- Thu Feb 25, 2021 1:39 pm#6780
১.এসএসসি ও দাখিল পর্যায়ে পরীক্ষায় প্রথম গ্রেডিং পদ্ধতি চালু করা হয় কবে?
-২০০১ সালে।
২.প্রথম গ্রেডিং পদ্ধতি ছিল কত ধাপের?
-ছয় ধাপের ।
৩.বর্তমানে কত ধাপে গ্রেডিং পদ্ধতি চালু রয়েছে?
-৭ ধাপে।
৪.সাত ধাপের গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে?
-২০০৩ সালের ৪ জানুয়ারি।
৫.এইচএসসি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু করা হয় কবে?
-২০০৩ সালে।
লেটার গ্রেড – প্রাপ্ত নম্বরের শ্রেণি ব্যাপ্তি – গ্রেড পয়েন্ট
এ প্লাস – ৮০ -১০০ – ৫.০০
এ – ৭০-৭৯ – ৪.০০
এ মাইনাস – ৬০-৬৯ – ৩.৫০
বি – ৫০-৫৯ – ৩.০০
সি – ৪০ – ৪৯ – ২.০০
ডি – ৩৩-৩৯ – ১.০০
এফ – ০-৩২ – ০.০০
গ্রেডিং পদ্ধতির সাথে পূর্বের বিভাগ/শ্রেণির সমতাকরণ
এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান এর ক্ষেত্রে
অর্জিত জিপিএ – পূর্বের সমতুল্য বিভাগ/শ্রেণি
৩.০০ বা তদূর্ধ্ব – প্রথম বিভাগ
২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম – দ্বিতীয় বিভাগ
১.০০ বা তদূর্ধ্ব কিন্তু ২.০০ এর কম – তৃতীয় বিভাগ
অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে
নিরূপিত নম্বর ব্যাপ্তি – সমতুল্য শ্রেণি/বিভাগ
৬০% বা তদূর্ধ্ব – প্রথম শ্রেণি/বিভাগ
৪৫% বা ততোধিক কিন্তু ৬০% এর কম – দ্বিতীয় শ্রেণি/বিভাগ
৩৩% বা ততোধিক কিন্তু ৪৫ এর কম – তৃতীয় শ্রেনি/বিভাগ
-২০০১ সালে।
২.প্রথম গ্রেডিং পদ্ধতি ছিল কত ধাপের?
-ছয় ধাপের ।
৩.বর্তমানে কত ধাপে গ্রেডিং পদ্ধতি চালু রয়েছে?
-৭ ধাপে।
৪.সাত ধাপের গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে?
-২০০৩ সালের ৪ জানুয়ারি।
৫.এইচএসসি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু করা হয় কবে?
-২০০৩ সালে।
লেটার গ্রেড – প্রাপ্ত নম্বরের শ্রেণি ব্যাপ্তি – গ্রেড পয়েন্ট
এ প্লাস – ৮০ -১০০ – ৫.০০
এ – ৭০-৭৯ – ৪.০০
এ মাইনাস – ৬০-৬৯ – ৩.৫০
বি – ৫০-৫৯ – ৩.০০
সি – ৪০ – ৪৯ – ২.০০
ডি – ৩৩-৩৯ – ১.০০
এফ – ০-৩২ – ০.০০
গ্রেডিং পদ্ধতির সাথে পূর্বের বিভাগ/শ্রেণির সমতাকরণ
এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান এর ক্ষেত্রে
অর্জিত জিপিএ – পূর্বের সমতুল্য বিভাগ/শ্রেণি
৩.০০ বা তদূর্ধ্ব – প্রথম বিভাগ
২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম – দ্বিতীয় বিভাগ
১.০০ বা তদূর্ধ্ব কিন্তু ২.০০ এর কম – তৃতীয় বিভাগ
অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে
নিরূপিত নম্বর ব্যাপ্তি – সমতুল্য শ্রেণি/বিভাগ
৬০% বা তদূর্ধ্ব – প্রথম শ্রেণি/বিভাগ
৪৫% বা ততোধিক কিন্তু ৬০% এর কম – দ্বিতীয় শ্রেণি/বিভাগ
৩৩% বা ততোধিক কিন্তু ৪৫ এর কম – তৃতীয় শ্রেনি/বিভাগ