Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5593
১.নামাজের আহকাম ও আরকান কতটি ও কী কী?
-নামাজের আহকাম সাতটি। যথা:
ক.শরীর পবিত্র হওয়া
খ.নামাজের স্থান পবিত্র হওয়া
গ.পোশাক পবিত্র হওয়া
ঘ.নির্ধারিত সতর আবৃত করা
ঙ.কেবলামুখী হওয়া
চ.নামাজের ওয়াক্ত হওয়া এবং
ছ.নিয়ত করা।

নামাজের আরকান ছয়টি। যথা:
ক.তাকবীরে তাহরীমা বলা
খ.কিরাত পাঠ করা
গ.রুকু করা
ঘ.সেজদা করা
ঙ.শেষ বৈঠক করা এবং
চ.সালাম ফিরানো।

২.সহীহাইন বল কী বোঝায়?
-সহীহ বুখারী ও সহীহ মুসলিমকে একত্রে সহীহাইন বলা হয়।
৩.মুদাল্লাস কী?
-যে হাদিসের সনদে বর্ণনাকারী আপন শায়খের নাম গোপন রাখে, শায়খ থেকে সরাসরি শুনছে কী না এ বিষয়ে অস্পষ্ট, সে হাদিসকে মুদাল্লাস হাদিস বলে।
৪.উসুলে হাদিস কী?
-যে ইলম দ্বারা সনদ ও মতনের অবস্থা জানা যায় তাকে ইলমে উসুলে হাদিস বলা হয়।
৫.তাদলীস কত প্রকার ও কী কী?
-তাদলীস দু প্রকার। যথা:
ক.তাদলীসে ইসনাদ এবং
খ.তাদলীসে শুয়ুখ।
৬.ওহি কাকে বলে?
-যেসব মর্মবাণী আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল (আ) এর মাধ্যমে নবী রাসূলগণের কাছে প্রেরণ করা হতো তাকে ওহি বলে।
৭.ওহি কয় শ্রেণিতে বিভক্ত?
-দুই। যথা:
ক.ওহিয়ে মাতলু
খ.ওহিয়ে গায়রে মাতলু
৮.হাদিনে মারফু কাকে বলে?
-যে হাদিসের বর্ণনা সূত্র মহানবী (স) পর্যন্ত পৌছেছে তাকে হাদিসে মারফু বলা হয় ।
৯.হাদিসে মাওকুফ কাকে বলে?
-যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌছেছে তাকে হাদিসে মারফু বলা হয়।
১০.হাদিসে মাকতু কাকে বলে?
-যে হাদিসের সনদ তাবিয়ি পর্যন্ত পৌছেছে তাকে হাদিসে মাকতু বলা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    97 Views
    by shahan
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]