২৷ কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
ক. হাঙ্গেরি
খ. পোল্যান্ড
গ. অস্ট্রিয়া**
ঘ. স্পেন
১৩৩৷ সম্প্রতি ভারত সরকার কোন নদীকে প্রথম প্রাণ বা জীবিত ব্যক্তির স্বীকৃতি দেয়?
ক. গঙ্গা
খ. যমুনা
গ. করোতোয়া
ঘ. গঙ্গা ও যমুনা**
১৩৪৷ 'গ্রীন ক্লাইমেট ফান্ড' গঠনের অঙ্গীকার করা হয়--
ক. বালি সম্মেলনে
খ. কানকুন সম্মেলনে
গ. কোপেনহেগেন সম্মেলনে**
ঘ. ডারবান সম্মেলনে
১৩৫৷ জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ কি ছিল?
ক. ওয়াশিংটন ঘোষণা
খ. লন্ডন ঘোষণা**
গ. আটলান্টিক সনদ
ঘ. ভার্জিনিয়া সম্মেলন
১৩৬৷ ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. জাপান
খ. রাশিয়া
গ. ইতালি**
ঘ. স্পেন
১৩৭৷ কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেন কি?
ক. জন এডামস
খ. জর্জ ওয়াশিংটন**
গ. রুজবেল্ট
ঘ. বেঞ্জামিন হ্যারিসন
১৩৮৷ জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ন দ্বীপটির নাম কি?
ক. কুড়িল দ্বীপপুঞ্জ
খ. শাখালিন দ্বীপপুঞ্জ
গ. মার্শাল দ্বীপপুঞ্জ
ঘ. ক+খ**
১৩৯৷ ২০১৮ ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক. কাতার
খ. রাশিয়া**
গ. ইংল্যান্ড
ঘ. ব্রাজিল
১৪০৷ ইউরোপে শিল্প বিপ্লব হয় কোন শতাব্দীতে?
ক. বিংশ
খ. ঊনবিংশ
গ. অষ্টাদশ**
ঘ. সপ্তদশ
১৪১৷ ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. প্যালেস্টাইন
খ. মিশর
গ. সিরিয়া**
ঘ. ইসরাইল
১৪২৷ ওকিনাওয়া দ্বীপটি যে দেশের মালিকানাধীন?
ক. চীন
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. জাপান**
ঘ. দক্ষিন কোরিয়া
১৪৩৷ কোন দেশ ডয়েসল্যান্ড নীমে পরিচিত?
ক. সুইডেন
খ. জার্মানি**
গ. ইতালি
ঘ. ফ্রান্স
১৪৪৷ সার্ক ব্যাংক গঠনের প্রস্তাব কোন দেশ?
ক. শ্রীলংকা
খ. ভারত
গ. বাংলাদেশ**
ঘ. পাকিস্তান
১৪৫৷ ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়?
ক. ভিয়েনা
খ. জেনেভা
গ. লিঁউ**
ঘ. প্যারিস
১৪৬৷ "এএফপি" কোন দেশের সংবাদ সংস্থার নাম?
ক. ফ্রান্স**
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. রাশিয়া
১৪৭৷ অক্টোবর বিপ্লব সংগঠিত হয় কবে?
ক. 1776
খ. 1789
গ. 1917**
ঘ. 1945
১৪৮৷ সম্প্রতি অনুষ্ঠেয় উইম্বলডন টেনিস ২০১৭ এ পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে?
ক. নোভাক জোকোবিচ
খ. রজার ফেদারার**
গ. এন্ডি মারে
ঘ. কার্লি লয়েড
১৪৯৷ ডিজনিল্যান্ড কি?
ক. বিখ্যাত কার্টুন সিরিয়াল
খ. বিখ্যাত দ্বীপ
গ. বিখ্যাত পার্ক**
ঘ. বিখ্যাত সমুদ্র সৈকত
১৫০৷ Wailing Wall অবস্থিত--
ক. বার্লিনে
খ. রোমে
গ. জেরুজালেমে**
ঘ. মাদ্রিদে
১৫১.A={1,2,3}B= ∅ হলে A∪B=কত?
ক.{1,2.3}***
খ.{1,2,∅}
গ.{2,3, ∅
ঘ.∅
১৫২.০.৩,০.১২,০.৪৮-শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
ক.১.৯২***
খ.০.৯৬
গ.১.৪৮
ঘ.১.৫০
১৫৩.12টি পুস্তক থেকে 5 টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
ক.252
খ.792
গ.224
ঘ.120***
১৫৪.একটি বইয়ের মূল্য 24.00 টাকা।এই মূল্য প্রকৃত মুল্যের 80%।বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন।সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?
ক.৩
খ.২
গ.৬***
ঘ.৫
১৫৫.যদি x-y =8 এবং xy=5 হয়,তবে〖 x〗^3-y^3+8(x+y) এর মান কত?
ক.1301
খ.1302
গ.1300
ঘ.1304***
১৫৬. একটি ছক্কাও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে ছক্কায় 4 উঠার সম্ভাব্যতা কত?
ক. 1/6***
খ. 2/6
গ. 3/6
ঘ. 2/6
১৫৭.5+11+17+23………………..+59 = কত ?
ক.280
খ.300
গ.320***
ঘ.340
১৫৮.log5∛5=?
ক.1/2
খ.2/2
গ. 1/3***
ঘ.5/4
১৫৯.4+7+10+13+..........ধারাটির কোন পদ 301?
ক. 101
খ. 102
গ.100***
ঘ.103
১৬০. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার,ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. 64√5 বর্গ মি.
খ. 86 বর্গ মি.
গ. 64√3 বর্গ মি.***
ঘ. 66 বর্গ মি.
১৬১.Euclid রচিত জ্যামিতির মহাগ্রন্থ কোনটি?
ক.The Geametrica***
খ.আলযবর ওয়াল মুকাবিলা
গ.The elements***
ঘ.The point&space
১৬২. x^3 +2x^2-5x-6.
ক. (x-2)(x+1)(x+2)
খ. (x-2)(x+3)(x+1)***
গ. (x-2)(x-3)(x+1)
ঘ. (x-2)(x+2)(x+1)
১৬৩. কোন আসল ৩ বছরের সুদ আসলে ৪৬০ টাকা এবং ৫বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?
ক.১০০
খ.৪০০***
গ.২০০
ঘ.৩০০
১৬৪.১টি রেডিওর ক্রয়মূল্য ৩৬০০ টাকা ।রেডিওটি কত মূল্যে বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক.৫৫৪০
খ.৫০৪৫
গ.৫০৫৬
ঘ.৫০৪০***
১৬৫.।x-3।=2 হলে x এর মান কত?
ক.3,1
খ.1,2
গ.5,1***
ঘ.6,1
১৬৬. x^2 yz,xyz এর একটি-
ক.গুণীতক***
খ.গুণণীয়ক
গ.উৎপাদক
ঘ.সবগুলো
১৬৭. ৭সে.মি.ব্যসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ৯৮ ব. সে. মি***
খ. ৪৯ ব.সে. মি.
গ. ১৯৬ ব.সে. মি.
ঘ. ১৪৬ ব.সে. মি.
১৬৮.2x = 5-y হলে, 4x+2y= কত?
ক.8
খ.10***
গ.14
ঘ.12
১৬৯.কোন এিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
ক.বহিঃকেন্দ্র
খ.অন্তঃকেন্দ্র
গ.ভরকেন্দ্র***
ঘ.পরিকেন্দ্র
১৭০.দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কোনটি সঠিক নয়?
ক.একান্তর কোণগুলো সমান হবে
খ.অনুরুপ কোণগুলো সমান নয়***
গ.অনুরুপ কোণগুলো সমান হবে
ঘ.একান্তর ও অনুরপ কোণগুলো সমান হবে
১৭১. শূন্যস্থানের শব্দজোড় কি হবে?
ক/চ, খ/ছ,- ঘ/ঝ
ক.খ/জ
খ.ঙ/ছ
গ.জ/খ
ঘ.গ/জ***
১৭২.Which one of the following has the right spelling?
ক. miscelanous
খ. misscellaneous
গ. miscelaneous
ঘ. miscellaneous***
১৭৩.Wednesday:Friday::Sunday:?
ক. Tuesday***
খ. saturday
গ. Monday
ঘ. Thursday
১৭৪.রুনা আছিয়ার মেয়ে।রুনার দাদির মেয়ের মেয়ের একজনই মামা রয়েছে। আছিয়ার সাথে এই মামার সম্পর্ক কি?
ক.স্বামী***
খ.ফুফা
গ.কাকা
ঘ.পিতা
১৭৫.Tree:Fruit::Pen:?
ক.Nib
খ.Ink
গ.writting***
ঘ.Pencil
১৭৬.সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন। তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দু’বার ডান দিকে ও একবার বাম দিকে ঘুরেছে।বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল?
ক.পূর্ব
খ.পশ্চিম***
গ.উত্তর
ঘ.দক্ষিন
১৭৭.∛5 সংখ্যাটি কি সংখ্যা?
ক. একটি মৌলিক সংখ্যা
খ. একটি পূর্ণ সংখ্যা
গ. একটি মূলদ সংখ্যা
ঘ. একটি অমুলদ সংখ্যা***
১৭৮.পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন। ১২বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের ২ গুন। পিতার বর্তমান বয়স কত?
ক.৩৬***
খ.৩৮
গ.৪০
ঘ.৪২
১৭৯.৪টা ২০মিনিটে একটি ঘড়ির মিনিটের কাটা ও ঘড়ির কাটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
ক.১০°***
খ.২০°
গ.৩০°
ঘ.৪০°
১৮০. চলতি বছর অর্থাৎ ২০০৯ সালের ১জানুয়ারি বৃহস্পতিবার ছিল।এ বছরের ৩১ ডিসেম্বর কি বার হবে?
ক. সোমবার
খ. বৃহস্পতিবার***
গ. বুধবার
ঘ. শনিবার
১৮১। ছুটন্ত তারার ইংরেজি কি?
ক.Meteor**
খ.Spector
গ.Vigious
ঘ.Comet
১৮২। শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কতটি?
ক.১১ টি
খ.১৬ টি
গ.১৮ টি
ঘ.২২ টি**
১৮৩। কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
ক.শনি
খ.বুধ**
গ.মঙ্গল
ঘ.প্লটু
১৮৪। আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়?
ক.ভয়েজার
খ.মেরিনার-১০**
গ.মেরিনার-২
ঘ.ভয়েজার-১
১৮৫। ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
ক.Delta**
খ.Martin
গ.Mini land
ঘ.Mini country
১৮৬। পরবর্তীতে কবে দেখা যাবে?
ক.২০৫৬ সালে
খ.২০৬০ সালে
গ.২০৬২ সালে**
ঘ.২০৮৪ সালে
১৮৭। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র
কতটি?
ক.৩ টি
খ.৫ টি
গ.২টি**
ঘ.৪ টি
১৮৮। আইলা(AILA) অর্থ কি?
ক.ফুল
খ.তারা
গ.ঢেউ
ঘ.ডলফিন**
১৮৯। টাইফুন ঘূর্নিঝড় ফিলিপাইনে এ ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
ক.সাইক্লোন
খ.বোগিও**
গ.হ্যারিকেন
ঘ.জোয়ান
১৯০। হ্যারিকেন শব্দটি কোথা থেকে এসেছে?
ক.হ্যারি হতে
খ.হ্যন্ডি হতে
গ.হুরাকান হতে**
ঘ.হ্যরিকাস হতে
১৯১। কালবৈশাখী ঝড়ের দিক কোনটি?
ক.পুর্ব,দক্ষিন
খ.উত্তর,পুর্ব
গ.দক্ষিন,পশ্চিম
ঘ.উত্তর,পশ্চিম**
১৯২। নার্গিস কি শব্দ?
ক.আরবি
খ.উর্দু
গ.হিন্দি
ঘ.ফারসি**
১৯৩। নার্গিস অর্থ কি-
ক.ফুল**
খ.তারা
গ.ছোবলা
ঘ.ঢেউ
১৯৪। সুশাসন ও মুল্যবোধ প্রতিষ্ঠায় কোন সরকারকে অধিক কার্যকর করা প্রয়োজন?
ক.স্হানীয় সরকার**
খ.পল্লী উন্নয়ন সরকার
গ.কেন্দ্রীয় সরকার
ঘ. কোনটি নয়
১৯৫। কোনটিকে সুশাসনের প্রাণ বলা হয়?
ক.শাসন কার্যে জনগনের অংশগ্রহন**
খ.সুসম্পর্ক গড়ে তোলা
গ.আস্থার সম্পর্ক গড়ে তোলা
ঘ.শান্তির সম্পর্ক গড়ে তোলা
১৯৬। জাতীয় উন্নয়নের মূলধন বলা হয়
কোনটিকে ?
ক.সামাজিক মূল্যবোধ
খ.গণতান্ত্রিক মূল্যবোধ**
গ.ব্যক্তিগত মূল্যবোধ
ঘ.রাজনৈতিক মূল্যবোধ
১৯৭। মুলবোধ এবং সুশাসন কার্যকর করা কার দায়িত্ব?
ক.জনগনের
খ.সরকারের**
গ.পুলিশের
ঘ.জাতিসংঘের
১৯৮। মুল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় নাগরিককে কি হতে হয়?
ক.ধার্মিক
খ.সৎ**
গ.সাংস্কৃতিক
ঘ.ঔচিত্যবোধ
১৯৯। সুশাসন সম্পর্কে প্রথম মতবাদ কার?
ক.জনগনের
খ.সরকারের
গ.দাতা সংস্হার
ঘ.বিশ্বব্যাংকের**
২০০। নিচের কোনটি সুশাসন এবং মুল্যবোধের সমস্যা?
ক.শাসনের অভাব
খ.বিচারের অভাব
গ.জবাবদিহিতার অভাব
ঘ.ঊপরের সবগুলো**

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5615 Views
    by bdchakriDesk
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]