Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6690
১.রেশমগুটির চাষ সর্বাধিক পরিমাণে হয় কোথায়?
-চাঁপাইনবাবগঞ্জে
২.জুটনে তুলা ও পাটের অনুপাত কত?
-৩০:৭০
৩.সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় কোথায়?
-বগুড়ায়
৪.বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়?
-মৌলভিবাজারে
৫.দেশের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত?
-ঝিনাইদহ জেলার মহেশপুর
৬.বাংলাদেশে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার চালু করে কত সালে?
-১৯৯৬ সালে
৭.ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
-তৃতীয়
৮.বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি?
-চা
৯.বর্তমানে বাংলাদেশে কতটি নিবন্ধিত চা বাগান আছে?
-১৬৭ টি
১০.বাংলাদেশের কোথায় রাবার চাষ করা হয়?
-কক্সবাজারের রামুতে
১১.রেশম বোর্ড ও রেশম গবেষনা কেন্দ্র কত সালে গঠিত হয়েছে?
-১৯৭৭ সালে
১২.বাংলাদেশ পারমাণবিক কৃষি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ময়মনসিংহে
১৩.কোন জেলায় সর্বাধিক ধান উৎপন্ন হয়?
-ময়মনসিংহ
১৪.দেশের কোন জেলায় সর্বাধিক আনারস উৎপাদন করা হয়?
-টাঙ্গাইল
১৫.বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্নত জাতের ধান –
-বিআর-৮
১৬.বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-জয়দেবপুর
১৭.বাংলাদেশের শস্যভান্ডার কোনটি?
-বরিশাল
১৮.বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
-পাট
১৯.পেনসিল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
-ধুন্দল
২০.রং প্রস্তুতে ব্যবহৃত হয় কোনটি?
-গরান গাছের ছাল
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    14 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]