Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6279
১.কোম্পানির পরিচালকের প্রথম ---- উৎপাদন বৃদ্ধি করা।
-লক্ষ্য
২.সফল হতে হলে আপনাকে অবশ্যই ---- হতে হবে।
-পরিশ্রমী।
৩.---- ই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের প্রধান উপায়।
-শিক্ষা বিস্তার।
৪.---- চেয়ে বড় পাপ আর নাই।
-মুর্খতার।
৫.একটা পরীক্ষায় ---- করলেই জীবনের সব পরীক্ষা শেষ হয়ে যায় না।
-খারাপ
৬.বুলেটের থাকে ---- অনেক বেশি শক্তিশালী।
-ব্যালট
৭.------ সঙ্গে স্বাস্থ্যের একটি নিবিড় যোগাযোগ রয়েছে।
-পরিবেশের।
৮.যত বেশি দেশ ঘুরছি নিজের দেশের প্রতি ---- বাড়ছে।
-ভালোবাসা
৯.যে ঘরে ---- আছে, যে ঘরে শৃঙ্খলা আছে।
-মা
১০.বাড়ির কর্তা অতিথিদের আসন না দিয়ে গ্যাট হয়ে বসে থাকলে –
-উৎসব পরিপূর্ণ রূপ নিয়ে দেখা দেয় না
১১.------ শিল্পকে অনুমোদন দেয়া উচিত।
-পরিকল্পিত ও যোগ্য।
১২.একজন কবি প্রকাশ করেন তার ---
-জনগণের অস্পষ্ট অনুভূতি।
১৩.----- বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আদর্শ।
-জাতীয়তাবাদ।
১৪.প্রতিভা ও মেধা --- ই জিনিস।
-এক
১৫.যেখানে ---- আছে, সেখানে স্বাধীনতাও আছে।
-আইন
১৬.সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ----- ভূমিকাও গুরুত্বপূর্ণ।
-ভাষার
১৭.দন্ডদাতা --- যবে সমান আঘাতে আসে।
-কাঁদে।
১৮.পাখিরা বাসা বাঁধে লতাপাতা দিয়ে, মানুষ বাসা বাঁধে ---- দিয়ে।
-লোহা-লক্কড়।
১৯.যে বই পড়ে না তার মধ্যে ---- বোধ জন্ম নেয় না।
-মনুষ্যত্ব
২০.--- ই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
-ভন্ডরা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]