Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6751
১.প্রথম টি২০ বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশ কোনটি?
-ভারত
২.শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
-বার্থাভন সুটনার।
৩.বাংলাদেশে প্রথম রেডিক্যাশ কার্ড চালু করে কোন ব্যাংক?
-জনতা ব্যাংক লি.
৪.বাংলাদেশের মাগুরছড়া গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
-কমলগঞ্জ
৫.ইন্টারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা?
-রাশিয়া
৬.কালজয়ী ইরানি চলচিত্র চিলড্রেন অফ হ্যাভেন এর পরিচালকের নাম কী?
-মাজিদ মাজিদি
৭.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
-হাঙ্গর নদীর গ্রেনেড
৮.বঙ্গবন্ধুর আত্মজীবনী জাপানি ভাষায় লেখেন কে?
-কাজুগিরো ওতানাবো
৯.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত?
-৬ (২)
১০.৩ জুলাই ২০১৫ ইউরোপের কোন দেশকে আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি ঘোষণা করা হয়?
-গিস
১১.দেশের প্রথম উপজেলা অ্যাপস চালু হয় কোন জেলায়?
-খাগড়াছড়ি
১২.বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা ১ম ও ২য় দেশ কি কি?
-পাকিস্তান ও বাংলাদেশ
১৩.প্রযুক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত বিপন্ন পেশার তালিকায় শীর্ষে রয়েছে কোনটি?
-ডাকপিয়ন
১৪.আন্তর্জাতিক রেডক্রস দিবস পালিত হয় কবে?
-৮ মে
১৫.সর্বপ্রথম কোন দেশ নির্বাচনে ই-ভোটিং ব্যবহার করে?
-যুক্তরাষ্ট্র
১৬.বাওয়ালি কারা?
-সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
১৭.ডেটন চুক্তির মাধ্যমে কোন সঙ্কটের পরিসমাপ্তি ঘটে?
-বসনিয়া
১৮.গ্রীনল্যান্ড দ্বীপটির মালিক কোন দেশ?
-ডেনমার্ক
১৯.ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে?
-মহাত্মা গান্ধী।
২০.বাংলাদেশ নামকরণ করেন কে?
-শেখ মুজিবুর রহমান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]