Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6238
১.----- মানুষের বদান্যতার কোনো মূল্য নেই।
-অসৎ
২.----- মনটা স্বর্গীয় ফুলের মতই সুন্দর।
-শিশুদের
৩.স্বাধীনতার অর্থই, ---- আর সেজন্য বেশির ভাগ মানুষই ভয় পায়।
-দায়িত্ব
৪.বর্তমান বিশ্বে যুদ্ধের অন্যতম কারণ কী?
-অধিক সম্প্রসারণশীলতা
৫.প্রবাহ স্থির, ভাষা নিশ্চপ হয়ে আছে –
-লাইব্রেরীতে
৬.বিশ্বশক্তির অধিকারী ---
-তরুণেরা
৭.---- মানুষ সম্মানের আসনে অধিষ্ঠিত করে।
-যারা দেশ ও মানুষের জন্য কাজ করে তাদের
৮.সুশিক্ষিত লোক মাত্রই -----।
-স্বশিক্ষিত
৯.আমি তোমার ---- গ্রহণ করেছি।
-প্রস্তাব।
১০.পৃথিবীতে এক ধনসম্পদ নাই যার পরিবর্তে একটি সৎলোকের ----- কেনা যেতে পারে।
-ভোট
১১.আদর্শবান লোকদের বন্ধুর সংখ্যা ---- থাকে।
-কম
১২.বন্ধুকে ক্ষমা করার চেয়ে --- কে ক্ষমা করা সহজ।
-শত্রু
১৩.--- আবিষ্কারের উৎস।
-প্রয়োজনীয়তা।
১৪.----- ছাড়া ধোয়া হয় না।
-আগুণ
১৫.---- ত্যাগ করলে মানুষ স্বর্গসুখ লাভ করতে পারবে ।
-হিংসা, দ্বেষ, লোভ।
১৬.লোক নিয়োগের কাজটি স্বভাবতই কী?
-জটিল
১৭.ব্যক্তিত্ব প্রকাশে কী অন্যতম মাধ্যম?
-সৌজন্যবোধ ।
১৮.জনজীবনে নিরাপত্তা দেয় কী?
-পুলিশ।
১৯.দেশের সার্বিক উন্নতি নির্ভর করে ---- উপর।
-শিক্ষাব্যবস্থার
২০.নারী শিক্ষাই তাদের ক্ষমতায়নের প্রধান -----।
-হাতিয়ার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]