Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5787
১.পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়?
-১৫২৬ সালে।
২.কার কার মধ্যে পানিপথের যুদ্ধ হয়?
-সম্রাট বাবর ও ইব্রাহীম লোদির মধ্যে।
৩.বাংলার কয়েকজন প্রসিদ্ধ বার ভুঁইয়ার নাম কী কী?
-১.সোনারগাঁওয়ের ঈসা খান
২.যশোরের প্রতাপাদিত্য
৩.চন্দ্রদ্বীপের কন্দর্প নারায়ণ
৪.ভুলুয়ার লক্ষ্মণ মাণিক্য
৫.ভাওয়ালের চন্দ্রগাজী
৬.বিক্রমপুরের কেদার রায়।
৪.বাংলা বিজয়ে আকবরের সেনাপতি কে ছিলেন?
-মুনিম খান, টোডরমল, ও খান-ই-জাহান।
৫.গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কে নির্মাণ করেন?
-শের শাহ।
৬.ঢাকায় বাংলার রাজধানী কে স্থাপন করেন?
-সুবাদার ইসলাম খান।
৭.পানি পথের দ্বিতীয় যুদ্ধ কখন এবং কার মধ্যে সংগঠিত হয়?
-১৫৫৬ সালে, সম্রাট আকবর ও হিমুর মধ্যে।
৮.শায়েস্তা খানের পুত্রের নাম কী?
-বুজুর্গ উমেদ খান।
৯.কার আমলে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
-নবাব শায়েস্তা খানের আমলে।
১০.তুযুক-ই-বাবরী’র রচয়িতা কে?
-সম্রাট বাবর।
১১.হুমায়ুন নামা’র লেখক কে?
-গুলবদন বেগম।
১২.সর্বশেষ মুঘল সম্রাট কে?
-দ্বিতীয় বাহাদুর শাহ।
১৩.পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয়?
-১৭৫৭ সালের ২৩ জুন।
১৪.কাবা শরীফের নির্মাতা কে?
-প্রথম নির্মাতা ফিরিশতাকুল।
১৫.কাবা শরীফের সর্বশেষ নির্মাতা কে?
-তুরস্ক সম্রাট সুলতান চতুর্থ মুরাদ।
১৬.কাবা নির্মাণকারীদের দুজনের নাম কুরআনে উল্লেখ আছে তারা কারা?
-হযরত ইবরাহিম (আ) ও হযরত ইসমাইল (আ)।
১৭.মানুষের মধ্যে সর্বপ্রথম কে কাবাঘর নির্মাণ করেন?
-হযরত আদম (আ)।
১৮.হুনাইনের যুদ্ধে কাদের সৈন্য সংখ্যা বেশি ছিল?
-মুসলমানদের।
১৯.তাবুক অভিযানে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?
-ত্রিশ হাজার।
২০.মদিনা থেকে তাবুক রণক্ষেত্র কত দূরে?
-চারশ মাইল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    99 Views
    by shahan
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]