Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1735
১। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

উপনেতা
উপভোগ ★
উপগ্রহ
উপসাগর

২। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে?

বৈকুন্ঠের খাতা ★
জামাই বারিক
বিবাহ - বিভ্রাট
হিতে বিপরীত

৩। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে?

গাজী মিয়াঁর বস্তানী ★
আলালের ঘরের দুলাল
হুতোম প্যাঁচার নক্সা
কলিকাতা কমলালয়

৪। 'বেদান্তগ্রস্থ ' ও 'বেদান্তসার ' কার রচনা?

রাজা রামমোহন রায় ★
গোলকনাথ শর্মা
রামরাম বসু
মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

৫। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
করছিলাম
করেছি
করছি
করব ★

৬। খনার বচন এর মূলভাব কি?

লৌকিক প্রণয়সঙ্গীত
শুদ্ধ জীবনযাপন রীতি★
সামাজিক মঙ্গলবোধ
রাষ্ট্র পরিচালনা নীতি

৭। 'দুরবস্থা ' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?

দুঃ + অবস্থা ★
দূর + বস্থা
দুর + বস্তা
দুর + অবস্থা

৮। 'তাম্বুলিক ' শব্দের সমার্থক নয় কোনটি?

তামসিক ★
বারুই
পান - ব্যাবসায়ী
পর্ণকার

৯। জীবনানন্দ দাশকে ' নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?

বিষ্ণু দে
বুদ্ধদেব বসু ★
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ সামসুল হক

১০। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

বক্র
গরল★
কুটিল
জটিল

১১। বিভক্তহীন নাম শব্দকে কী বলে?

প্রাতিপদিক ★
নাম - পদ
মৌলিক শব্দ
কৃদন্ত শব্দ

১২। কোনটি অপাদান কারক?

গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
ট্রেন স্টেশন ছেড়েছে ★
বনে বাঘ আছে

১৩। কোনটি ব্যাতিহার বহুব্রীহির উদাহরণ?

অজানা
দোতলা
আশীবিষ
কানাকানি ★

১৪। ' Hand out ' এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে?

হস্তপত্র
জ্ঞানপত্র ★
তথ্যপত্র
প্রচারপত্র

১৫। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?

বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম ★

১৬। কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
শূণ্য
ত্রিভুজ ★
পূন্য
ভূবন

১৭। বাবা কোন ভাষা হতে আগত?
সংস্কৃত
হিন্দি
অহমিয়া
তুর্কি ★

১৮। 'শ্রদ্ধা ' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

শ্রৎ+ √ধা + অ + আ ★
শ্রৎ+√ধা+ আ
শ্র+ √ধা + আ
শ্রু + √ধা + আ

১৯। উপস্থিত বুদ্ধি আছে যার?
বুদ্ধিমান
বুদ্ধিমতী
বিচক্ষণ
প্রত্যুৎপন্নমতি ★

২০। অর্ধচন্দ্র এর অর্থ কি?
অমাবস্যা
গলাধাক্কা দেয়া ★
কাস্তে
দ্বিতীয়া

২১। ট্রাম্প - কিম শীর্ষ বৈঠকটি সিঙাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ইস্টানা আইল্যান্ড
সেনার আইল্যান্ড
ম্যারিনা বে
সেন্তোসা ★

২২। কোন দেশের জাতীয় সংসদ দ্বি কক্ষ বিশিষ্ট?

মিয়ানমার ★
চীন
সিঙাপুর
ব্রুনাই

২৩। বাংলাদেশের ২০১৮- ১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজাটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?

১,৭২,০০০ কোটি টাকা
১,৭৩,০০০ কোটি টাকা ★
১,৭০,০০০ কোটি টাকা
১,৭১,০০০ কোটি টাকা

২৪। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যর বৃহত্রম বাজার কোথায়?

ইইউ★
ভারত
কানাডা
চীন

২৫। আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?

প্রাচীন গ্রীস সময়কাল
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
১৬০০-১৮০০ সাল ★
প্রাচীন রোম শাসনকাল

২৬। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?

জেনেভা ★
ভিয়েনা
জেদ্দা
বাগদাদ

২৭। জাতিসংঘের 'Champion of the Eaemrth ' খেতাবপ্রাপ্ত কে?

হিলারী ক্লীন্টন
থেরেসা মে
এঞ্জেল মার্কেল
শেখ হাসিনা ★

২৮। ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে?

ইউএমএনও
বারিসান ন্যাশনাল
পাটি পেরিকাতান
পাকাতান - হারুপান ★

২৯। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?

হোয়াংহো নদীর তীরে
ইয়াংসিকিয়াং নদীর তীরে
নীলনদের তীরে
ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে ★

৩০। ১৯৪৫ সালে প্রতিষ্ঠানকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?

৫০
৫১ ★
৪৮
৪৯

৩১। বাংলাদেশেএ অন্যতম বিশেষায়িত ব্যাংক?

বাংলাদেশ কৃষি ব্যাংক ★
সোনালী ব্যাংক
অগ্রণী ব্যাংক
রূপালী ব্যাংক

৩২। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

বিকন অন্বেষা
ব্রাক অন্বেষা ★
নোয়া ১৮
নোয়া ১৯

৩৩। কোন গ্যাসটি ' ড্রাই আইস ' তৈরিতে ব্যাবহার করা হয়?

অক্সিজেন
কার্বন ডাই অক্সাইড ★
সালফার ডাই অক্সাইড
নাইট্রোজেন ডাই অক্সাইড

৩৪। ই - মেইল গ্রহণ করার অধিক ব্যাবহৃত প্রোটকল কোনটি?

POP3 ★
POP9
HTML
SMTP

৩৫। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনে নেতৃত্ব দেন?

হাসিনা খান
বজলুর রহমান মোল্লা ★
এম এ এম ইয়াহিয়া খন্দকার
আশরাফুল ইসলাম

৩৬। বন্ধন এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চালু হয়?

ঢাকা টু কলকাতা
ঢাকা টু আগরতলা
খুলনা টু কলকাতা ★
খুলনা টু শিলিগুড়ি

৩৭। একাদশ জাতীয় সংসদে কয়টি আসনে প্রথমবারেএ মতো ইভিএম মেশিন ব্যাবহার করা হয়?

৫ টি
৬ টি ★
৭ টি
৮ টি

৩৮। হালদা নদী কি জন্য বিখ্যাত?

প্রচুর ইলিশ
খরস্রোত
নদী বন্দর
মৎস প্রজনন ★

৩৯। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসাবে পরিচিত ভাস্ক' অঙ্গীকার ' এর অবস্থান কোথায়?

জয়দেবপুর
চাঁদপুর ★
রংপুর
মেহেরপুর

৪০। বর্তমানে বাংলাদেশে কতটি নদী বন্দর আছে?
৩০ টি
২৮ টি
৩৩ টি ★
৩৪ টি

৪১। 125 (√5)2x=1 হলে x এর মান কত?

3
-3★
7
9

৪২। যদি ৯× ৭= ৩৫৪৫ এবং ৪×৩=১৫২০ হয়, তবে ৬×৮=?
৩০৪০
৫০৪০
৪০৩০★
৬০৫০

৪৩। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
11 টাকা
11.5 টাকা
12 টাকা
10 টাকা ★

৪৪। দুইটি সংখ্যার অনুপাত ৭ঃ৫ এবং তাদের ল. সা. গু ১৪০ হলে সংখ্যা দুইটির গ. সা. গু কত?

৪ ★
১২



৪৫। একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতপর বামদিকে ২০ ফুট, তারপর বাম দিকে ২০ ফুট এবং সবশেষে বাম দিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরুত্ব কত?
৩০ ফুট
৪০ ফুট
১০ ফুট ★
২০ ফুট

৪৬। ০.৪× ০. ০২ × ০.০৮=?

০.০০০৬৪ ★
৬.৪০০০
০.৬৪০০০
০.০৬৪০০

৪৭। ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?

৯০°
৯৫°
১০৫°
১১০°

সঠিক উত্তর ১২০°

৪৮। নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?

৬/১১
৮/১৪
৩/৫
৫/৮ ★

৪৯। √2/1 , 1,√2..... ধারার কোন পদ 8√2 হবে?

৯তম পদ ★
১০তম পদ
১১তম পদ
১২ তম পদ

৫০। ৪ জন মহিলা ও ৬ জন পুরুষের মধ্য থেকে ৪ সদস্যবিশিষ্ট একটি উপ - কমিটি গঠন করতে হবে যাতে ১ জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?

২১০
৩০৪
৮৪★
১২০

৫১। ঢাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

৪ টি ★
৩ টি
২ টি
কোনটিই নয়

৫২। কোন আসল ৩ বছরে মুনাফা - আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৮/৩ অংশ হলে মুনাফার হার কত?

১০%
১২.৫%★
১৫%
১২%

৫৩। মি. রেজা তাঁর সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মোট মূল্য কত?

২৪০০০০০ টাকা ★
২০০০০০০ টাকা
১৬০০০০০ টাকা
১২০০০০০ টাকা

৫৪। একটি সমান্তর অনুক্রমে ৫ম পদটি ১৮ এবং প্রথম ৫ টি পদের যোগফল ৭৫ হলে প্রথম পদটি কত?


১০

১২ ★

৫৫। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?

৬০°
৪৫°
৩০° ★
২৫°

৫৬। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?

৪৯৯৯
৫৫০১
৫০৫০★
৫০০১

৫৭। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

৩৫√৫
৪০√৫
৪৫√৫
৫০√৫ ★

৫৮। ১৩ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে জ্যা এর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার?



৫★


৫৯। ১৭ সেমি, ১৫ সেমি, ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে?

সমবাহু
সমদ্বিবাহু
সমকোণী ★
স্থুলকোণী

৬০। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?

৫৭
৭৫
৩৯ ★
৯৩

61. A peeson who belives that laws and governments are not necessary is known as?

A militant
An anarchist ★
A terrorist
An extremist

62. Complete the following sentence : Had I known you were waiting outside, i?

had invited you to come in
Would invite you to come in
Woulf be inviting you to come in
Would have invited you to come in ★

63. He went to - hospital because he had - heart attack?

No article, an
A,an
The, no article
No article, a ★

64. Select the word with right spelling?

Schizophrenia ★
Seizophrania
Scizophrenia
Schizophrania

65. A soporific speech is likely to?

Be incomprehensible
Appeal primarily to emotions
Put one to sleep ★
Stimulate action

66. Love for the whole world is called?

Philanthropy ★
Misogyny
Benevolence
Misanthropy

67. when we want to mean a government by the richest class we use the term?

Oligarchy
Plutocracy★
Cyptocracy
Aristocracy

68. Identify the correct passive form of the sentence below: ' Fo you know them? '

Are they known by you
Would they be known by you
are they known with you
Are they known to you ★

69. Which of the following condition is nit precancerous?

Cervical dysplasia
Glycogen storage disease ★
Solar keratosis of skin
Ulceeative colitis

70. Which of the following occurs during reverse transcriptase polymerase chin reaction?

Used to amplify DNA
RNA is converted to DNA ★
protiens are converted to DNA
DNA is converted RNA

71. The most famous satirist in English Literature is?

Jonathan swift ★
Alexander pope
Joseph addison
Richard steel

72. Choose the correct sentence?

He refrained to take any drastic action
He refrained on taking any drastic action
He refrained in taking any drastic action
He refrained from taking any drastic action ★

73. A ' Retired ' officer lives next door. Here, the underlined word is used as a/ an?

Geround
Adverb
Preposition
Participle ★

74. Choose the appropriate preposition in the blank of the following sentence :
Eight men were conceened - the plot?

At
With
In
For ★

75. Which one is the correct antonym of ' Frugal '

Extraordinary
Spendthrift ★
Economical
Authentic

76. Choose the meaning of the idom ' take the bull by the horns?

To challenge the enemy with courage ★
Force the enemy to submit
Out of one' s wit
Surrender before the enemy

77. Which one of the following word is in singular form?

Agenda
Oases
Radius ★
Formulae

78. Select the right compound structure of the sentence :
" though he is poor, he is honest "?

He is poor and honest
As he is poor, he is honest
He is poor but honest ★
Since he is poor, he is honest

79. Choose the correct indirect speech - she asked me, ' are you happy in your new job? "

She asked me if i was happy in my new job ★
She asked me if i have been happy in my new job
Shr asked me whether i am happy in my new job
She asked me if i had been happy in my new job

80. Identify the synonym of ' Sumptuous '

Swampy
Irritable
Meager
Lavish ★

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]