Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5596
১.সোহাগ কোন স্থান থেকে ১০ কিমি উত্তরে হেটে পুনরায় ৬ কিমি দক্ষিণে ফিরে আসল। অতঃপর সে পশ্চিমে ৩ কিমি হাঁটে। যাত্রা শুরুর স্থান থেকে সোহাগ এখন কত দূরে অবস্থান করছে?
-৫ কিমি
২.২০০০ সালের প্রথম দিনটি শনিবার হলে ৩০ ডিসেম্বর তারিখটি কী বার?
-শনিবার।
৩.মনির হলো সুমন ও রিংকির পিতা। সুমন মনিরের ছেলে কিন্তু রিংকি মনিরের ছেলে নয়। রিংকি ও মনিরের সম্পর্ক কী?
-কন্যা
৪.আয়নায় একটি ঘড়ির সময় ৮.৪৫ দেখালে প্রকৃতপক্ষে ঘড়ির সময় ছিল কত?
-৩.১৫
৫.কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
-২৯
৬.উচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কী করতে হয়?
-গোড়ালি উচু করতে হয়।
৭.কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হয় কোন পাশে?
-পিছনে।
৮.ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই --- হতে হবে।
-পরিশ্রমী।
৯.নিচের কোন উত্তরটি অন্য গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
-মেজর আবু তাহের।
১০.একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টাবা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে?
-উত্তর।
১১.১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
-৭
১২.সকাল ১০.৫০ থেকে সকাল ১১.১৪ এর মধ্যে এক ঘন্টার কতটুকু অতিক্রম করেছে?
-২/৫।
১৩.একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
-ঠেলে নেয়া ব্যক্তির।
১৪.একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু কে কাঠবোর্ডের ভিতরে সমান গভারতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
-চিকন হাতলের ড্রাইভারকে বেশি বার ঘুরাতে হবে
১৫.ঘড়িতে এখন ৮ টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো –
-১২০ ডিগ্রি
১৬.কোনো কর্মকর্তার বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এতে ঐ কর্মকর্তার মূল বেতনের কোনো পরিবর্তন হলো কী?
-১% কমলো
১৭.কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। শ্রেণির শিক্ষার্থী সংখ্যা কত?
-৩০ জন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]