Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6809
১.প্রশাসনের সর্বোচ্চ পদ কী?
-মন্ত্রিপরিষদ সচিব।
২.বর্তমান মন্ত্রীপরিষদ সচিব কে?
-জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম।
৩.বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান বিরোধী দলীয় নেত্রী কে?
-রওশন এরশাদ।
৪.মিয়ানমারের পূর্ব নাম কী?
-বার্মা
৫.ইসলামী আইন শাস্ত্র এর অপর নাম কী?
-ফিকাহ্।
৬.ফিকাহ শব্দের অর্থ কী?
-বোঝা বা উপলব্ধি করা।
৭.ফিকহ শাস্ত্রের জনক কে?
-হযরত ইমাম শাফিঈ (র.)
৮.মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বেতার কেন্দ্রের পরিচালকের নাম কী ছিল?
-শামসুল হুদা চৌধুরী।
৯.কিয়োটো প্রোটোকল-১৯৯৭ কী?
-গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস বিষয়ক একটি চুক্তি।
১০.কাউখালী উপজেলা কোথায় অবস্থিত?
-পিরোজপুর জেলায়।
১১.বিশ্বের প্রথম ক্রিকেটার ক্লাবের নাম কী?
-মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব।
১২.মাইলা নদী কোথায় অবস্থিত?
-দিনাজপুরে।
১৩.বার দুয়ারী মসজিদ কোথায় অবস্থিত?
-শেরপুর ।
১৪.বিশ্বে সবচেয়ে বেশি ভাত খায় কোন দেশের লোক?
-মাদাগাস্কার।
১৫.দর্শনের জনক কে?
-থেলিস
১৬.মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
-১০ এপ্রিল ১৯৭১ সালে।
১৭.বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন কে?
-শেখ হাসিনা
১৮.পিপীলিকা কি?
-বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন।
১৯.প্লেটোর প্রকৃত নাম কী?
-এরিসটোফ্লেস।
২০.প্রশাসন কত প্রকার?
-দুই প্রকার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    723 Views
    by rafique
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]