Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5724
১.ইসলামি অর্থনীতি কাকে বলে?
-সমাজ ও সংস্কৃতির ক্রম বিবর্তনের গতিকে রেখে মানবজীবনের বুনিয়াদি প্রয়োজন যথাযথভাবে পূরণ করার ব্যবস্থা করা এবং সমাজের প্রতিটি ব্যক্তিকে স্বীয় যোগ্যতা ও প্রতিভা অনুযায়ী ব্যক্তিসত্তার ক্রমবিকাশ ও পরিপূর্ণতা অর্জনের অবাধ সুযোগ-সুবিধা সৃষ্টি করা ইসলামি অর্থনীতির কাম্য।
২.ইসলামী অর্থনীতি ও প্রচলিত অর্থনীতির পার্থক্যের বিষয়বস্তু কী কী?
-ক.মানুষ সম্পর্কে ধারণা
খ.মতাদর্শগত পার্থক্য
গ.অগ্রাধিকার নির্ণয়ের নীতিমালা
ঘ.তথ্য ও নতি প্রসঙ্গ
ঙ.অর্থ
চ.কার্যক্ষেত্র
ছ.বিনিময় ও হস্তান্তর

৩.ইসলামি মালিকানা তত্ত্বে মালিকানার ব্যাপারে ইসলামি শরিয়তের বিধি নিষেধসমূহ কী কী?
-১.সামাজিক অসুবিধার সৃষ্টি না করে সম্পদের পরিপূর্ণ সদ্ব্যবহার।
২.যাকাত প্রদান করা
৩.সম্পদের কল্যাণকর ব্যবহার
৪.সুদ থেকে বিরত থাকা
৫.ব্যবসায়-বাণিজ্যে সদুপায় অবলম্বন না করা
৬.একচেটিয়া কারবার ও মজুদদারী থেকে দূরে থাকা
৭.আইনানুগ দখল স্বত্ব এবং
৮.যথার্থ উপকার
৪.নদীয়া বিজয়ের পর বখতিয়ার খলজি কোথায় রাজধানী স্থাপন করেন?
-দেবকোটে।
৫.ভারতের তোতা পাখি কাকে বলা হয়?
-আমীর খসরুকে।
৬.ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন?
-উত্তর-পশ্চিম আফ্রিকার মরক্কোর পর্যটক।
৭.বাংলার আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে ইবনে বতুতা কোন গ্রন্থে বর্ননা করেছেন?
-রিহালা।
৮.ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান কে?
-সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ।
৯.কে শাহ-ই-বাংলা উপাধি ধারণ করেন?
-সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।
১০.বদরের যুদ্ধে মক্কার কাফিরদের সেনাপতি কে ছিলেন?
-আবু জেহেল।

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]