Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1611
Ques 1-8 find out the Synonym of the following words

1. Incredulous
a. Dishonest
b. Honest
c. Reliable
d. Unreliable
Ans: Unreliable

2. ZEST
a. Passive
b. Enthusiasm
c. Disgust
d. Various
Ans: Enthusiasm

3. Puerile
a. Mature
b. Immature
c. Purity
d. Power
Ans: Immature

4. Shelve
a. Cancel
b. Discuss
c. Reconsider
d. Postpone
Ans: Postpone

5. Cryptic
a. Obscure
b. Written
c. Copied
d. Dead
Ans: Obscure

6. Accord
a. Confer
b. Refusal
c. Dissension
d. Opposition
Ans: Confer

7. Tentative
a. Prevalent
b. Portable
c. Wry
d. Provisional
Ans: Provisional

8. Exemplify
a. Reprehensible
b. Illustrate
c. Empty
d. Finish
Ans: Illustrate

9. A story of double meanings, that is , one story is told in the guise of another story means a. Connotation
b. Satire
c. Allegory
d. Myth
Ans: Allegory

10. "The wind was blowing so hard, the sun was scared to come out" is an example of a. Oxymoron
b. Personification
c. Metaphor
d. Simile
Ans: Personification

11. If a part of a speech or writing breaks the theme, it is called a. Pomposity
b. Digression
c. Exaggeration
d. Anti climax
Ans: Digression

12. "The boy believed black birds bite" is an example of
a. Metaphor
b. Alliteration
c. Personification
d. Simile
Ans: Metaphor

13. A composition in verse or prose aiming at eliminating evil customs from the society means a. Epic
b. Paradox
c. Satire
d. Antithesis
Ans: Satire

14. "The men were jumping like a pack of frantic grizzly bears" is an example of a. Personification
b. Simile
c. Alliteration
d. Metaphor
Ans: Alliteration

15. Unrhymed verse (usually in iambic pentameter) means
a. Blank verse
b. Free verse
c. Heroic couplet
d. Hexameter
Ans: Blank verse

16. "Death, thou shalt not die" is an example of
a. Metaphor
b. Alliteration
c. Oxymoron
d. Paradox
Ans: Paradox

17. A four-line stanza rhymed abcd with four feet in lines one and three and three feet in lines two and four known as a. Ballad meter
b. Assonance
c. Paradox
d. Blank verse
Ans: Ballad meter

18. "He is short in his accounts" is an example of
a. Paradox
b. Oximoron
c. Euphemism
d. Antithesis
Ans: Euphemism

19. What figure of speech is represented in the sentence “He was sweating like a racehorse.” a. Simile
b. Metaphor
c. Onomatopoeia
d. Litotes
Ans: Simile

20. An elegy is a /an
a. Poem/song expressing sadness
b. Monologue
c. Long narrative
d. Eulogy
Ans: Poem/song expressing sadness

21. The hero or central character of a literary work is
a. Villain
b. Protagonist
c. Antagonist
d. Chorus
Ans: Protagonist

22. A single speaker expresses his/her thoughts and feelings to a silent listener called a. Soliloquy
b. Monologue
c. Dramatic monologue
d. Lyric
Ans: Dramatic monologue

23. "This is no common speech" is an example of
a. Irony
b. Hyperbole
c. Conceit
d. Litotes
Ans: Litotes

24. The final scene of a tragedy in which the action ends with the death of hero is called a. Black comedy
b. Melodrama
c. Tragedy
d. Catastrophe
Ans: Catastrophe

25. A stanga consisting of four lines is
a. Sonnet
b. Ballad
c. Quatrain
d. Couplet
Ans: Quatrain
২৬। বাংলাদেশে বর্তমানে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ?
ক. ৪১টি
খ. ৩৯টি
গ. ৪০টি
ঘ. ৩৮টি
উত্তর: খ
২৭। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীগ কতটি আসন পেয়েছে?
ক. ২৮৮টি
খ.২৫৭টি
গ. ২৫৮টি
ঘ.২৫৯টি
উত্তর :খ
২৮।বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী চাপসৃষ্টিকারী গোষ্টী কোনটি?
ক. বিদ্যুৎ, বন্দর , খনি রক্ষাকারী জাতীয় কমিটি
খ. টিআইবি
গ. এফবিসিসিআই
ঘ. সুশাসনের জন্য নাগরিক(সুজন)
উত্তর : ঘ
২৯। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি প্রতীক বরাদ্দ ছিল ?
ক. ৬৮টি
খ. ৬৪টি
গ. ৭টি
ঘ.২২টি
উত্তর : খ
৩০। কত বছর পূর্ণ হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারকগণ নিজ পদে বহাল থাকবেন ?
ক. ৬৫
খ. ৫৯
গ.৬০
ঘ.৬৭
উত্তর : ঘ
৩১। সকল জাতীয় সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান কে ?
ক. স্পিকার
খ. রাষ্ট্রপতি
খ. প্রধানবিচারপতি
ঘ. ডেপুটি স্পিকার
উত্তর : ক
৩২।সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙ্গে যাওয়ার কতদিনের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে ?
ক. ৯০দিন
খ. ৬০দিন
গ.৩০দিন
ঘ. ১২০দিন
উত্তর : ক
৩৩। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য কতজন ?
ক. ৪৬
খ. ৪৭
গ. ৪৫
ঘ. কোনটিই নয়
উত্তর : খ
৩৪। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ কতজন নারী মন্ত্রী আছেন ?
ক. ৩জন
খ.৪জন
গ. ৫জজ
ঘ. ২জন
উত্তর : খ
৩৫। বাংলাদেশের সর্বশেষ তথা ৪৯২তম উপজেলা কোনটি?
ক.তাড়াশ( সিরাজ গঞ্জ)
খ. শায়েতা গঞ্জ ( হবিগঞ্জ)
গ. দুহাজারী (চট্টগ্রাম)
ঘ. লালমাই (কুমিল্লা)
উত্তর : খ
৩৬। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা
ক. আইন মন্ত্রী
খ. প্রধান বিচারপতি
গ. স্পিকার
ঘ.এ্যার্টনি জেনারেল
উত্তর : ঘ
৩৭.কোন সংসদে দলীয় নেতা ছিল না ?
ক. দশম
খ.৭ম
গ. ১ম ও ষষ্ঠ
ঘ. ৯ম
উত্তর: গ
৩৮।প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত এককভাবে করতে পারেন
ক. আইন মন্ত্রী
খ. প্রধান বিচারপতি
গ. স্পিকার
ঘ.এ্যার্টনি জেনারেল
উত্তর :খ
৩৯। বর্তমানে বাংলাদেশে থানার সংখ্যা কতটি ?
ক. ৬৫০টি
খ. ৩২৬টি
গ. ৫৬০
ঘ. ৬০৫টি
উত্তর : ক
৪০। জেলা পরিষদের সদস্য সংখ্যা কত ?
ক. ১৩জন
খ.১৭জন
গ. ২১জন
ঘ. ২২জন
উত্তর :গ
৪১। একাধিক আসনে বিজয়ী প্রার্থী কোন আসনে প্রতিনিধিত্ব করতে চান তা কতদিনের মধ্যে নির্বাচন কমিশনারকে জানাতে হয় ?
ক. ২৫
খ. ৩০
গ.৩৫
ঘ.৪০
উত্তর : খ
৪২। কার অনাস্থায় মন্ত্রিসভা পদত্যাগ বা অপসারিত হবে ?
ক. রাষ্ট্রপতি
খ. স্পিকার
গ. জাতীয় সংসদ
ঘ. সুপ্রিম কোর্ট
উত্তর : গ
৪৩। সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি?
ক. ৬৪টি
খ. ৬১টি
গ.৩টি
ঘ.২টি
উত্তর :ঘ
৪৪। নির্বাহী বিভাগ থেকে বিচার পৃথকীকরণের জন্য ‘মাজদার হোসেন মামলার রায়’ কবে ঘোষিত হয় ?
ক. ১৯৯৯সালের ২ ডিসেম্বর
খ. ২০০৭ সালের ১৬জানু
গ. ২০০৭সালের ১ নভে.
ঘ. ২০১০সারে ১ জানু
উত্তর : ক
৪৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাহী ক্ষমতা কার হাতে নস্ত থাকে ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. সেনা প্রধান
ঘ. স্পিকার
উত্তর : খ
৪৬। বাংলাদেশের রাষ্ট্রপতিকে কীভাবে অপসারণ করা হয় ?
ক. সামরিক হস্তক্ষেপের মাধ্যমে
খ. প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে
গ.জাতীয় সংসদ কর্তৃক অভিশংসনের মাধ্যমে
ঘ. প্রধানবিচার কর্তৃক
উত্তর :গ
৪৭। নিচের কোনটি সাংবিধানিক পদ নয় ?
ক. এ্যাটর্নি জেনারেল
খ. স্পিকার
গ.পিএসসির চেয়ারম্যান
ঘ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তর : ক
৪৮। বাংলাদেশের সংবিধানের ১৭তম সংশোধনী অনুযায়ী সংরক্ষিত ৫০টি নারী আসন কবে পর্যন্ত বলবৎ থাকবে?
ক. ২০২১
খ. ২০৩১
গ.২০৪১
ঘ.২০৪৪
উত্তর : ঘ
৪৯। জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম কতবছর বয়স্ক হতে হবে?
ক.১৮
খ.২৫
গ. ৩৫
ঘ. ২১
উত্তর : খ
৫০।বাংলাদেশে বর্তমানে কতটি মন্ত্রাণালয় আছে?
ক. ৫৮টি
খ. ৪১টি
গ. ৪২টি
ঘ.৪৬টি
উত্তর : খ
৫১।একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের কতদিনের মধ্যে শপথ না নিলে তাঁর সদস্য পদ বাতিল হয়ে যায় ?
ক. ৩০দিন
খ.৭দিন
গ. ৬০দিন
ঘ. ৯০দিন
উত্তর : ৯০দিন
৫২। জাতীয় সংসদ নির্বাচনের কতদিনের মধ্যে ১ম অধিবেশন বসতে হয় ?
ক. ৩০দিন
খ.৭দিন
গ. ৬০দিন
ঘ. ৯০দিন
উত্তর :ক
৫৩। ২৩জুন ১৯৪৯ সালে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ কী ছিল?
ক. সহ সভাপতি
খ. সহ সম্পাদক
গ. যুগ্ম সম্পাদক
ঘ. কোষাধক্ষ
উত্তর : গ
৫৪। ৭মার্চ ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কতটি আসন পায় ?
ক. ২৮৮টি
খ. ২৯৩টি
গ. ২৯৮টি
ঘ. ১৬৭টি
উত্তর : খ
৫৫। ১৯৮৯সালে পাশ হওয়া বিল অনুযায়ী পাবর্ত চট্টগ্রাম স্থানীয় সরকার পরিষদ ৩টি কতজন সদস্য নিয়ে গঠিত?
ক. ১জন চেয়ারম্যানসহ ২৭জন সদস্য
খ. ১জন চেয়ারম্যানসহ ৩১জন সদস্য
গ. ১জন চেয়ারম্যানসহ ৩৩জন সদস্য
ঘ. ১জন চেয়ারম্যানসহ ৩৫জন সদস্য
উত্তর খ
৫৬. বিভূতিভূষণের 'পথের পাঁচালী' উপন্যাসের উপজীব্য বিষয় কি?
ক. প্রকৃতি ও মানুষ
খ. গ্রামীণ জীবন
গ. অরণ্য ও জীবজন্তু
ঘ. শহুরে

উত্তর: ক

৫৭.শেক্সপীয়ারের ম্যাকবেথ অনুবাদ করেন কে
ক. শওকত ওসমান
খ.সৈয়দ শামসুল হক
গ.আলী আহসান
ঘ.ইসমাইল হোসেন সিরাজি

উত্তর: খ

৫৮.'কিন্নর দল' গল্পগ্রন্থ কার লেখা?
ক.বিভূতিভূষণে বন্দ্যোপাধ্যায়
খ.শওকত ওসমান
গ. সৈয়দ ওয়ালিউল্লাহ
ঘ.সৈয়দ শামসুল হক

উত্তর: ক

৫৯. ‘জন্ম যদি তব বঙ্গে’, ‘জুনু আপা ও অন্যান্য গল্প’ প্রভৃতি ছোট গল্পগ্রন্থের রচয়িতা হলেন-

ক.সৈয়দ ওয়ালীউল্লাহ
খ.শওকত ওসমান
গ.সরদার জয়েন উদ্দীন
ঘ.সেলিনা হোসেন

উত্তরঃ খ

৬০. শওকত ওসমান রচিত নাটক কোনটি?

ক.কোরবাণী
খ.দুয়ে দুয়ে চার
গ.আমলার মামলা
ঘ.উত্তর ফাল্গুনী

উত্তরঃ গ

৬১. শওকত ওসমানের রচনা কোনটি?

ক. উত্তম পুরুষ
খ. জননী
গ. শেষ রজনীর চাঁদ
ঘ. চৌচির

উত্তরঃ খ

৬২. কোনটি ইসমাইল হোসেন সিরাজী রচিত গ্রন্থ নয়?
ক. অনল প্রবাহ
খ. তারা বাঈ
গ. তুরস্ক বিজয়
ঘ. তরঙ্গভঙ্গ

উত্তরঃ ঘ

৬৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-

ক.মুক্তিযুদ্ধের প্রস্তুতি
খ.মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
গ.মুক্তিযুদ্ধের শেষ
ঘ.দেশ গড়া

উত্তরঃ ক

৬৪. সৈয়দ ওয়ালী উল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণীর উপন্যাস?

ক.সামাজিক
খ.আত্মজৈবনিক
গ.মনোসমীক্ষণমূলক
ঘ.রূপক

উত্তর: গ

৬৫.সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম কি?

ক.সংশপ্তক
খ.শীত বিকেল
গ.নীল দংশন
ঘ.আরেক ফাল্গুন
উত্তরঃ গ

৬৬. ‘চাঁদের অমাবস্যা’ কি জাতীয় গ্রন্থ?

ক.বিজ্ঞান বিষয়ক
খ.কাব্য
গ.উপন্যাস
ঘ.নাটক

উত্তরঃ গ

৬৭. কোনটি সৈয়দ শামসুল হকের রচনা নয়?

ক.খেলারাম খেলে যা
খ.দেয়ালের দেশ
গ.সীমানা ছাড়িয়ে
ঘ.নাম না জানা ভোর

উত্তরঃ ঘ

৬৮.প্রশ্নঃ কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?

ক. লালসালু
খ. অনেক সূর্যের আশা
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. চাঁদের অমাবস্যা

উত্তরঃ খ

৬৯.‘দেশে বিদেশে' বইটির লেখক কে?

ক.সৈয়দআলী আহসান
খ.সৈয়দ মুজতবা আলী
গ.সৈয়দ শামসুল হক
ঘ.সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ খ

৭০. কোনটি উপন্যাস?

ক.শবনম
খ.নাম রেখেছি কোমল গান্ধার
গ.নীল লোহিত
ঘ.মধুমালা

উত্তরঃ ক

৭১.কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়-

ক.টুনি মেম
খ.তুলনাহীনা
গ.অবিশ্বাস্য
ঘ.পথে-প্রবাসে

উত্তরঃ ঘ

৭২.উৎকর্ন কার রচিত সাহিত্যকর্ম
ক.সৈয়দ শামসুল হক খ.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ.সৈয়দ আলী আহসান ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: খ

৭৩.পাকিস্তানের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে কাকে চাকরি ছাড়াতে হয়?

ক.সৈয়দ শামসুল হক
খ.সৈয়দ মুজতবা আলী
গ.জহির রায়হান
ঘ.মুনীর চৌধুরী

উত্তর: খ

৭৪. শওকত ওসমানের প্রকৃত নাম কী?

ক.শেখ আবদুল হালিম
খ.শেখ আবদুল আজিজ
গ.শেখ হালিমুজ্জামান
ঘ.শেখ আজিজুর রহমান

উত্তরঃ ঘ

৭৫.শবনম উপন্যাস কোন পটভূমিতে রচিত

ক.মুক্তিযুদ্ধ
খ.আফগানিস্তান
গ.ইরান
ঘ.ভাষা আন্দোলন

উত্তর:খ
৭৬. Which countries are separated by Mac-Mohan line?
ক. China & Russia
খ. China & India
গ. India & Pakistan
ঘ. Pakistan & Afghanistan
উত্তরঃ খ
৭৭. North & South Korea are divided by the
ক. 10 degree
খ. 17 degree
গ. 38 degree
ঘ. 33 degree
উত্তরঃ গ
৭৮. ওয়ালেস এর লাইন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা?
ক. এশিয়া ও অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা ও মাদাগাস্কার
গ. ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া
ঘ. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
উত্তরঃ ঘ
৭৯. কোনটি প্রশান্তমহাসাগরীয় দেশ নয়?
ক. ফিজি
খ. ভানুয়াতু
গ. মালদ্বীপ
ঘ. পালাউ
উত্তরঃ গ
৮০. কিউবা কোন সাগরে অবস্থিত?
ক. প্রশান্ত মহাসার
খ. আটলান্টিক মহাসাগর
গ. ভূমধ্যসাগর
ঘ. উত্তর সাগর
উত্তরঃ খ
৮১. 'Port Blayer' Island is in-
ক. Pacific Ocean
খ. Atlantic Ocean
গ. Bay of Bengal
ঘ. India Ocean
উত্তরঃ ঘ
৮২. ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়াতনে সর্ববৃহৎ?
ক. নিকোবর
খ. শ্রীলংকা
গ. সিসিলিস
ঘ. মাদাগাস্কার
উত্তরঃ ঘ
৮৩. The waterway separating India & Sri Lanka is-
ক. Strait of Gibraltar
খ. Suez Canal
গ. Palk Strait
ঘ. St George Channel
উত্তরঃ গ
৮৪. জিব্রাল্টার প্রণালি কোন দেশকে পৃথক করেছে?
ক. পর্তুগাল ও স্পেন
খ. মৌরিতানিয়া ও স্পেন
গ. আলবেনিয়া ও স্পেন
ঘ. মরক্কো ও স্পেন
উত্তরঃ ঘ
৮৫. এর মধ্যে কোন দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছে?
ক. গ্রিনল্যান্ড
খ. রাশিয়া
গ. ওয়েতেমালা
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ খ

৮৬। logx^(3/2) = -1/2 হলে, x-এর মান--
ক. 4/9
খ. 9/4
গ. √(3/2)
ঘ. √(2/3)
উত্তরঃ ক
৮৭। অ × অ × অ × অ × অ × অ = কত?
ক. অ^৬
খ. অ^৭
গ. অ^৮
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৮৮। লগারিদমের প্রবর্তন করেন-- ক. নিউটন
খ. প্রসপার একার্ট
গ. জন মউসলি
ঘ. জন নেপিয়ার
উত্তরঃ ঘ
৮৯। log2 + log4 + log8 + ...............ধারাট­ির প্রথম দশটি পদের সমষ্টি কত? ক. 45 log2
খ. 55 log2
গ. 65 log2
ঘ. 75 log2
উত্তরঃ খ
৯০। logx ^324 = 4 হলে x-এর মান কত?
ক. 2√2
খ. 2√3
গ. 3√2
ঘ. 3√3
উত্তরঃ গ
১০১। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি ডাটার আদান–প্রদান করতে পারে না কোন সংগঠনে?
ক) বাস
খ) রিং
গ) স্টার
ঘ) পরস্পর সংযুক্ত
সঠিক উত্তরঃ গ
১০২। ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে কোনটির জন্ম হয়?
ক) আরপানেট
খ) সফটওয়্যার
গ) হার্ডওয়্যার
ঘ) প্রসেসর
সঠিক উত্তরঃ ক
১০৩। নিচের কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়?
ক) স্টার সংগঠন
খ) বাস সংগঠন
গ) ট্রাক সংগঠন
ঘ) রিং সংগঠন
সঠিক উত্তরঃ গ
১০৪। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে?
ক) টিম বার্নাস-লি
খ) মার্ক জাকারবার্গ
গ) স্টিভ জবস
ঘ) বিল গেটস
সঠিক উত্তরঃ ক
১০৫। তথ্য আদান–প্রদানের জন্য ইন্টারনেটে কিছু অভ্যন্তরীণ নিময়–নীতি রয়েছে । এ নিয়ম–নীতিগুলোকে বলা হয়—
ক) নেটওয়ার্ক
খ) ইন্টারনেট
গ) প্রটোকল
ঘ) ই-মেইল
সঠিক উত্তরঃ গ
১০৬। হোস্ট কম্পিউটার বা সার্ভারের সঙ্গে নেটওয়ার্কযুক্ত কম্পিউটার গুলোকে কী বলে?
ক) টার্মিনাল
খ) মেইনফ্রেম
গ) মিনিফ্রেম
ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তরঃ ক
১০৭। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় টপোলজি কথাটি ব্যবহৃত হয় । টপোলজি দিয়ে কী বুঝায়?
ক) নেটওয়ার্কে কম্পিউটারসমূহের অবস্থাগত কাঠামো
খ) নেটওয়ার্কে কম্পিউটারসমূহের সংযোগ বিন্যাসের কাঠামো
গ) ক ও খ উভয়টি
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ খ
১০৮। ইন্টারনেটের প্রটোকলের মধ্যে রয়েছে—
ক) UUCP
খ) TCP/IP
গ) Gateway
ঘ) সবগুলো
সঠিক উত্তরঃ ঘ
১০৯। প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে?
ক) মেস টপোলজি
খ) রিং টপোলজি
গ) স্টার টপোলজি
ঘ) ট্রি টপোলজি
সঠিক উত্তরঃ ক
১১০। ISP এর পূর্ণরূপ হলো—
ক) International Service Provider
খ) International Security Provider
গ) Internet Service Provider
ঘ) Internet Security Provider
সঠিক উত্তরঃ গ
১১১।যদি (64)23 + 62512 = 3K হয়, তবে K এর মান কত? ক. 912
খ. 1113
গ. 1225
ঘ. 1323
উত্তরঃ ঘ
১১২।log3 (1/9) এর মান ---
ক. 2
খ. -2
গ. 3
ঘ. -3
উত্তরঃ খ
১১৩।Log√3 81= কত?
ক. 4
খ. 27√3
গ. 8
ঘ. 1/8
উত্তরঃ গ
১১৪।m^(x - y)(x + y) × m^(y - z)(y + z) × m^(z - x)(z + x) = কত? ক. 0
খ. 1
গ. 1/2
ঘ. 2
উত্তরঃ খ
১১৫।a^m.a^n = a^m+n কখন হবে?
ক. m ধনাত্নক হলে
খ. n ধনাত্নক হলে
গ. m ও n ধনাত্নক হলে
ঘ. m ধনাত্নক ও n ঋনাত্নক হলে
উত্তরঃ গ

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    1 Replies 
    1505 Views
    by Abrar

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]