Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5856
১.সমুদ্রতীরে কীসের প্রাচুর্য থাকে?
-নাইট্রোজেনের।
২.নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হয় কোন দিকে?
-পেছনে।
৩.বিভা: কিরণ:: সুবলিত:?
-সুগঠিত
৪.ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
-H
৫.আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব দেখা যাবে –
-২ ফুট দূরে।
৬.------- ছাড়া রোগ প্রতিরোধ করা সম্ভব না।
-সচেতনতা।
৭.কপাল এর সমার্থক শব্দ কোনটি?
-ললাট।
৮.ঘড়িতে এখন ৮ টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?
-১২০ ডিগ্রি।
৯.০.০৩, ০.১২, ০.৪৮, --- শূন্যস্থানের সংখ্যাটি হবে-----
-১.৯২
১০. .০৩X.০০৬X.০০৭=?
-০.০০০০০১২৬
১১.১, ৩, ৬, ১০, ১৫, ২১ ------ ধারাটির দশম পদ কোনটি?
-৫৫।
১২.টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা লাভ হবে কত?
-৫০%।
১৩.পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাহলে যোগফল কত?
-১৫
১৪.একটি সংখ্যা ৩০১ হতে বড় হতে যত বড় ৩৮১ হতে তত ছোট হলে সংখ্যাটি কত?
-৩৪১
১৫.১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
-১০৭
১৬.একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাটা কো দিকে থাকবে?
-উত্তর
১৭.১,২৭,১২৫ ----- শূন্যস্থানের কোন সংখ্যা বসবে?
-৩৪৩
১৮.নিচের কোন জোড়টি ভিন্নধর্মী?
-(৪,৯)
১৯.শিখন্ডী শব্দের অর্থ কী?
-ময়ূর
২০.কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে --- ঘুরবে।
-জোরে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1070 Views
    by rafique
    0 Replies 
    987 Views
    by raihan
    0 Replies 
    1441 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1765 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1997 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]