- Mon Jan 18, 2021 11:02 am#5690
অপারেশন সার্চলাইট ও জ্যাকপট
১.অপারেশন সার্চলাইট কী?
-পাক হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশীদের ওপর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ।
২.অপারেশন সার্চলাইট কবে চালানো হয়?
-২৫ মার্চ ১৯৭১ (মধ্যরাতে)
৩.অপারেশন জ্যাকপট কী?
-পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশ নৌপথ্যের সৈন্য ও অন্যান্য সমর সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা।
৪.অপারেশন জ্যাকপট কবে পরিচালনা করা হয়?
-১৬ আগস্ট ১৯৭১।
মুক্তিযুদ্ধে বিদেশী সমর্থন
১.সায়মন ড্রিং কে?
-১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক।
২.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য কোন বিদেশী কবিরাজ কবিদ্বয় কবিতা লেখেন এবং কবিতা পাঠের আয়োজন করেন?
-ইয়েভগেনি ইয়েভ তুসেস্কোর এবং অ্যালেন গিনসবার্গ।
৩.কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন?
-আঁদ্রে মঁয়রা।
৪.বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কী?
-মাদার মারিও ভেরেনজি।
কনসার্ট ফর বাংলাদেশ
১.কনসার্ট ফর বাংলাদেশ কী?
-মুক্তিযুদ্ধকালে বাংলাদেশী শরণার্থীদের পক্ষে জনমত ও তহবিল সংগ্রহের জন্য আয়োজিত কনসার্ট।
২.কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয়?
-১৯৭১ সালের ১ আগস্ট।
৩.কনসার্ট ফর বাংলাদেশ কার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়?
-জর্জ হ্যারিসন।
৪.কনসার্চ ফর বাংলাদেশ এর প্রযোজনা করেন কে?
-জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লেইন।
৫.কনসার্ট ফর বাংলাদেশ এর পরিচালক কে ছিলেন?
-সল সুইমার।
৬.কনসার্ট ফর বাংলাদেশ এর উদ্যোক্তা কে ছিলেন?
-জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্কর।
সেপ্টেম্বর অন যশোর রোড
১.মুক্তিযুদ্ধের সময় রচিত সেপ্টেম্বরের কবিতা সেপ্টেম্বর অব যশোর রোড এর রচয়িতা কে?
-অ্যালেন গিন্সবার্গ।
২.সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কত লাইনের?
-১৫২ লাইনের ।
৩.অ্যালেন গিনসবার্গ কবে কবিতাটি রচনা করেন?
-১৯৭১ সালের ১৪-১৬ নভেম্বর।
১.অপারেশন সার্চলাইট কী?
-পাক হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশীদের ওপর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ।
২.অপারেশন সার্চলাইট কবে চালানো হয়?
-২৫ মার্চ ১৯৭১ (মধ্যরাতে)
৩.অপারেশন জ্যাকপট কী?
-পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশ নৌপথ্যের সৈন্য ও অন্যান্য সমর সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করা।
৪.অপারেশন জ্যাকপট কবে পরিচালনা করা হয়?
-১৬ আগস্ট ১৯৭১।
মুক্তিযুদ্ধে বিদেশী সমর্থন
১.সায়মন ড্রিং কে?
-১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক।
২.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য কোন বিদেশী কবিরাজ কবিদ্বয় কবিতা লেখেন এবং কবিতা পাঠের আয়োজন করেন?
-ইয়েভগেনি ইয়েভ তুসেস্কোর এবং অ্যালেন গিনসবার্গ।
৩.কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন?
-আঁদ্রে মঁয়রা।
৪.বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কী?
-মাদার মারিও ভেরেনজি।
কনসার্ট ফর বাংলাদেশ
১.কনসার্ট ফর বাংলাদেশ কী?
-মুক্তিযুদ্ধকালে বাংলাদেশী শরণার্থীদের পক্ষে জনমত ও তহবিল সংগ্রহের জন্য আয়োজিত কনসার্ট।
২.কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয়?
-১৯৭১ সালের ১ আগস্ট।
৩.কনসার্ট ফর বাংলাদেশ কার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়?
-জর্জ হ্যারিসন।
৪.কনসার্চ ফর বাংলাদেশ এর প্রযোজনা করেন কে?
-জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লেইন।
৫.কনসার্ট ফর বাংলাদেশ এর পরিচালক কে ছিলেন?
-সল সুইমার।
৬.কনসার্ট ফর বাংলাদেশ এর উদ্যোক্তা কে ছিলেন?
-জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্কর।
সেপ্টেম্বর অন যশোর রোড
১.মুক্তিযুদ্ধের সময় রচিত সেপ্টেম্বরের কবিতা সেপ্টেম্বর অব যশোর রোড এর রচয়িতা কে?
-অ্যালেন গিন্সবার্গ।
২.সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কত লাইনের?
-১৫২ লাইনের ।
৩.অ্যালেন গিনসবার্গ কবে কবিতাটি রচনা করেন?
-১৯৭১ সালের ১৪-১৬ নভেম্বর।