Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6341
১.----- সম্পদ সম্পদশালী দেশ জাপানের কম।
-প্রাকৃতিক ও খনিজ
২.হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি ----- পথে।
-পৃথিবীর।
৩.---- বই ব্যবহার করে, আর অন্যেরা বইকে প্রশংসা করে।
-জ্ঞানীরা
৪.---- মানবীয় প্রকৃতি ও আচরণের পরিবর্তণ ঘটায়।
-শিক্ষা
৫.----- অগ্রযাত্রায় মানুষ এক জায়গায় থেকে থেমে থাকে না।
-সভ্যতার
৬.শিষ্টাচার ----
-মানুষকে সম্মানিত করে
৭.যে বই পড়তে ভালোবাসে তার ------ কম।
-শত্রু
৮.যেখানে ---- বিলুপ্ত হতে থাকে, মানুষ সেখানে বাস করতে পারে না।
-গাছ
৯.----- ই বাংলাদেশে দারিদ্র বিমোচনের প্রধান উপায়।
-শিক্ষা বিস্তার।
১০.বাংলাদেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কী?
-জনসংখ্যা বৃদ্ধি
১১.---- ব্যতীত গণতন্ত্র অচল।
-ভোটাধিকার
১২.নারীশিক্ষাই তাদের ক্ষমতায়নের প্রধান ----।
-হাতিয়ার
১৩.কোম্পানির পরিচালনের প্রথম --- উৎপাদন বৃদ্ধি করা।
-লক্ষ্য
১৪.আশা করি নিম্নলিখিত প্রস্তাবনা আপনার --- লাভ করবে।
-অনুমোদন
১৫.না ---- পর্যন্ত বুঝতে পারবে না খাবারটি পছন্দ হবে কিনা?
-খাওয়া
১৬.আমি তোমার ---- গ্রহণ করছি।
-প্রস্তাব।
১৭.কমিটির সভায় সকলে ---- হয়েছেন।
-একমত
১৮.বিক্রেতা ক্রেতার কাছে তার --- ব্যক্ত করল ।
-উদ্দেশ্য।
১৯.পরীক্ষার ফলাফল ---- সমর্থন করে।
-অনুমান
২০.দোকানদার লোকটির কাছে তার --- ব্যক্ত করল।
-উদ্দেশ্য
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    357 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]