- Thu Feb 11, 2021 11:38 am#6396
১.মৎস কোন ভাষার শব্দ?
-সংস্কৃত
২.কোন দেশকে ধীবর বা মৎস্যজীবীদের দেশ বলা হয়?
-নরওয়েকে।
৩.বিজ্ঞানের যে শাখায় মৎস চাষ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?
-পিসিকালচার।
৪.মিঠা পানির জীব ও সমুদ্রের জীব একত্রে চাষ করাকে কী বলে?
-অ্যাকুয়াকালচার।
৫.সবচেয়ে ক্ষুদ্রতম মাছের নাম কী?
-গোবি মাছ।
৬.কোন মাছ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে?
-ইলেকট্রিক ইল।
৭.সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন মাছের নাম কী?
-টুনি মাছ।
৮.কোন মাছ উড়তে পারে?
-উডুক্ক নামক এক প্রকার সামুদ্রিক মাছ।
৯.গোবি মাছ কত মিলিমিটার লম্বা?
-৭.৬ মিলিমিটার।
১০.কোন মাছ মুখে ডিম নিয়ে বাচ্চা ফোটায়?
-তেলাপিয়া মাছ।
১১.বিশ্বের বৃহত্তম মাছের বাজারের নাম কী?
-সুকিজি, জাপান।
১২.বিশ্বে মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
১৩.বিশ্বে মৎস্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
১৪.বিশ্বে মৎস্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
-সংস্কৃত
২.কোন দেশকে ধীবর বা মৎস্যজীবীদের দেশ বলা হয়?
-নরওয়েকে।
৩.বিজ্ঞানের যে শাখায় মৎস চাষ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?
-পিসিকালচার।
৪.মিঠা পানির জীব ও সমুদ্রের জীব একত্রে চাষ করাকে কী বলে?
-অ্যাকুয়াকালচার।
৫.সবচেয়ে ক্ষুদ্রতম মাছের নাম কী?
-গোবি মাছ।
৬.কোন মাছ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে?
-ইলেকট্রিক ইল।
৭.সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন মাছের নাম কী?
-টুনি মাছ।
৮.কোন মাছ উড়তে পারে?
-উডুক্ক নামক এক প্রকার সামুদ্রিক মাছ।
৯.গোবি মাছ কত মিলিমিটার লম্বা?
-৭.৬ মিলিমিটার।
১০.কোন মাছ মুখে ডিম নিয়ে বাচ্চা ফোটায়?
-তেলাপিয়া মাছ।
১১.বিশ্বের বৃহত্তম মাছের বাজারের নাম কী?
-সুকিজি, জাপান।
১২.বিশ্বে মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
১৩.বিশ্বে মৎস্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
১৪.বিশ্বে মৎস্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।