Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#2264
৪১তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট - ০৩: পার্ট ০১

বাংলা ভাষা ও সাহিত্য : ৩৫
ভাষা ------------------- ১৫
১. শুদ্ধ রূপটি লেখ -
- সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
২. বাংলা ভাষায় ভাওয়েল ও কনসোনেন্ট কয়টি?
- ২৯ ও ৭টি
৩. কোনটি শুদ্ধ বাক্য?
- তারা শবদাহ করতে গেল
৪. ‘Mania’ শব্দটির পারিভাষিক অর্থ-
- বাতিক
৫. ‘ভ্রমর’ শব্দটির সমার্থক -
- ভৃঙ্গ
৬. ‘আকুঞ্চন’ -এর বিপরীত শব্দ -
- প্রসারণ
৭. কোনটি অনুনাসিক ধ্বনি?
- ঞ
৮. যৌগিক স্বরের অপর নাম -
- সন্ধিস্বর, দ্বিস্বর, সান্ধ্যক্ষর
৯. বাংলাভাষায় বর্গীয় বর্ণ কয়টি?
- ২৫টি
১০. যোগরূঢ় শব্দের উদাহরণ -
- মহাযাত্রা
১১. ভাববাচক বিশেষ্যের উদাহরণ -
- শয়ন
১২. কোনটি জটিল বাক্য?
- যে রক্ষক সেই ভক্ষক
১৩. তদ্বিত প্রত্যয়ের উদাহরণ -
- সোনা + আলি = সোনালি
১৪. ব্যঞ্জনসন্ধির উদাহরণ -
- পরি + ছদ = পরিচ্ছদ
১৫. ‘ক্যাসিনো’ কোন ভাষার শব্দ?
- ইতালীয়

সাহিত্য (প্রাচীন ও মধ্যযুগ) ------------------- ৫

১৬. চর্যাপদের ভাষাকে ‘আলো আঁধারি’ ভাষা নামে অভিহিত করেন -
- ড. হরপ্রসাদ শাস্ত্রী
১৭. দৌলত উজির বাহরাম খান রচিত মর্সিয়া কাব্যের নাম -
- জঙ্গনামা
১৮. ‘কালকেতু’, ‘ধনপতি’, ‘মুরারিশীল’ কোন কাব্যের চরিত্র?
- চণ্ডীমঙ্গল
১৯. শাক্ত পদাবলির আদি ও শ্রেষ্ঠ কবি -
- রামপ্রসাদ সেন
২০. চর্যাপদে কোন ছন্দের প্রভাব মেলে?
- মাত্রাবৃত্ত ও পাদাকুলক

সাহিত্য (আধুনিক যুগ) -------------- ১৫

২১. ‘চলিষ্ণু অভিধান’ কাকে বলা হতো?
- মুহম্মদ শহীদুল্লাহ
২২. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ -
- উপন্যাস
২৩. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৪. ’যৈবতী কন্যার মন’ নাটকটির নাট্যকার -
- সেলিম আল দীন
২৫. “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” - এ পঙক্তিটি -
- বাউল পদাবলীর অন্তর্গত
২৬. ‘কবর’ নাটকের পটভূমি কী?
- ভাষা আন্দোলন
২৭. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট -
- মুক্তিযুদ্ধের প্রস্তুতি
২৮. ‘শব্দতত্ত্ব’ গ্রন্থটির রচয়িতা -
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৯. ‘নিহত নক্ষত্র’ গল্পটির রচয়িতা -
- আহমদ ছফা
৩০. ’গৃহদাহ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম -
- সুরেশ ও অচলা
৩১. কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থের ভূমিকা লেখেন?
- আয়না
৩২. ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় কাব্য?
- কাহিনী কাব্য
৩৩. ‘কালো আর ধলো বাহিরে কেবল,
ভিতরে সবার সমান রাঙা।’ - কার রচনা?
- সত্যেন্দ্রনাথ দত্ত
৩৪. কাজী নজরুল ইসলামের রচিত কোনটি?
- পদ্মগোখরা
৩৫. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা -
- ১৩০৬ বঙ্গাব্দে
English Language and Literature -------- 35
Part-1: Language ------- 20

36. He -- to Chicago just a few months ago.
- moved
37. We will never forget the -- of 1971.
- deadlock
38. If I -- you, I would never do it.
- were
39. What is the appropriate translation of ‘আমি তোমাকে খাওয়াই।’
- I fed you
40. Govt. has been entrusted -- elected politicians.
- to
41. ‘Capital Punishment’ means -.
- death penalty
42. This is the place which I was born.
- adjective clause
43. ‘An extrovert’ is a person who -.
- shares his cheerful feelings with others
44. Find the synonym of the word ‘myopic’.
- short-sighted
45. The antonym for ‘belittle’ --.
- magnify
46. Find the word with wrong spelling:
- rejoice
47. Which of the following words is a verb?
- interest
48. Next August, Lata and Tanim -- for ten years.
- will have been married
49. Choose the correct passive form of ‘Who will do the work?’
- By whom will the work be done?
50. The Chairman presided -- the senate meeting.
- over
51. Team is -- eleven.
- made up of
52. I still have -- money in my pocket.
- a little
53. The word ‘expunge’ means --.
- eradicate
54. Which one is correct?
- transparency
55. Hardly had the train stopped --.
- when we got down

Part-2: Literature ------- 15

56. Who wrote ‘War and Peace?
- Leo Tolstoy
57. Francis Bacon is a/an --.
- Essayist
58. ‘The God of Small Things’ is written by ---.
- Arundhuti Roy
59. Shakespeare’s ‘King Lear’ is a --.
- tragedy
60. ‘The Canterbury Tales’ is alive and --- today it was nearly 600 years ago.
- appealing
61. P. B Shelley was called the --- poet.
- Reolutionary
62. ‘Naksi Kanther Maat’ was translated into English by -.
- E. M. Milford
63. Robert Herrick was an English poet of the --.
- 17th century
64. ‘Epitaph’ means -.
- words that are said about dead person
65. Who is the author of ‘The Origin of Species’?
- Darwin
66. William Shakespeare was known as --.
- Bard of Avon
67. ‘Lyrical Ballads’ is a collection of --.
- Romantic poems
68. Who wrote the short story ‘The Gift of the Magi’?
- O’ Henry
69. Canto is -.
- a part of a long poem
70. The only medium of literature is --.
- language
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]