- Mon Apr 14, 2025 12:58 pm#8486
প্রার্থী : আসসালামু আলাইকুম , আসতে পারি স্যার?
চেয়ারম্যান : ওয়ালাইকুম আসসালাম । আসেন, বসুন ।
প্রার্থী : ধন্যবাদ , স্যার।
চেয়ারম্যান : কী করছেন এখন?
প্রার্থী : সোনালী ব্যাংক পিএলসিতে অফিসার হিসেবে কর্মরত আছি স্যার।
চেয়ারম্যান : সোনালী ব্যাংক পিএলসি কেন? পিএলসি বলতে কী বোঝায়?
প্রার্থী : প্রণোদনা, প্রবাসী ঋণ , BAIRA , BOESL কর্তৃক দক্ষ কর্মীদেরকে বিদেশে প্রেরণ, BFIU সার্ভিসকে রেমিট্যান্স পাঠানো আরও সহজতর করা, হুন্ডি নিরুৎসাহিতকরণ, MFS-এর সাধ্যমে অবৈধ চ্যানেল চিহ্নিতকরণ।
এক্সটারনারল-১: আচ্ছা, জনশুমারি কেন করা হয়?
প্রার্থী: একটি দেশের পরিকল্পিত উন্নয়নের জন্য দেশের জনসংখ্যা ও তার আর্থ –সামাজিক অবস্থা জানতে জনশুমারি করা হয়।
এক্সটারনাল-১: বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?
প্রার্থী: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন
এক্সটারনাল-১: হাওরের বন্যা কীভাবে হয়?
প্রার্থী: ফ্ল্যাশ ফ্লাড, পাহাড় ধস, সীমান্তবর্তী ভারতের অঞ্চলগুলোয় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে।
এক্সটারনাল-১: কোন কোন নদী হয়ে এই পানি আসে?
প্রার্থী : সুরমা, কুশিয়ারা ও কালনী ।
এক্সটারনাল-১: সুন্দরবন সাইক্লোন থেকে আমাদের দেশকে কীভাবে রক্ষা করে?
প্রার্থী: বঙ্গোসাগরের প্রায় সব সাইক্লোন প্রথমেই আমাদের দেশের সর্ব পশ্চিমে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনে আঘাত হানে এবং ওই সাইক্লোনের শক্তি তথা বাতাসের ও ঝড়ের গতিবেগ অনেকাংশে কমে যায়। এছাড়াও স্রোতের বেগ ও বাধা পেয়ে শক্তি কমে যায়। যার কারণে সাইক্লোনে আমাদের দেশের ক্ষয়ক্ষতি অনেক কমে যায়।
এক্সটারনাল -১ : হাওরে ধান বাদে কী কী চাষ হয়?
প্রার্থী : ভুট্টা,ড্যাপ মেথডে সবজি ও ডাল জাতীয় ফসল।
চেয়ারম্যান : ওয়ালাইকুম আসসালাম । আসেন, বসুন ।
প্রার্থী : ধন্যবাদ , স্যার।
চেয়ারম্যান : কী করছেন এখন?
প্রার্থী : সোনালী ব্যাংক পিএলসিতে অফিসার হিসেবে কর্মরত আছি স্যার।
চেয়ারম্যান : সোনালী ব্যাংক পিএলসি কেন? পিএলসি বলতে কী বোঝায়?
প্রার্থী : প্রণোদনা, প্রবাসী ঋণ , BAIRA , BOESL কর্তৃক দক্ষ কর্মীদেরকে বিদেশে প্রেরণ, BFIU সার্ভিসকে রেমিট্যান্স পাঠানো আরও সহজতর করা, হুন্ডি নিরুৎসাহিতকরণ, MFS-এর সাধ্যমে অবৈধ চ্যানেল চিহ্নিতকরণ।
এক্সটারনারল-১: আচ্ছা, জনশুমারি কেন করা হয়?
প্রার্থী: একটি দেশের পরিকল্পিত উন্নয়নের জন্য দেশের জনসংখ্যা ও তার আর্থ –সামাজিক অবস্থা জানতে জনশুমারি করা হয়।
এক্সটারনাল-১: বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?
প্রার্থী: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন
এক্সটারনাল-১: হাওরের বন্যা কীভাবে হয়?
প্রার্থী: ফ্ল্যাশ ফ্লাড, পাহাড় ধস, সীমান্তবর্তী ভারতের অঞ্চলগুলোয় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে।
এক্সটারনাল-১: কোন কোন নদী হয়ে এই পানি আসে?
প্রার্থী : সুরমা, কুশিয়ারা ও কালনী ।
এক্সটারনাল-১: সুন্দরবন সাইক্লোন থেকে আমাদের দেশকে কীভাবে রক্ষা করে?
প্রার্থী: বঙ্গোসাগরের প্রায় সব সাইক্লোন প্রথমেই আমাদের দেশের সর্ব পশ্চিমে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনে আঘাত হানে এবং ওই সাইক্লোনের শক্তি তথা বাতাসের ও ঝড়ের গতিবেগ অনেকাংশে কমে যায়। এছাড়াও স্রোতের বেগ ও বাধা পেয়ে শক্তি কমে যায়। যার কারণে সাইক্লোনে আমাদের দেশের ক্ষয়ক্ষতি অনেক কমে যায়।
এক্সটারনাল -১ : হাওরে ধান বাদে কী কী চাষ হয়?
প্রার্থী : ভুট্টা,ড্যাপ মেথডে সবজি ও ডাল জাতীয় ফসল।